আউটসোর্সিং (Outsourcing) আর্টিকেল রাইটিং-এ দক্ষতা অর্জন ও অর্থ উপার্জনের অসাধারণ উপায়
বর্তমান বিশ্বের বিভিন্ন জায়গায় আর্টিকেল রাইটার গণ তাদের আর্টিকেল রাইটিং এর জন্য বেশ ভাল অর্থ উপার্জন করছেন। তাই আর্টিকেল রাইটিং হতে পারে আপনার জন্য একটি সন্মানজনক পেশা। ইন্টারনেট দুনিয়ায় অনেক ওয়েবসাইট রয়েছে যারা আর্টিকেলের জন্য বেশ ভাল পরিমাণের সন্মানী প্রদান করে থাকে। আবার অনেক ওয়েবসাইট আছে যারা আপনার এক একটি আর্টিকেল এর পেজভিউ অনুযায়ী অর্থ প্রদান করে থাকে।
সরকারী অর্থায়নে দক্ষ ফ্রিলান্সার (freelancer) হওয়ার সুযোগ ।
যতদিন সেই ওয়েবসাইটে আপানার আর্টিকেল পড়বে ততদিন সেই পেজভিউ অনুযায়ী আপনাকে অর্থ প্রদান করা হবে। এছাড়াও বিভিন্ন ফ্রীলান্সিং মার্কেটপ্লেসে প্রতিনিয়ত আর্টিকেল রাইটিং এর জন্য বেশ ভাল পরিমাণের কাজ আসতে থাকে।
মাস্টারকার্ড ডেবিট কার্ট এটিএম কার্ড কোন কার্ডের কাজ কি?
আপনি সেগুলো করে আরো বেশি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। তবে Outsourcing আর্টিকেল রাইটিং এর আর একটি শক্তিশালী দিক হলো আপনি নিজের একটি ব্লগসাইট তৈরি করে সেখানে আর্টিকেল পাবলিশ করে গুগল অ্যাডসেন্স বা অন্যান্য অ্যাড মিডিয়ার মাধ্যমে সারাজীবনের জন্য ইনকামের পথ তৈরি করতে পারেন।আপনি যে ওয়েবসাইট গুলোতে আর্টিকেল রাইটিং এর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন তার কিছু তালিকা নিচে উল্লেখ করা হলোঃ
সিপিএ মার্কেটিং করে ইনকাম করুন
- Freelancer.com
- Upwork.com
- Fiverr.com
- Elance.com
- Ezinearticle.com
- Text Broker
- Writer access
- I writer
উপরে উল্লেখিত ওয়েবসাইট গুলোর মাধ্যমে আপনি আর্টিকেল রাইটিং-এ বেশ ভাল পরিমাণের অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, যদি আপনার কাজ ভাল হয় তবে। তবে আপনি যদি ইংরেজিতে ভাল পারদর্শী হন বা যদি পারদর্শী হতে পারেন তবে আপনি আর্টিকেল রাইটিং সাম্রাজ্যের একজন ভাল রাইটার হতে সক্ষম হবেন।
Ahasun ahamed Suage
Valo post
Farhan Shuaib
Nice post
Md Nazmul Islam
Great Post