আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই দুটো Phone নিয়ে বেশ মেতে উঠেছি যা বিশ্বব্যাপী সাড়া ফেলতে চলেছে। আমরা সবাই জানি যে এই Phone দুটোর নাম হচ্ছে Samsung Galaxy S11 এবং S11 Plus। যদিও এই Phone দুটোর Release দিতে এখনও প্রায় মাস-তিনেক দেরি, তবুও নানা গোপন তথ্য থেকে জানা যাচ্ছে যে এটার Feature গুলো কেমন হবে।
অফিসিয়াল ও আনঅফিসিয়াল ফোন কিভাবে চিনবেন?
Samsung Galaxy S11 এবং S11 Plus-এর Processor সহ অন্যান্য Hardware-এ পার্থক্য থাকলেও Camera একই রকম হবে বলে ধারণা করা হচ্ছে।
এই Phone দুটোর সবথেকে বড় যে জিনিসটা মানুষকে আকৃষ্ট করেছে তা হচ্ছে এদের Camera। এই Phone-এর পিছন দিকে চারটা Camera থাকবে। এগুলো যথাক্রমে 108, 13, 13 এবং 8 Megapixel-এর হবে বলে জানা গেছে। তাছাড়া এর সামনের Camera 10 ও 8 Megapixel হবে। Samaung পূর্বে 48 ও 64 MP Camera Sensor ব্যাবহার করলেও এটাই প্রথম Phone হবে যেখানে 108 MP Sensor ব্যাবহার করা হবে, তবে এই ব্যাপারটা এখনও নিশ্চিত না। Camera গুলো Auto-Focus করতে সক্ষম।
১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে, সেরা ৫ টি স্মার্টফোন
Samsung-এর Back Camera M30-র মতোই চারকোণা হবে বলে জানা গেছে। তাছাড়া প্রথমে সামনের Camera Display-র উপর দিকের একপাশে বসালেও সম্প্রতি তাকে Display-র মাঝে আনা হয়েছে বলে আজকে জানা গেছে। এটার সামনের দিকটা অনেকটা Note 10-এর মতো হতে পারে।
মোবাইলের ডাটা খরচ কমানোর উপায় জেনে নিন।
Samsung যে চূড়ান্তভাবে এগুলোই করবে তা এখনও নিশ্চিত নয়, হয়তো Camera-তে আরও কোনো বড় পরিবর্তন আনতে পারে।
এই Phone দুটো ২০২০ সালের ফেব্রুয়ারী মাসের ১১ তারিখ Release দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে ১৮ তারিখে Release দেওয়া হবে বলে জানা গেছে। আমেরিকায় এটার দাম ১০০০ ডলার ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশে Phone দুটো মার্চের আগেই আসতে পারে। প্রাথমিকভাবে জানা গেছে, এই Phone-এর দাম হবে কমপক্ষে ৯৯,৯৯০ টাকা।
তথ্যসূত্রঃ ইন্টারনেট
Tawhid
ekhon april mas.. bangladesh e ki eseche?
Ahasun ahamed Suage
Na vai akhono Bangladesh er market a Ashe nai
Rifat
পোস্টটা পড়ে অনেক ভালো লাগলো
Jahid Al Azom
Bangladesh e available hbe kbe?
Ahasun ahamed Suage
Next month hoar kotha chilo but corona poristhitir karone bola jacche na.
Md Nazmul Islam
Post Ta Khub Vlo Cilo.Onek Kicu Janlam.Great Post.
Md Nazmul Islam
Excellent.Amaro 1 ta phone kinar dorker.
Ahasun ahamed Suage
Thank you vai
Md Nazmul Islam
Bangladeshe Kobe Pawa Jabe