ফরেক্স ট্রেডিং এর Simple Strategy আজ আপনাদের সাথে শেয়ার করবো।
নিয়মিত প্রফিট করতে চান?
তাহলে চলুন শুরু করা যাক।
১। আপনি Price Action নিয়ে কাজ শুরু করে দিন আজ থেকে।
২। গুরুত্ব পূর্ণ Candle Stick Formaton গুলো কি আপনার মুখস্থ আছে? দেখলে কি সাথে সাথে চিনতে পারেন? আমি নাম গুলো বলে দিচ্ছি বাকিটা গুগলকে জিজ্ঞাসা করুন।
Bullish Engulfing, Bearish Engulfing, Bullish Harami, Bearish Harami, Hammer, Hanging Man, Shooting Star, Dark Cloud Cover, Piercing Pattern, Inverted Hammer, Gravestone Doji, Dragon fly Doji, Long Legged Doji, Morning Star, Evening Star, Three white shoulders, Three Black Crows. Tri star, Harami Cross, Bearish Kicking, Tweezers Top, Tweezers Bottom.
এগুলো প্রিন্ট আউট করে একটি বই বানিয়ে দিনে ২-৩ বার পড়ুন প্রতিদিন যতক্ষণ আপনার মুখস্থ না হয়। হয়ে গেলে এবার MT4 ওপেন করে যে কোন Time Fram-এ আপনার যে কারেন্সি পেয়ার পছন্দ সেটাতে Back Test করুন এখন থেকে আগের ৬ মাসের চার্ট দেখুন ও Candlestick Formation গুলো খুজে বের করুন।
আমি ২৩ টার মত ক্যন্ডেল ফরমেশান এর নাম উল্লেখ করেছি এখানে। আপনার হয়ত সবগুলো পছন্দ নাও হতে পারে আবার হয়ত ২-১ টা খুব পছন্দ হয়ে যাবে। ওকে, তাতেই হবে! বেশি শিখতে গেলে তালগোল পাকাতেই পারে। KISS এর মানে তো আমরা সবাই জানি
Keep It Simple Stupid! কিন্তু যে ২-১ ক্যন্ডেল ফরমেশান আপনি শিখবেন; শিখতে হবে ভালভাবে। যতক্ষণ না পুরোপুরি পান্ডিত্য আর্জন করনে আপনি। ট্রিলিয়ন ডলার এর এই Forex মার্কেট থেকে যদি আপনি তিল পরিমানও নিতে পারেন তাহলে আর আপনাকে পায় কে! তাই পরিশ্রম ও পড়ালেখা একটু করতেই হবে বিকল্প কিছু নাই। ধরে নিলাম আমার দেয়া ২৩ টা ক্যান্ডেলস্টিক এর মধ্য থেকে আপনার Bearish Engulfing Pattern টা পছন্দ হয়েছে। তাহলে চলুন শুরু করি এটা দিয়ে ট্রেড কিভাবে করবেন। একটা কথা বলে রাখি আমরা কিন্তু শুধুমাত্র SELL ORDER নিয়ে কাজ করব।
সেল অর্ডারঃ
১। দেখে নিন মার্কেট UP Trend-এ আছে কিনা?
২। Bearish Candlestick Formation হয়েছে কিনা?
৩। টেক প্রফিট= ৪০ পিপ্স।
৪। স্টপ লস =২০ পিপ্স।
৫। চার্ট ১ ঘন্টার হলে ভাল হয়।
শর্তঃ ১। Take Profit হিট করার আগে ট্রেড Closed করা যাবে না।
২। আপনি যত লটে-ই ট্রেড করেন না কেন, একটানা ২০ ট্রেড লস করলেও ( জানি হয়ত হবেনা) যেন আপনার ব্যালেন্স ফাঁকা না হয়। তারপরও আপনি যেন আরও ২০টা ট্রেড করতে পারনে।
চলুন দেখি কি হতে পারে…
প্রতি মাসে যদি ৩টি মেজর কারেন্সি পেয়ার(EUR/USD,GBP/USD,USD/JPY) ১ ঘন্টার চার্ট নিয়ে কাজ করেন তাহলে প্রতি মাসে কমপক্ষে ৪০ টা Bearish Engulfing Formation খুঁজে পাবেন।
এবার যদি ৪০ টা ট্রেড এর ৫০% ট্রেড লস হয় তাহলে লস হবে ২০ টা ট্রেড-এ। আর ৫০% ট্রেড প্রফিট হয় তাহলে প্রফিট হবে ২০ টা ট্রেডে।
২০ x ২০= -৪০০ পিপ্স।
২০ x ৪০= +৮০০ পিপ্স।
নেট লাভ=+৪০০ পিপ্স।
একেবারে Simple Strategy. এক মাস ডেমোতে ট্রাই করে দেখুন কি হয়।
আরো কিছু Simple Strategy আপনি Bangla Forex Site এ পাবেন।
কোন হেল্প লাগলে আমাকে ম্যাসেজ করতে পারেন। Fx Tania