ফরেক্স ট্রেডিং এ স্টপ লস এবং টেক প্রফিট অত্যান্ত গুরুত্বপূর্ন বিষয়। সফল ট্রেডারদের অন্যতম বৈশিষ্ট হচ্ছে তারা স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করে।
স্টপ লস (stop loss): স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
টেক প্রফিট (take profit): টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
ধরুন, আপনি 1.2100 তে একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন 50 পিপস লাভ করবেন এবং 50 পিপসের বেশি লস করবেন না। তাহলে আপনি 50 পিপস স্টপ লস এবং 50 পিপস টেক প্রফিট সেট করে রাখতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলে বা কোন স্পাইকের ফলে হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে, স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে অটোমেটিক ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে।
সেক্ষেত্রে , আপনার স্টপ লসটি হবে 1.2050 এ এবং টেক প্রফিট টি হবে 1.2150 এ।
এ বিষয়ে সামনে আরো বিস্তারিত লেখা হবে। ভাল লাগলে শেয়ার করবেন। কোন প্রশ্ন থাকল কমেন্ট করতে ভুলবেন না।
আরো পড়ুন
- ফরেক্স(Forex) কি?
- ইলিয়ট ওয়েভ দিয়ে কিভাবে ট্রেড করবেন?
- ব্রোকার সিলেক্ট এর আগে যেসব বিষয় দেখবেন
- কখন ট্রেড করবেন – ফরেক্স মার্কেট সেশন – Forex Market
Tawhid
Visitor Rating: 5 Stars
Tawhid
একটু একটু করে বুঝে উঠতে পারছি। এই টপিকটা আমার জন্য একদম নতুন। ধন্যবাদ জোবায়ের ভাই।
abdus salam
thank you bro
Jowel Das Provas
Very nicely written bro. Onek informative post. Onek valo laglo. Thanks a lot for your post