
ইনকাম টিউনস, জীবন পাতা, ইউটিউব ছাড়াও অনেক জনপ্রিয় সাইট থেকে টাকা আয় করা যায় তা আমাদের প্রায় সকলেরই জানা।
ভয়েস দিলেই টাকা দিবে ফেসবু্ক
ফেসবু্ক থেকেও আয় করার কথাটিও অনেকেই জানি, কিন্তু আজ আমি জানাবো একটি মজার আয় এর কথা।
আসুন জানি………।।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ফেসবুক অন্যতম। ব্যবহারকারীদের সুবিধার জন্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে প্রতিষ্ঠানটি নতুন নতুন অ্যাপ যোগ করছে। তারই জের ধরে গুগল, অ্যামাজন, মাইক্রোসফট ও অ্যাপলের মতো ভয়েস রিকগনিশন বা গলার স্বর চিহ্নিতকরণ অ্যাপ নিয়ে আসছে ফেসবুক। এ প্রযুক্তির উন্নয়নে কিছু ব্যবহারকারীকে টাকাও দেবে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি।
বৃহস্পতিবার ফেসবুক এ ঘোষণা দিয়ে বলেছে, ফেসবুক তার ভয়েস রিকগনিশন প্রযুক্তির উন্নয়নে কিছু ব্যবহারকারীকে টাকা দেবে। এজন্য প্রতিষ্ঠানটি তার বাজার গবেষণাসংক্রান্ত বিভাগের ‘প্রোনানসিশেন’ নামে এ প্রোগ্রাম চালু করেছে। বলা হয়েছে, ফেসবুকের যে কোনো ব্যবহারকারী অ্যাপে তার বন্ধু তালিকার কোনো বন্ধুর নাম ধরে ডেকে সেটি রেকর্ড করতে পারবেন। সর্বোচ্চ ১০ জন বন্ধুর নাম ধরে ডেকে রেকর্ড করা যাবে। প্রতি জনের জন্য দু’বার রেকর্ড করা যাবে। ফেসবুক বলছে, প্রতিবার ভয়েস রেকর্ডের মাধ্যমে ভিউপয়েন্ট অ্যাপে ২০০ পয়েন্ট পাওয়া যাবে। এভাবে ১ হাজার পয়েন্ট হলে পেপালের মাধ্যেমে ৫ ডলার ক্যাশ করা যাবে। তবে একজন সর্বোচ্চ ৫ ডলার আয় করতে পারবে।
এখন বলতে পারেন যে আমারতো পেপালের কোন অ্যাকাউন্ট নেই। এখন আমাদের দেশে অনেক গুলো গ্রুপ আছে যারা পেপালের মাধ্যমে টাকা ক্যাশ করে দিয়ে থাকে।
তবে ফেসবুকে এ অ্যাপটি এখনই সব দেশের জন্য আসছে না। আপাতত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরাই সুযোগটি পাচ্ছেন। পরবর্তীতে এটি উন্মুক্ত করে দেয়া হবে। তবে জেনে রাখা ভাল তাতে করে সুযোগ এলেই কাজে লাগানো যাবে।
আরো পড়ুন >>
ইনকাম টিউনস এ কিভাবে টাকা উইথড্র করতে হয়।
কিভাবে Notepad এর সাহায্যে Simple একটি apps তৈরি করবেন ।
Al Kawser
Very useful post
evaakter yasmin
Very nice post
evaakter yasmin
good post
evaakter yasmin
Thnk you
evaakter yasmin
very helpful post
evaakter yasmin
onk kisu jnte parlm
Kibria
Helpful Post
Rifat
Onek vlo akta post
Rifat
Post ta pora vlo laglo