আসসালামু আলাইকুম,আশা করি সবাই ভালো আছেন।তো কথা না বাড়িয়ে চলুন পোস্টের বিস্তারিত জেনে নিই। আমাদের মধ্যে অনেকেই online অনলাইনে ইনকাম সম্পর্কে জানি, আবার অনেকে জানি না। কেউ কেউ অনলাইন থেকে টাকা income ইনকাম করতে পারি আবার কেউ পারি না।এর কারণ আমাদের ইন্টারনেট সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকা। অনেকেই ভাবি আসলেই কি অনলাইনে আয় করা সম্ভব? হ্যাঁ! সম্ভব।
তবে আপনি যদি অনলাইন জগতে নতুন হয়ে থাকেন ও ইনকাম করতে পারছেন না তাহলে আপনি হতাশ হবেন না। কারণ আপনি যদি মনে করেন যে, আপনি online অনলাইন থেকে ইনকাম করবেন, তাহলেই কিন্তু ইনকাম হবে না। কারণ online অনলাইন থেকে ইনকাম বা আয় করতে হলে আপনাকে অবশ্যই প্রচুর পরিশ্রম করতে হবে ও ধৈর্য্য ধারণ করতে হবে। তবেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। তবে এখানে একটা প্রশ্ন থেকে যায় যে, online অনলাইনে বা অনলাইন থেকে ঠিক কত টাকা ইনকাম করা যায়?
সোশ্যাল Social মিডিয়ায় নিরাপদ থাকবেন যেভাবে
অনলাইন থেকে দিনে প্রায় ২০০ থেকে ৫০০ ও মাসে ৬০০০ থেকে ১৫০০০ টাকা বা তারও বেশি ইনকাম করা সম্ভব। আসলে অনলাইন থেকে কিরকম বা কত টাকা ইনকাম করতে পারবেন তা নির্ভর করে আপনার কাজের উপর। আপনি online অনলাইনে যত বেশি দক্ষ হবেন তত বেশি ইনকাম করতে পারবেন।এর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করে দক্ষতা অর্জন করতে হবে। আজকের এই ডিজিটাল তথ্য প্রযুক্তির কোন বিকল্প নেই।
ওয়েবসাইটে গুগোল (Adsense) এডসেন্স কিভাবে পাবেন।
তথ্য প্রযুক্তি যেমন পৃথিবীকে উন্নত করছে ঠিক তেমনি মানুষের জন্যও কর্মসংস্থানের সৃষ্টি করছে। online অনলাইনে দেশী বিদেশী যেকোনো ইনকাম সাইটে কাজ করা যায় এবং খুব ভালো পরিমাণ টাকা ইনকাম করা যায়। ঠিক এমনই একটি সাইট (যেমন:গ্রাথর ডট কম)। তাদের সাইটে কাজ করাও যেমন সহজ টাকা নেওয়াও তেমন সহজ।
কারণ সেখানে (গ্রাথর ডট কম-এ) আপনি পোস্ট করে টাকা ইনকাম করতে পারবেন, পোস্ট শেয়ার করে টাকা ইনকাম করতে পারবেন,(বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায়)। তাছাড়া রেফারাল বোনাস নিতে পারবেন, online দৈনিক লগ ইন বোনাস নিতে পারবেন। এভাবে আপনি এই সাইটে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। এবং তারা বিকাশে টাকা দিয়ে থাকে।কাজেই তাদের কাজও যেমন সহজ টাকা নেওয়াও তেমন সহজ।
সোশ্যাল Social মিডিয়ায় নিরাপদ থাকবেন যেভাবে
তারা প্রতিটি পোস্টের জন্য ৮-৫০ টাকা দিয়ে থাকে। তাছাড়া পোস্ট পড়লেও বোনাস পাওয়া যায়।গ্রাথর শব্দটাকে তারা মূলত বাংলার লেখক বা বাংলাদেশী লেখক হিসেবে অভিহিত করেছেন। এখানে শুধু বাংলায় লিখতে হয়, online যেকোনো পোস্ট লিখলে বাংলায় লিখতে হবে। কারণ এটি একটি উন্মুক্ত বাংলাদেশী ব্লগ সাইট।
এটি ২০১৮ সালে চালু করা হয়। তাছাড়া এতে খুব ভালো লেখকরা ও কাজ করে। এছাড়া তাদের ব্লগ সাইট সম্পর্কে জানতে ভিজিট করে আসুন গ্রাথর ডট কম এ। কারণ এতে সব বিস্তারিত বলা রয়েছে। আশা করি পোস্টটি থেকে উপকৃত হবেন।
অভিজ্ঞতা ছাড়াই ফ্রিল্যান্সিং (Freelancing) !