Tickmill
প্রতিষ্ঠার সাল: 2014
ব্রোকারের ধরণ: ECN, NDD
রেগুলেশন: FCA, FSA
হেডকোয়ার্টার: 1 Fore Street, London, EC2Y 9DT, GB
Tickmill ব্রোকারের সারসংক্ষেপ
সর্বোচ্চ লিভারেজ | 1:500 |
ট্রেডিং ইন্সট্রুমেন্ট | কারেন্সি, মেটাল, তেল, স্টক, ইক্যুইটি, ইন্ডিসিস, গোল্ড |
ট্রেডিং প্ল্যাটফর্ম | MT4, MT5 (PC/Laptop), Android, IOS and Web Terminal |
একাউন্ট এর ধরণ | Micro, Mini, Standard, Unit |
একাউন্ট কারেন্সি | USD, EUR, GBP, PLN |
পেমেন্ট সিস্টেম | ক্রেডিট কার্ড, নেটেলার, স্ক্রিল, ব্যাংক ট্র্যান্সফার |
কমিশন | $2=Pro Account; $1.6=VIP Account; $0=Classic Account |
লট সাইজ | Micro, Mini, Standard, Unit |
সর্বনিম্ন ডিপোজিট | $5 |
ইসলামিক একাউন্ট | √ |
স্কাল্পিং ট্রেডিং | √ |
PAMM বিনিয়োগ | NO |
$30 ফ্রি ওয়েলকাম একাউন্ট
ইন্সটাফরেক্স ব্রোকারে ফান্ড ডিপোজিট করলে, প্রতি ডিপোজিট এর উপর পাবেন ৩০% বোনাস। বোনাস এর এই ফান্ড আপনি চাইলে সম্পূর্ণভাবে উত্তোলন করতে পারবেন।
বোনাস নিন
Trader Of the Month
যারা এই ব্রোকারে রিয়েল ট্রেড করছেন তারা শুধুমাত্র এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। এর জন্য অতিরিক্ত কোনও শর্ত নেই। আপনি নিয়মিতভাবে ট্রেড করে যাবেন এবং প্রতি মাসের সবচেয়ে সফল ট্রেডারকে $1000 ক্যাশ পুরষ্কার প্রদান করা হবে। এই ক্যাম্পেইনের জন্য ভিন্ন কোনও শর্ত কিংবা ডিপোজিট করার প্রয়োজন হবে না। শুধুমাত্র আপনার রিয়েল একাউন্টে ট্রেড করবেন।
বিস্তারিত
Tickmills’ NFP Machine
ফরেক্স ট্রেডিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে NFP এটি আমরা সবাই জানি। প্রতি মাসের প্রথম সপ্তাহের বৃহস্পতিবার মুলত এর নিউজটি প্রকাশিত হয়। এই ক্যাম্পেইন এর আওতায় যদি আপনি কোনওভাবে এই নিউজ এর ফল কি হবে সেটি ধারনা করতে পারেন এবং নিউজ এর ফল যদি আপনার ধারনা এর সাথে মিলে যায় তাহলে পুরষ্কার হিসাবে পাবেন $1000 ক্যাশ পুরষ্কার।
বিস্তারিত
উত্তর – ফরেক্স মার্কেটের বহুল আলোচিত একটি ব্রোকার হচ্ছে টিকমিল। যুক্তরাজ্য ভিত্তিক এই ব্রোকার ট্রেড করার জন্য খুবই জনপ্রিয় কেননা আমাদের দেখা এই ব্রোকার সর্বনিম্ন স্প্রেড এর মাধ্যমে ট্রেড করার সুবিধা প্রদান করে থাকে। মুলত যারা স্কাল্পিং ট্রেডিং করতে পছন্দ করেন তাদের জন্য এই ব্রোকার আদর্শ।
প্রশ্ন – এই ব্রোকারে কেন ট্রেড করবেন?
উত্তর – যারা কম স্প্রেড এর ট্রেড করতে চান, কিংবা কমিশন ছাড়া ট্রেড করতে আগ্রহী এবং সেই সাথে রেগুলেটেড এবং ফান্ড এর সিকিউরিটি প্রদান করে এই ধরনের ব্রোকার খুঁজছেন তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে Tickmill Broker । এছাড়াও বিভিন্ন ধরনের বোনাস এবং প্রমোশনাল অফার এর কারনে এই ব্রোকার অনেকবেশী জনপ্রিয়।
প্রশ্ন – ট্রেডিং একাউন্ট খুলবো কি করে?
উত্তর – Tickmill ব্রোকারে রিয়েল ট্রেডিং একাউন্ট খোলার জন্য অনুগ্রহ করে ব্রোকারে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন – www.tickmill.com । এখানে ক্লিক করুন এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন। তাহলেই নিজেই একটি রিয়েল ট্রেডিং একাউন্ট খুলে নিতে পারবেন। ধরন অনুসারে এই ব্রোকার বিভিন্ন ধরনের ট্রেডিং একাউন্ট খোলার সুবিধা প্রদান করে থাকে। সেখান থেকে আপনার পছন্দ অনুসারে যেকোনো একাউন্ট রেজিস্টার করে নিবেন।
প্রশ্ন – একাউন্ট ভেরিফাই করতে কি লাগবে?
উত্তর – একাউন্ট ভেরিফিকেশন করার জন্য আপনার NID/ Passport কিংবা Driving License এবং ঠিকানা ভেরিফাই করার জন্য আপনার নামে রয়েছে এমন একটি Bank Satement এর কপি লাগবে। সম্পূর্ণ ভেরিফিকেশনের নিয়মটি জানতে অনুগ্রহ করে এই লিংক ক্লিক করুন – একাউন্ট ভেরিফিকেশন ।
প্রশ্ন – একাউন্টে কিভাবে ফান্ড ডিপোজিট এবং উত্তোলন করবো?
উত্তর – ফান্ড ডিপোজিট করার সবচেয়ে আদর্শ মাধ্যম হচ্ছে Neteller কিংবা Skrill । এই দুইটি মাধ্যমে খুব সহজেই আপনি ফান্ড ট্র্যান্সফার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে লোকাল ব্যাংক কিংবা একাউন্ট ট্র্যান্সফার করার মাধ্যমেও ফান্ড ডিপোজিট এবং উত্তোলন করতে পারবেন। বিস্তারিত জানুন Tickmill Deposit আর্টিকেল থেকে
প্রশ্ন – সর্বনিম্ন কি পরিমাণ ফান্ড ডিপোজিট এবং উত্তোলন করা যাবে?
উত্তর – এই ব্রোকারে আপনি সর্বনিম্ন $100 সমপরিমাণ ফান্ড ডিপোজিট করতে পারবেন এবং উত্তোলন করার জন্য সর্বনিম্ন $10 পরিমাণ প্রযোজ্য হবে।
প্রশ্ন – এই ব্রোকার কি রেগুলেটেড?
উত্তর – Tickmill Broker রেগুলেশন এর দিকে থেকে খুবই শক্তিশালী। বিভিন্ন দেশ এবং রেগুলেটরি সংস্থা এর মাধ্যমে এই ব্রোকার নিবন্ধিত এবং ট্রেডিং কার্যাদি পরিচালনা করে থাকে। নিচে এই ব্রোকার এর বিস্তারিত রেগুলেশন সম্পর্কে তথ্য প্রদান করা হয়েছে।
- CySEC (Cyprus Security Exchange Commission) লাইসেন্স নাম্বারঃ 278/15;
- FCA (Financial Conduct Authority ) লাইসেন্স নাম্বারঃ 717270;
- FSA (Seychelles Financial Services Authority) লাইসেন্স নাম্বারঃ SD008
রেগুলেশন সম্পর্কে আরও বিস্তারিত তথ্যাদি জানার জন্য অনুগ্রহ করে ব্রোকার এর ওয়েবসাইটে দেখুন। লিংক – www.tickmill.com