‘SEO শিখি’ ধারাবাহিকের নবম পর্বে সবাইকে স্বাগতম।
আশা করি ভালো আছেন। আপনারা ইতিমধ্যেই ইনকাম টিউনস এর কয়েকটি পোস্টের মাধ্যমে অনপেজ এসইও এবং অফ-পেজ এস.ই.ও কিছুটা জেনেছি। ‘SEO শিখি’ ধারাবাহিকের নবম পর্বে একটু সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করবো অনপেজ অপ্টিমাইজেশন কি? কেন? কিভাবে? করতে হয় যেখানে এসইও করার প্রথম ধাপ হচ্ছে অনপেজ অপ্টিমাইজেশন। চলুন শুরু করি।
অনপেজ অপ্টিমাইজেশন কি?
সরাসরি ওয়েবসাইটের কোড এডিট করে যে পদ্ধতিতে সার্চইঞ্জিন এর সাথে সর্ম্পক করানো হয়ে থাকে বা এসইও করা হয়ে থাকে তাহলো অনপেজ অপ্টিমাইজেশন।
অনপেজ অপ্টিমাইজেশন কেন করা হয়?
অনপেজ অপ্টিমাইজেশন না করলে গুগল এ আমাদের ওয়েবসাইট প্রদর্শিত হবে না বা গুগল এর সাথে আমাদের ওয়েবসাইটের কোনো সর্ম্পক তৈরী হবে না।
অনপেজ অপ্টিমাইজেশন কিভাবে করা হয়?
অনপেজ অপ্টিমাইজেশন কিভাবে করতে হয় এটা আসলে এক কথায় বলার মতো কিছু না। কিভাবে করতে হয় তার জন্য এই লিঙ্ক এ ভিসিট করুন।
অনপেজ অপ্টিমাইজেশনে সাধারণত যা যা করতে হবে:
১. সার্চইঞ্জিন গুলোতে ওয়েবসাইট সাবমিট করা।
২. বিভিন্ন ওয়েবমাস্টার টুলস এ সাইট ভেরিফাই করা।
৩. সাইট ম্যাপ তৈরি ও সাবমিট করা।
৪. অ্যানালাইটিক টুলের মাধ্যমে সাইটের যাচাই বাচাই করা।
৫. নিয়মিত পর্যবেক্ষেণ করা।
মনে রাখবেনঃ
এই কাজ গুলো করার আগে আপনার ওয়েবসাইটটিকে এসইও উপযোগী করতে হবে। সেখানে এসইও এর কিছু বেসিক কাজ করতে হবে, যেমন- কিওর্য়াড রিসার্চ, মেটা ট্যাগ ইত্যাদি। এবং এই কাজগুলো করার পরে ওয়েবসাইট রেডি হয়ার পরেই মুলত এসইওর অনপেজ এর আসল কাজ গুলো শুরো হবে।
কাজেই এসইও শুরু করার জন্য প্রথমে এসইও উপযোগী ওয়েবসাইট চাই। সেটা ক্লায়েন্টের হলে ক্লায়েন্টের সাইট টি এসইও উপযোগী কিনা যাচাই করতে হবে এবং নিজের সাইট হলে এসইও উপযোগী করে তৈরী করতে হবে।
ইনকাম টিউনস এর থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। করোনা ভাইরাস এর আপডেট জানুন এবং সবাইকে সতর্ক থাকার অনুরোধ রইল।
Jowel Das Provas
Visitor Rating: 5 Stars
Mohammad bashir uddin
Good post and its very very helpful
Kibria
Helpful post
Tumpa Das
Visitor Rating: 5 Stars
Tumpa Das
Valo laglo. Apnar sob gulo post khuboi useful. Aro post chai. Eto sundor post er jonno onek onek dhonnobad
Anonymous
Visitor Rating: 5 Stars