প্রিয় পাঠক আপনাকে ইনকাম টিউনস এ “LSI কীওয়ার্ডস কি এবং কেন” ধারাবাহিকের দ্বিতীয় পর্বে স্বাগতম। পূর্বের পর্বের প্রতিশ্রুতি অনুযায়ী এই পর্বে আমরা সমার্থক শব্দ এবং বহু অর্থবোধক শব্দ সম্পর্কে জানাবো। তো চলুন সময় নষ্ট না করে জেনে নেয়া যাক।
LSI কীওয়ার্ডস কি এবং কেন? (পর্ব- ০১)
*** সমার্থক শব্দঃ
সমার্থক শব্দ হল এমন শব্দ যা অন্য শব্দ বা বাক্যাংশের মতো একই বা প্রায় একই অর্থ প্রকাশ করে।
উদাহরনঃ Skill-Expertise,
Merit-Excellence
Knowledge-Wisdom
Valentine-Lover ইত্যাদি।
তো এলএসআই (LSI) প্যাটেন্ট অনুযায়ী সমার্থক শব্দের কিছু সমস্যা আছে।
যেমনঃ একই বস্তু বা বিষয় বোঝাতে মানুষ যেসব শব্দ ব্যবহার করে, সেগুলো মারাত্মক বৈচিত্র্যপূর্ণ। একে বলে সমার্থকতা। বিভিন্ন প্রসঙ্গে, বিভিন্ন প্রয়োজনে, জ্ঞান ও ভাষিক পার্থক্যের ফলে একই তথ্য ভিন্ন ভিন্ন শব্দে প্রকাশিত হয়। যেমন, গবেষণায় দেখা গেছে দুজন মানুষ একই এবং সুপরিচিত একটি জিনিস বোঝাতে একই শব্দ ব্যবহার করে গড়ে ২০ শতাংশেরও কম ক্ষেত্রে।
কিভাবে একটি Blog Post সার্চ ইঞ্জিনে দ্রুত Index করতে হয়?
ভাবছেন সার্চ ইঞ্জিনের সাথে এর সম্পর্ক কী?
ধরুন গাড়ি সম্পর্কে আমাদের দুটো ওয়েবপেজ আছে। দুটোই একই জিনিস, খালি একটাতে সবখানে cars এর বদলে লিখা automobiles.
পুরাতন সার্চ ইঞ্জিনগুলো ওই পেজে ব্যবহৃত শব্দগুলোই ইনডেক্স করে রাখে। তাই সব ফলাফল ঘুরেফিরে “cars.” শব্দগুলোই দেখাবে।
অথচ অন্য ফলাফলগুলোও কিন্তু প্রাসঙ্গিক ছিল, শুধুমাত্র শব্দ ভিন্ন। এমনকি automobile দিয়ে উল্লেখ করা তথ্যগুলো cars শব্দে উল্লেখিত ফলাফলগুলোর চেয়ে বেশি দরকারিও হতে পারত।
সারমর্ম হল ভালো ফলাফল দেওয়ার জন্য সার্চ ইঞ্জিনগুলোর সমার্থক শব্দ বুঝতে পারা খুবই জরুরি।
*** বহু অর্থবোধক শব্দঃ
বহু অর্থবোধক শব্দ হল একাধিক-অর্থপূর্ণ শব্দ অর্থাত এমন শব্দ যা একই বানান এবং সাধারণত একই শব্দ হয় তবে এর বিভিন্ন অর্থ রয়েছে ।
যেমন Crane (সারস পাখি /কপিকল),
Right (সঠিক/ অধিকার), এবং
Date (তারিখ/খেজুর) ইত্যাদি।
বিভিন্ন এলএসআই (LSI) নির্মাতাদের মতে এই শব্দগুলোর সমস্যা হল ভিন্ন প্রসঙ্গে ভিন্ন ভিন্ন ব্যক্তি একই শব্দ দিয়ে ভিন্ন ভিন্ন জিনিস বোঝাতে পারেন। তাই একই শব্দ দিয়ে সার্চ করার অর্থ এই না যে, সবাই একই জিনিস খুঁজছে। এখানেও তাই সমার্থক শব্দের মতো সমস্যা দেখা দেয় সার্চ ইঞ্জিনে।
সারমর্ম হল যে, যেসব সার্চ ইঞ্জিন বহু অর্থবোধক শব্দ বোঝে না, সেগুলো অপ্রাসঙ্গিক ফলাফল দেখায়।
তো বন্ধুরা এ পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে এলএসআই কীভাবে কাজ করে ও গুগল কি এলএসআই ব্যবহার করে কিনা সে সম্পর্কে জানবো। সবাইকে পরবর্তী পোস্ট গুলো পড়ার অনুরোধ রইল আর এ সম্পর্কিত কোন মতামত, প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট আ জানাবেন।
ইনকাম টিউনস এর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আরও পড়ুন…
কি পেলাম (Jibonpata) জীবন পাতা থেকে?
কম্পিউটার নেটওয়ার্ক (Network) নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য
Jowel Das Provas
Visitor Rating: 5 Stars