চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান অপো প্রথম ঝলকেই চমক দেখাতে যাচ্ছে। নতুন স্মার্টওয়াচ আনতে পারে প্রতিষ্ঠানটি। স্মার্টওয়াচে থাকতে পারে কার্ভড গ্লাস ডিজাইন। অনেক দিন ধরেই বিভিন্ন অপোর নতুন ডিভাইস নিয়ে গুঞ্জন রয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি অপোর ভাইস প্রেসিডেন্ট ব্রিয়ান শেন নতুন ডিভাইসের ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিতে দেখা যায়, অপো স্মার্টওয়াচের সঙ্গে অ্যাপল ওয়াচের নকশার সাদৃশ্য রয়েছে। স্মার্টওয়াচের ডান দিকে থাকছে ফিজিক্যাল বাটন।
সম্প্রতি চীনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে ছবি প্রকাশ করেন শেন। ছবি প্রকাশ করলেও ডিভাইসের নাম প্রকাশ করেননি তিনি। স্মার্টওয়াচে সোনালি রঙের মেটাল ফ্রেম দেখা যায়। এর সঙ্গে রয়েছে ক্রিম কালারের সিলিকন স্ট্র্যাপ।
শেন আশা করছেন, চলতি বছরের সুন্দর স্মার্টওয়াচের তকমা ছিনিয়ে নিতে পারে অপো। ওয়াচফেসে রয়েছে একটি ফুলের নকশা। এতে ইসিজি সমর্থন করবে।
চলতি মাসে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছিল Oppo স্মার্টওয়াচে ইসিজি সাপোর্ট থাকবে। Apple Watch-এও এই ফিচার রয়েছে। 2020 সালের মার্চ মাসের আগে এই স্মার্টওয়াচ বাজারে আনবে Oppo। গত বছর Apple Watch ডিজাইনের সঙ্গে সামঞ্জস্য রেখে Mi Wach লঞ্চ করেছিল Xiaomi। একই পথে হেঁটে এবার স্মার্টওয়াচ লঞ্চ করবে Oppo।
চলতি বছরের মার্চ মাস নাগাদ নতুন স্মার্টওয়াচের দেখা মিলতে পারে। নতুন ডিভাইসের দাম প্রকাশ করা হয়নি।
SD Dipu Roy
Visitor Rating: 5 Stars
Miraj Selim
Thanks for your post.
Miraj Selim
It is a great post for me.
Shakil Adnan
wow tnx broo for shire
Jowel Das Provas
Visitor Rating: 5 Stars