প্রিয় পাঠক অনলাইন জগতের অন্যতম জনপ্রিয় সাইট ইনকাম টিউনস এ আপনাকে স্বাগতম। আপনি হয়তো শুনে থাকবেন এলএসআই (LSI ) কীওয়ার্ড দিয়ে গুগল র্যাংকিং তুঙ্গে তোলা যায়। আসলে কি এটি সত্যি?

এলএসআই কীওয়ার্ড নিয়ে আমি অনেক লেখাই পড়েছি, সবখানেই মোটামুটি নিচের কথাগুলো পেয়েছি।
১। ওয়েব পেইজ ইনডেক্স করতে গুগল এলএসআই (LSI) নামক একটি প্রযুক্তি ব্যবহার করে.
২। কন্টেন্টে এলএসআই (LSI) কীওয়ার্ড ব্যবহার করলে গুগলে (Google) র্যাংক বাড়বে।
অনেক ঘাটাঘাটি করে দেখলাম তাত্ত্বিকভাবে দুটো দাবিই সঠিক নয়। তাহলে সঠিক কোনটি? জি হ্যাঁ, এই ধারাবাহিকটির মাধ্যমেই আমরা LSI কীওয়ার্ড সম্পর্কে বিস্তারিত জানবো এবং অনুসন্ধান করে বের করব আপনার মনের যাবতীয় প্রশ্নের উত্তর। চলুন শুরু করা যাক।
এলএসআই (LSI) কীওয়ার্ডস আসলে কী?
অনেক এসইও বিশেষজ্ঞ বলেন এলএসআই কীওয়ার্ড হলো এমন কিছু শব্দ ও বাক্যাংশ, যেগুলোকে কোনো নির্দিষ্ট বিষয়বস্তুর সাথে অর্থগতভাবে সম্পর্কিত হিসেবে গুগল দেখে। ধরুন গাড়ি, এর এলএসআই কীওয়ার্ডস হলো অটোমোবাইল, ইঞ্জিন, রাস্তা, টায়ার, যানবাহন এবং স্বয়ংক্রিয় পরিবহন ইত্যাদি।
আবার অনেক এসইও বিশেষজ্ঞ মনে করেন এলএসআই কীওয়ার্ড বলে কিছু নেই, তো ব্যাপারটা কী আসলে? জানতে হলে সাথেই থাকুন।
চলুন আগে এলএসআই সম্পর্কে কিছু বিষয় জেনে নেওয়া যাক।
ল্যাটেন্ট সেম্যান্টিক ইনডেক্সিং (এলএসআই) বা ল্যাটেন্ট সেম্যান্টিক অ্যানালিসিস (এলএসএ) হলো ১৯৮০ সালে উদ্ভাবিত একটি স্বাভাবিক-ভাষা প্রক্রিয়াকরণ পদ্ধতি।
আপনি যদি আমার মত সৌভাগ্যবান না হন মানে eigenvalues, vectors, এবং single value decomposition এর মতো গাণিতিক শব্দের সাথে পরিচিত না থাকা মানুষদের মত দুর্ভাগ্যবান হন থাকলে এই প্রযুক্তি বুঝে ওঠা একটু কঠিন। ভয় পাবেন না পোস্টগুলো পড়ুন আশা করি আপনিও আমার মত সৌভাগ্যবান হয়ে উঠবেন।
যাই হোক কাজের কথায় আসি। ভাবছেন এলএসআই কীভাবে কাজ করে? সে আলোচনা না হয় পরে হবে বরং কোন সমস্যার সমাধান করতে এটি তৈরি হয়েছিল, তা দেখা যাক।
এলএসআই’র নির্মাতারা সমস্যাটিকে কীভাবে সংজ্ঞায়িত করেন, দেখুন: অনুসন্ধানকারী যে শব্দ ব্যবহার করে জিনিসটি খোঁজেন, ঠিক সেই শব্দ দিয়ে হয়তো ওই জিনিসটি তালিকাভুক্ত করা হয়নি। মানে? মনে করুন আপনি fall শরতকাল সম্পর্কে জানতে চান। আপনার ওয়াইফাই কাজ করছে না। তাই আদিকেলে নিয়ম অনুসরণ করে বের করলেন একটি এনসাইক্লোপিডিয়া। এলোপাতাড়ি হাজার হাজার পৃষ্ঠা না খুঁজে আপনি সূচিপত্রে “fall” শব্দটা দেখে সেই পৃষ্ঠায় চলে গেলেন।
গিয়ে দেখলেন এটা: কিন্তু আপনি তো এই fall সম্পর্কে জানতে চাননি। এবার বুঝলেন বিষয়টি খুঁজতে হবে “autumn” শব্দ দিয়ে, শরতের আরেকটি ইংরেজি নাম। সমস্যাটা হয়েছিল যে, fall শব্দের অনেক অর্থ আছে। এ ধরনের সমস্যা গুলোর জন্যই এলএসআই (LSI) কীওয়ার্ডস। কি জটিল লাগছে?
ব্যপারগুলো বুঝতে আমাদের সমার্থক শব্দ, বহু অর্থবোধক শব্দ, ইত্যাদি সম্পর্কে জানতে হবে। আগামী পর্বে আমরা সেই বিষয়গুলো সম্পর্কে জানবো।
সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইনকাম টিউনস এর সাথেই থাকুন ।
আরও পড়ুন > >
গুগল (Google) সার্চে আপনার সাইট আসছে না? জেনে নিন কারন ও সহজ সমাধানঃ (পর্ব-০৩)
Jowel Das Provas
Visitor Rating: 5 Stars