করোনা ভাইরাস নিয়ে যেখানে সারা বিশ্ব আতঙ্কিত তার মাঝেও আমাদের নিয়মিত ‘SEO শিখি’ ধারাবাহিকের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও স্বাগতম। ‘SEO শিখি’ এর দশম পর্বে আমারা যে বিষয় নিয়ে আলোচনা করবো তাহলো “কিভাবে এসইওর জন্য ওয়েবসাইট রেডি করবেন” আর SEO এর গুরুত্বপূর্ণ কিছু শব্দ।
Learn Seo Part-10
এসইও শুরু করার আগে আপনাকে যা যা অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবেঃ
এই ধাপে আপনাকে আপনার বা ক্লায়েন্টের ওয়েবসাইটটিকে আগে ভালো করে এসইও উপযোগী করে নিতে হবে। এবং যখন ওয়েবসাইটটি এসইও উপযোগী মনে হবে ঠিক তখনই অনপেজ অপ্টিমাইজেশন এর মাধ্যমে এসইও শুরু করতে হবে।
এই ধাপে মুলত ওয়েবসাইট রেডি করার জন্য যা যা প্রয়োজন হয়ঃ
১. আপনার ওয়েবসাইটটি যদি লেখালেখি বা ব্লগ জাতীয় হয় তাহলে মিনিমাম ৫টি পোস্ট থাকতে হবে।
২. আর এটি যদি ব্লগ সাইট জাতীয় না হয় তাহলে প্রতিটি পণ্যের বা সেবার যথাযথ উল্লেখ থাকতে হবে।
৩. অবশ্যই প্রতিটি পোস্ট কিওয়ার্ড নির্ভর হতে হতে হবে। এর জন্য সবার প্রথমে কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালাইসিস করতে হবে। এবং কিওয়ার্ড দিয়ে পোস্ট গুলো বা পণ্যের বিবরণ গুলো সাজাতে হবে। এক্ষেত্রে মেটা ট্যাগ অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৪. সব কিছু যদি ঠিক ঠাক থাকে এবং ওয়েবসাইট স্টার্ট করানোর মতো রেডি মনে হয় তাহলেই কেবল অনপেজ অপ্টিমাইজেশনের মাধ্যামে এসইও এর কাজ শুরু করতে হবে।
এসইও এর কিছু গুরুত্বপূর্ণ শব্দ
১। URL And Link (ইউআরএল এবং লিঙ্ক)
৩। Keyword (কি ওয়ার্ড)
৫। Back Link (ব্যাক লিঙ্ক)
৬। Page Rank (পেজ র্যাঙ্ক)
৮। Off Page SEO (অফ পেজ এসইও)
৯। White Hat SEO (হোয়াইট হ্যাট এসইও)
১০। Black Hat SEO (ব্ল্যাক হ্যাট এসইও)
যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় ধৈর্য ধারন, সচেতন ও সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখার আহ্বান জানিয়ে শেষ করছি।
আরও পড়ুন>>
Jowel Das Provas
Visitor Rating: 5 Stars
Tumpa Das
Visitor Rating: 5 Stars
Tumpa Das
Osadharon hoyeche. Apnar sob gulo post khuboi useful. Aro post chai. Eto sundor post er jonno onek onek dhonnobad
Tawhid
অসাধারণ লেখনী।আল্লাহ আপনার লেখনীশক্তি আরো বাড়িয়ে দিক এটাই কামনা করছি।
Anonymous
Visitor Rating: 5 Stars
Kibria
Helpful post