সালামুআলাইকুম কেমন আছো বন্ধুরা। আজকে তোমাদের সামনে আমি যে সাইটটি নিয়ে আলোচনা করব এর নাম হচ্ছে REDBUBBLE. এ সাইটটি আমাদের কাছে পরিচিত না হলেও অন্যান্য দেশে বেশ পরিচিত.
এই সাইটের ভিজিটর প্রতিমাসে 15 মিলিয়ন. ভাবতেই অবাক লাগে এখন কথা হচ্ছে এই সাইট টি তে আমরা কি করে কাজ করব? আমাদের মধ্যে যারা ডিজাইনার রয়েছে তারা হয়তো এই সাইটের নাম শুনেছেন বা কাজ করেছেন তাদেরকে নিয়ে আমি কথা বলছি না যারা জানেনা এই সাইটে নিয়ে তাদেরকে আমি কথাগুলো বলছি
এ সাইটে আসার পর আপনার প্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্ট খোলা যা হয়তো কমবেশি সকলেই পারেন এখন খোলার পরে আপনাকে আপনার যোগ্যতা সম্পর্কে বিস্তারিতভাবে লিখতে হবে.
এরপরে আপনার যে প্রধান কাজ সেটি হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট এর উপরে আপনার তৈরি ডিজাইন ম্যাচ খাওয়ানো. অর্থাৎ আপনি যে একটি ছবি বা একটি লিখা ডিজাইন করছেন এইটা পোস্ট করা.
পোস্ট করার পরে দেখতে পাবেন যে এদের যতগুলো প্রোডাক্ট রয়েছে সব গুলোর মধ্যে আপনার তৈরিকৃত সে ডিজাইনটি দেখাচ্ছে. আপনি ইচ্ছা করলে ছোট বা বড় সব ধরনের এডিট করতে পারবেন.
এরপর যখন আপনার সবকিছু ঠিকমতো পোস্ট করবেন আপনার ডিজাইনকৃত সমস্ত প্রোডাক্ট গুলি পাবলিশ হয়ে যাবে .
এখন ভাবছেন এগুলো করে আপনার কি লাভ. এটাই ভাবার কথা এখানে আপনার লাভ হচ্ছে আপনি যে পোস্টটি করেছেন সেই পোস্টটিতে অনেকে দেখবে লাইক শেয়ার কমেন্ট সবকিছু করবে.
এরপর কার যদি পছন্দ হয় আপনার ডিজাইনটি তাহলে তারা বিভিন্ন প্রকারের রেট এর মাধ্যমে আপনার ডিজাইনকৃত ডিজাইন ক্রয় করবে.হয়তো তা 20ডলার হতে পারে অথবা 50 ডলার হতে পারে.
এখান থেকে যতজন আপনার ডিজাইনটি ক্রয় করবে আপনাকে এর পার্সেন্টেজ দিতে হবে যে আপনার পেপাল বা ব্যাংক অথবা অন্য কোন মাধ্যমে টাকা উঠিয়ে নিতে পারবেন.
আরো একটি ভাবনা থাকতে পারে যে আপনার ডিজাইন নিয়ে এরা কি করবে.
আরে ভাই বিভিন্ন গার্মেন্টস দেখেছেন ওরা ডিজাইন গুলো কোথায় পায় আপনার আমার মতই কোন এক ব্যক্তির করা ডিজাইন তারা মার্কেটে প্রোডাক্ট হিসেবে প্রচার করে থাকে.
দেখবেন কতগুলো গেঞ্জি রয়েছে যার উপরে বিভিন্ন ধরনের লেখা. আপনি চাইলে ভালো একটি টপিক নিয়ে একটি ডিজাইন তৈরি করতে পারেন আমি আপনাদেরকে কিছু ছবি দিয়ে দিচ্ছি এগুলোর মাধ্যমে হয়তো আপনারা বুঝতে পারবেন.
তবে ভালো ডিজাইন জানতে হবে এখান থেকে যেগুলো প্রোডাক্ট সেল হয় এগুলো বাংলাদেশের জন্য নয় ইউরোপিয়ান কান্ট্রি জন্য. বা অন্য কান্ট্রি গুলোর জন্য.
সুতরাং বুঝতে পারছেন আপনার ডিজাইনটি কত সুন্দর হতে হবে.
আর আপনি যদি এই কাজে ইচ্ছুক হন তবে REDBUBBLE.COM সার্চ করলেই সাইটটি পেয়ে যাবেন
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য.
আর বিস্তারিত জানার কিছু থাকলে আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সাহায্য করবো.
আল্লাহ হাফেজ.
শাকিল আদনান
ঢাকা লালবাগ
Dipu Roy
good info
Miraj Selim
Thanks for your post.
Bulbul Ahammed
Visitor Rating: 5 Stars