বিটকয়েন কী?
বিটকয়েন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি বা সাংকেতিক মুদ্রা। টাকা, ডলার, ইয়েন ইত্যাদিকে যেমন হাতে নিয়ে আদান-প্রদান করা যায়, সাংকেতিক মুদ্রার ক্ষেত্রে তা সম্ভব নয়। সাংকেতিক মুদ্রার অস্তিত্ব শুধু ইন্টারনেটের জগতে তথ্য আকারে। সারা পৃথিবীতে প্রায় হাজারেরও উপরে সাংকেতিক মুদ্র রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে__
• বিটকয়েন
• ইথেরিয়াম
• লাইটকয়েন
• রিপল
• মোনেরো
• ড্যাশ
• বাইটকয়েন
• ডোজকয়েন ইত্যাদি
তবে এগুলোর মধ্যে বিটকয়েন সবার পূর্বসূরি ও সবচেয়ে পরিচিত। মূলত এর সফলতার কারণেই আরো প্রতিদ্বন্দী কারেন্সির জন্ম হয়।
রিপল হল বর্তমান সময়ের গ্রস সেটেলমেন্ট সিস্টেম (RTGS),
মুদ্রা বিনিময় এবং রেপাটন নেটওয়ার্ক রেপ্ললেল দ্বারা। রিপ্লে ট্রান্সেকশন
প্রোটোকল (আরটিএক্সপি) বা রিপ্লেলেট প্রোটোকলও বলা হয়,
এটি একটি বিতর্কিত ওপেন সোর্স ইন্টারনেট প্রটোকল এবং
XRP (রিপ্লেস) নামের দেশীয় ক্রিপ্টোকুরাজেশনের উপর নির্মিত
মূল অংশে, রেপল একটি শেয়ার্ড, পাবলিক ডেটাবেস বা লেজারের
কাছাকাছি অবস্থিত, যা একটি ঐক্যমত্য প্রক্রিয়া ব্যবহার করে যা বিতরণ,
বিনিময় প্রক্রিয়ার মধ্যে অর্থ প্রদান, বিনিময় এবং রেমিটেন্সের জন্য অনুমতি দেয়।
জানুয়ারি 9, ২018 পর্যন্ত, XRP বাজার মূলধন দ্বারা তৃতীয় বৃহত্তম মুদ্রা।
বর্তমানে ১ রিপল = ১.৪৬$
আপনারা যারা freebitco কিংবা freedoge তে কাজ করছেন ঠিক
তেমনি ভাবেই ফ্রীতে রিপল (Ripple) আয় করতে পারবেন।
প্রথমে নিচের লিঙ্কে গিয়ে :
www.coinfaucet.io আপনার মেইল এবং পাসওয়ার্ড দিয়ে , ক্যাপচা পুরন করে
সাইন আপ এ ক্লিক করুন। আপনার মেইল এ কোন ভেরিফাই মেইল গেলে
সেটাতে ক্লিক করলে মেইল ভেরিফাই হয়ে যাবে। তারপর লগইন করে
প্রতি ঘণ্টায় ক্যাপচা পুরন করে রোল বাটন এ ক্লিক করলে আপ টু ৩০০$ কিংবা
২০৮ রিপল পেতে পারেন।
১ রিপল হলেই আপনার ওয়ালেটে উইথড্র দিতে পারবেন
এই পোস্ট সম্পর্কে কোনো প্রশ্ন, অভিযোগ, মতামত বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করুন। আমরা সকল কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। সকল আপডেট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন।
**রিলেটেড আর্টিকেল**
বিট কয়েন থেকে আয় করার ৫টি উপায়
বিটকয়েন সম্পর্কে মজার কিছু তথ্য
Dipu Roy
পরবর্তী আপডেট কবে পাবো
Shakil Adnan
tnx..for shire with us
Jowel Das Provas
bitcoin ki amader deshe boidho kine ektu janabe pls, ei bitcoin gulo kivabe cash kora jai, paymnet method niyei joto jhamela
evaakter yasmin
thnx for ur nice post
evaakter yasmin
Excellent post
evaakter yasmin
thnx share korar jno
RahulRidoy
hghh
Farhan aliqadria
Visitor Rating: 3 Stars