সবাইকে স্বাগতম ‘SEO শিখি’ ধারাবাহিকের দ্বাদশ পর্বে ।
SEO শিখি পূর্বের পর্বের প্রতিশ্রুতি অনুযায়ী এই পর্বে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তাহলো অ্যালেক্সা র্যাঙ্কিং। যদিও আপনারা ইতিমধ্যেই এই সম্পর্কে জেনেছেন তারপরেও নতুনদের জন্য সহজবোধ্য করতেই আমার এই ক্ষুুুদ্র প্রয়াস । আশা করি উপকৃৃৃত হবেন । চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক।
অ্যালেক্সা র্যাঙ্ক হচ্ছে একটি র্যাঙ্কিং সিস্টেম। আর অ্যালেক্সা হচ্ছে একটি কোম্পানি বা একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইট বা কোম্পানি পুরো বিশ্বজুড়ে বা পুরো ইন্টারনেট জুড়ে যত ওয়েবসাইট আছে সব গুলোর তথ্য রাখে। তথ্য রাখে বলতে পুরো বিশ্বের সব ওয়েবসাইটের ট্রাফিক বা ভিসিটর এর তথ্য বা খবরাখবর রাখে। আর এই খবরাখবর উপর যে ওয়েবসাইট এর সবচেয়ে বেশী ট্রাফিক বা ভিসিটর আছে তাকে একনম্বর এ রাখে এইভাবে ক্রমান্বয়ে র্যাঙ্কিং করে থাকে।
সর্বমোট অ্যালেক্সা দুই কোটি ওয়েবসাইটের র্যাঙ্কিং করে থাকে। এতক্ষন আমরা অ্যালেক্সা র্যাঙ্কিং কি? তা জানলাম এখন আমারা দেখবো কিভাবে অ্যালেক্সা র্যাঙ্ক চেক করতে হয়। অ্যালেক্সা র্যাঙ্ক চেক করতে হলে http://www.alexa.com এই ওয়েব সাইটে যেতে হবে। তারপর নিচের দিকে নামবেন। তারপর একটি ইন্টারফেেস দেখবেন তাতে যে সাইটের অ্যালেক্সা র্যাঙ্ক চেক করবেন সেই সাইটের লিঙ্ক লিখুন বা পেস্ট করুন। তারপর নতুন একটা ইন্টারফেস ঐখানে যাবতীয় তথ্য দেয়াথাকবে।
এছাড়াও আরেকটা নিয়মে অ্যালেক্সা র্যাঙ্ক চেক করতে পারবেন তার জন্য http://www.alexa.com/siteinfo এই লিঙ্কে যেতে হবে এই লিঙ্কে যাওয়ার পর একটি ইন্টারফেস আসবে। তখন তাতে যে সাইটের অ্যালেক্সা র্যাঙ্ক চেক করবেন সেই সাইটের লিঙ্ক বা ডোমেইন নেম লিখুন বা পেস্ট করুন।
তারপর আরো একটি ইন্টারফেস আসবে। সেখানে আপনারা গ্লোবাল র্যাঙ্ক দেখতে পাবেন এবং বাংলাদেশ র্যাঙ্ক দেখতে পাবেন। ঠিক এইভাবে আপনারা গ্লোবাল র্যাঙ্ক বা বাংলাদেশ র্যাঙ্ক চেক বা দেখতে পারবেন।
তারপর আপনারা আরো নিচের দিকে নামলে নিচের আরেকটি ইন্টারফেস দেখতে পারবেন। সেখানে আপনারা দেখতে পাবেন ইউনিক পেজ ভিউ এবং ইউনিক ভিসিটর এর তথ্য।
এছাড়াও অ্যালেক্সা র্যাঙ্কিং এর অনেক বিষয় রয়েছে জানতে পড়ুন—–
ইনকাম টিউনস এর সাথেই থাকুন।
Jowel Das Provas
Visitor Rating: 5 Stars
Tawhid
Visitor Rating: 5 Stars
Tawhid
alexa site e ami onekbar dhukechi. khub kajer site eta.. Aponar dharabahik seo khub valoi lagche.
Kibria
Helpful post
Tumpa Das
Visitor Rating: 5 Stars