আপনি যদি শাওমি ফ্যান হয়ে থাকেন তবে এই খবরটি শুনে আপনি কোনো মতেই খুশি হবেন না। কোম্পানি তাদের এমঅাই মিক্স ও এমঅাই নোট সিরিজ বাজারে অার না ছাড়া সিদ্ধান্ত নিয়েছে। এই তথ্য স্বয়ং কোম্পানির সিইও লি জুন জানিয়েছেন।
জুন চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে একটি পোস্ট শেয়ার করেছেন। এই পোস্টে তিনি বলেছেন এবছর এই দুটি লাইনআপে কোনো নতুন ফোন লঞ্চ করার কথা ভাবা হচ্ছে না। তিনি বলেছেন কোম্পানি এখন এই দুটি পুরোনো সিরিজের বদলে তাদের সম্পূর্ণ মনোযোগ কোম্পানির রেডমি, এমঅাই মিক্স, এমঅাই৯ ও নতুন সিসি সিরিজের প্রতি দিতে চলেছে।
চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি শাওমি গত সপ্তাহে তাদের নতুন “সিসি” সিরিজের ঘোষণা করে। এই সিরিজে দুটি স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। এর আগে কোম্পানি এই সিরিজ সম্পর্কে চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে একটি ফোটো শেয়ার করেছিল। এই ফোটো অনুযায়ী এই সিরিজে কিছু দিন আগে লঞ্চ করা অাসুস ৬জেট এর মতো ফ্লিপ ক্যামেরা মডিউল দেওয়া হতে পারে।
Kabir Bakul
Visitor Rating: 5 Stars