স্মার্টফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ৮.১ অরিয় অপারেটিং সিস্টেম। ডিভাইসটিতে রয়েছে ৫.৭” ২.৭৫ ডি কার্ভড আই.পি.এস ডিসপ্লে। ৬৪ বিট ১.৪৫ গিগাহার্জ কোয়াড-কোর প্রোসেসরের পাশাপাশি আরো রয়েছে ৩ জিবি র্যাম এবং ১৬ জিবি রম। ডিভাইসটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল PADF ক্যামেরা। এছাড়া ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও রয়েছে ফ্রন্ট প্যানেলে। ডিভাইসটিতে রয়েছে মালি টি৭২০ জিপিইউ । Primo RX6 4G সাপোর্টেড।
এক নজরে “প্রিমো আর এক্স সিক্স” (Primo RX6)
- অ্যান্ড্রয়েড 8.1 OREO
- ৫.৭” ইঞ্চি এইচডি+ ২.৭৫ডি কার্ভড আইপিএস ডিসপ্লে
- বিএসআই ১৩ মেগাপিক্সেল রিয়্যার ক্যামেরা
- বিএসআই ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
- ৩০০০ এমএএইচ হাই ডেনসিটি লিথিয়াম পলিমার ব্যাটারি।
- ১.৪৫ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর
- ডিডিআর-৩ ৩ জিবি র্যাম এবং ১৬ জিবি রম
- ফাস্টার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর