বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং সাইট থেকে টাকা উত্তোলনের সহজ এবং ঝামেলামুক্ত পদ্ধতি হচ্ছে Payoneer সাইট কর্তৃক প্রদত্ত একটি ডেবিট মাস্টারকার্ড। এই মাস্টারকার্ড এর মাধ্যমে মাস শেষে আপনি টাকা খুবই দ্রুত পৃথিবীর যেকোন স্থান থেকে ATM এর মাধ্যমে উত্তোলন করতে পারেন। এই কার্ড নিতে এককালীন খরচ পড়বে ২৯.৯৫ ডলার আর এই মাস্টারকার্ডের মাসিক ব্যবস্থাপনা ফি ৩ ডলার। ATM থেকে প্রতিবার টাকা উত্তোলনের জন্য খরচ পড়বে ৩.১৫ ডলার।এই কার্ড দিয়ে টাকা উত্তোলনের পাশাপাশি অনলাইনে কেনাকাটাও করতে পারবেন। এমনকি এর মাধ্যমে বিদেশে অবস্থিত আপনার কোন আত্মীয় বা বন্ধুবান্ধব তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড থেকে আপনাকে টাকা পাঠাতে পারবে, আপনি আপনার ক্লায়েন্ট এর কাছ থেকেও সরাসরি টাকা নিতে পারবেন।
পেওনিয়ার সাইট থেকে সরাসরি এই কার্ডের জন্য আবেদন করা যায়। রেজিষ্ঠ্রেশন করা মাত্রই পেওনিয়ার আপনার ঠিকানায় এই মাস্টারকার্ডটি পাটিয়ে দিবে। তারপর আপনি যখন এই কার্ডে ক্লায়েন্টের কাছ থেকে বা ফ্রিল্যান্সিং সাইট থেকে প্রথম টাকা লোড করবেন তখন ২৯.৯৫ ডলার কার্ড ফি কেটে নিবে। পেওনিয়ার ডেবিট মাস্টারকার্ড এর ফি চার্টটি নিচে দেখে নিন।
রিলেটেড আর্টিকেল,,…,,
স্ক্রিল – অর্থ লেনদেনের ও সহজ নিরাপদ পদ্ধতি
ইন্সটাগ্রাম থেকে কিভাবে আয় করবেন