স্মার্টফোনকে টিভির রিমোট (smartphone TV Remote) বানিয়ে ফেলুন খুব সহজে। NB : যাদের মোবাইল IR Blaster নেই সেসব মোবাইলে এই apps কাজ করবে না|
মোবাইল ডাটা(Mobile Data) অন না হলে যা করবেন।( সকল সিমের জন্য)
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমি আজ আপনাদের সামনে হাজির হলাম এক অসাধারন পোস্ট নিয়ে। আজ আপনাদের দেখাবো আপনার Smartphone কীভাবে রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করবেন।
কিছু সেরা সার্চ (Dark Website) যেগুলো দিয়ে ইন্টারনেট এর অন্ধকার জগতে প্রবেশ করা সম্ভব
ধরুন আপনি আপনার কোন বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছেন। বন্ধরা তাদের পছন্দমত কোন চ্যানেল দেখছে। আপনি হঠাৎ আপনার এন্ড্রয়েড ফোনটা দিয়ে টিভিটা বন্ধ বা চ্যানেল পরিবর্তন করে দিলেন। তারা কিছুটা অবাক হবেন এবং হয়তবা ভাববে এটা কি করে সম্ভব। রিমোটতো তাদের হাতে।
এর জন্য আপনাকে প্রথমেই একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে।
ছোটদের জন্য অংক শেখার সেরা ৫টি অ্যাপ
এপ্লিকেশন টির নাম Asmart Remote ir
সফটওয়্যার নিচ থেকে ডাউনলোড করুন।
এইখানে ক্লিক করুন
*ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যার ওপেন করে এরপর add এ ক্লিক করুন।
এড এ ক্লিক করার পর tv,dvd,dslr সহ অনেক গুলো অপসন দেখাবে।
*টিভি তে ক্লিক করার পর, আপনি কোন ব্র্যান্ড এর টিভি কন্ট্রোল করতে চান সেটি সিলেক্ট করুন।
*samsung এ ক্লিক করার পর নিচের চিত্রের মত আসবে। এখন আপনে আপনার টিভির ভলিউম বাড়ানো- কমানো- অফ অন এক কথায় সব কিছু কন্ট্রোল করতে পারবেন আপনার টিভির।
*সব কিছু ঠিক মত করে ও যদি আপনি টিভি কন্ট্রোল করতে না পারেন , সেইসময় আপনি মডেল চেঞ্জ করতে হবে। মডেল 1 যদি কাজ না করে মডেল 2 চেক করুন 2 কাজ না করলে 3 এইরকম আপনি 10 টা মডেল পাবেন।যে কোন একটা কাজ করবে।
* সেটআপ এর পর ভলিউম বাড়ানো কমানোর অপসন সহ অন্য অপসন গুলো পেতে জানে বামে স্ক্রল করুন ।
Tawhid
Wow! this is an amazing post..
Md Nazmul Islam
Smartphoner Akta New Details
Ahasun ahamed Suage
Thanks vai
Mohammad
Helpful post
Mohammad
Very Helpful post
Ahasun ahamed Suage
Thanks