স্মার্টফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ৮.১ গো এডিশন অপারেটিং সিস্টেম। ডিভাইসটিতে রয়েছে মিডিয়াটেক ১.২৫ গিগাহার্জ কোয়াড কোর প্রোসেসর, ১ জিবি র্যাম এবং ৮ জিবি রম। জি.পি.ইউ থাকছে মালি টি৭২০। ডিভাইসটির সামনে এবং পিছনে উভয় পাশেই থাকছে ৫ মেগাপিক্সেল বি.এস.আই সেন্সর যুক্ত ক্যামেরা। Primo GF7 4G Network Supported. ডিভাইসটি-কে ব্যাকআপ দিবে ২৭০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।
এক নজরে “প্রিমো জিএফ৭ ” (Primo GF7)
- ৫.৩৪” ডিসপ্লে
- অ্যান্ড্রয়েড ৮.১ অরিয় অপারেটিং সিস্টেম
- ১.২৫ গিগাহার্জ কোয়াড কোর প্রোসেসর
- রিয়ার ৫ মেগাপিক্সেল অটোফোকাস (সাথে এলইডি ফ্ল্যাস)
- ফ্রন্ট ৫ মেগাপিক্সেল ক্যামেরা
- ২৭০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি