কয়েকটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম কমিয়েছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। গ্যালাক্সি এস১০ সিরিজ, গ্যালাক্সি নোট ৯ ও গ্যালাক্সি এস৯ প্লাস কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যালাক্সি নোট ৯ কেনা যাবে ৭৪ হাজার ৯০০ টাকায়। এর আগের দাম ছিল ৯৪ হাজার ৯০০ টাকা। গ্যালাক্সি এস৯ প্লাস কেনা যাবে ৫৫ হাজার ৯০০ টাকা। এর আগে দাম ছিল ৭০ হাজার ৯০০ টাকা। এর বাইরে নির্দিষ্ট মডেলের হ্যান্ডসেটের মাধ্যমে এক্সচেঞ্জ অফারে গ্যালাক্সি এস১০ কেনার সময় ১৫ হাজার টাকা বাড়তি ক্যাশব্যাক পাওয়া যাবে।
স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘ব্যবহারকারীদের চাহিদার কথা ভেবে ছাড় দেওয়া হয়েছে। উৎসবের মৌসুমে ক্রেতারা ব্যাপক সাড়া দিয়েছেন, তাই তাঁদের প্রতিদান দেওয়ার চেষ্টা করছি।