আমাদের দেশে যতোগুলো মার্কেটপ্লেসের নাম শোনা যায় তার সব গুলোতেই কোন না কোন খরচের ব্যাপার আছে। যেমন মেম্বারশীপ কিনতে হয় বা বিড কিনতে হয় বা যে কোন উপায় টাকা খরচ করে কাজ শিখতে হয়।
আমাদের দেশে যতোগুলো মার্কেটপ্লেসের নাম শোনা যায় তার সব গুলোতেই কোন না কোন খরচের ব্যাপার আছে। যেমন মেম্বারশীপ কিনতে হয় বা বিড কিনতে হয় বা যে কোন উপায় টাকা খরচ করে কাজ শিখতে হয়।
কিন্তু আমি যে মার্কেটপ্লেসের কথা বলবো এখানে আপনাকে উপার্জন করার জন্য এক টাকাও খরচ করতে হবে না। সবার শেষে ভিডিও টিউটোরিয়াল আছে- সেখানে আমার পেমেন্ট প্রুফ ও পাবেন এবং আপনি চাইলে এখন থেকেই Service তৈরী করে উপার্জন শুরু করতে পারবেন।
আপনাকে কোন টাকা খরচ করতে হবে না। এ সম্পরকিত আমার অনেকগুলো লেখা আছে যেখান থেকে আপনি স্পষ্টত বুঝতে পারবেন যে কিভাবে এখান উপার্জন টা শুরু হয়ে।
উপরের ইমেজে ক্লিক কররে আপনি সরাসরি SEOClerk Marketplace এ ঢুকতে পারবেন। সেখান থেকে আপনি রেজিষ্ট্রেশন করে নিজে নিজেই কাজ শুরু করে দিতে পারেন। আপনাকে ষ্টেপ বাই ষ্টেপ বলে দেয়া হবে। SEOClerk Marketplace এ রেজিষ্ট্রেশন করার সাথে সাথে আপনি ০৮ টি Marketplace এর সদস্য হতে পারবেন।
আপনি যে কোন একটি Marketplace এ রেজিষ্ট্রেশন করলেও পরবর্তীতে অন্যান্য Marketplace এ সদস্য হতে পারেন। SEOListly 5$ Bonus এখানে ক্লিক করলে আপনি আমার ওয়েবসাইটের একটা পেজে যাবেন যেখানে আপনি দেখতে পারবেন যে সর্বমোট ৮টি marketplace এর কথা বলা আছে। কোন marketplace কোন ধরনের প্রফেশনালদের জন্য তাও আপনি জানতে পারবেন।
সবগুলো দেখে শুনে পড়ে যেটা আপনার জন্য উপযোগী হয় সেটাতেই আপনি রেজিষ্ট্রেশন করবেন এবং বাকীগুলোতে একই ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করতে পারবেন এবং লগইন করে কাজ করতে পারবেন।
SEOListly ওয়েবসাইটে আমি SEOclerk SEO Services সেল করি। আপনি যদি SEOListly ওয়েবসাইট থেকে কোন ধরনের SEO Services কিনে থাকেন এবং Services কিনার জন্য যখন SEOListly ওয়েবসাইটে সিকিউরড চেক আউট করবেন সেটা আপনাকে সরাসরি SEOclerk ওয়েবসাইটে নিয়ে যাবে এবং আপনি সিকিউরলি চেকআউট করতে পারবেন।
SEOClerk Marketplace এর সবচেয়ে বড় বিষয় হলো পুরো ওয়েবসাইটটা বুঝতে পারা। পুরো ওয়েবসাইট টা না বুঝতে পারলে আপনি বেশীদুর আগাতে পারবেন না। কিন্তু এখানে সবকিছুই সহজ। যে যে পেজ গুলো খুবই দরকারি ডলার উপার্জন করার জন্য সে পেজুগলো তে ভালো করে নজর বুলাতে হবে।
পুরো ব্যাপারটার জন্য আপনাকে অবশ্যই আমার এই ইউটিউব ভিডিও টিউটোরিয়াল টা দেখতে হবে। ফ্রি টিউটোরিয়াল। এখানে কোন টাকা বা ডলার খরচ করার কোন উপায় নাই। আমি প্রায় কয়েক বছর যাবত কাজ করতাছি SEOClerk Marketplace এ।
পুরো ভিডিও টা দেখে আপনার যদি আরো কোন প্রশ্ন থাকে তাহলে আপনি আমাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারেন সোশাল মিডিয়া তে। প্রত্যেখটা ভিডিও এর নীচে আমার সাথে যোগাযোগ করার অপশন দেয়া আছে এবং আমার সাথে কন্ট্রাক্ট করে কোন প্রশ্ন করলে আপনাকে কোন খরচ দিতে হবে না কখনোই মানে ফ্রি।
যদি টিউটোরিয়াল টা ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং লাইক ফলো বা সাবস্ক্রাইভ করে পাশে থাকবেন।
Jowel Das Provas
Very nice post, read more
https://www.incometunes.com/how-to-withdraw-money-at-income-tune/
Dipu Roy
Onek vlo Laglo posta pore
onk kicu shiklam vai
masudbcl
Thanks a lot.
Appreciate your comment.
Dipu Roy
অনেক ভাল একটা পোস্ট
masudbcl
Thanks a lot.
Kibria
Helpful post…thanks for sharing with us