online অনলাইনে আয় করার সকল উপায়। আশা করি সবাই ভালো আছেন।online অনলাইন থেকে হয়তো কমরা জীবনে সবাই কিছু টাকা উপার্জন করেছি।
olineআমি এখন এই পোষ্টটা লিখছি তার ফলে আমার কিছু টাকা ইনকাম হবে।আবার আপনি এই পোষ্টটা পড়েও যেমন ইনকাম করছেন,তেমনি কমেন্ট করার ফলে ইনকাম হচ্ছে।যদিও এই ইনকাম অতি সামান্য।তাই আজকে আমি মোবাইল দিয়ে ইনকাম করার সকল উপায় নিয়ে কথা বলবো;
১.লেখালেখির মাধ্যমে উপার্জন করতে পারেন।
এখন লেখালেখিটা আপনি দুইভাবে করতে পারেন নিজের ব্লগ সাইট খুলে সেইখানে লিখে গুগল এডসেন্সের মাধ্যমে আয় করতে পারেন।আর অন্যটি হচ্ছে অন্যর ব্লগিং সাইটেও লিখে আয় করতে পারেন।যেমন আমি অন্যর ব্লগিং সাইটে লিখছি।তার ফলে আমার কিছু টাকা আয় হচ্ছে।
২.ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারেন।
ইউটিউবে ভিডিও আপলোড এখন মুবাইল দিয়েই করা যায়।আর আপনার যদি একটা ভালমানের মোবাইল থাকে,তাহলে ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন।আর আপনি তার জন্য একটু এডিট শিখতে পারেন,এবং ভিডিও কন্টেন্ট যেনো ভালো হয়।
৩.পিটিসি সাইট থেকে ইনকাম করতে পারেন।
পিটিসি সাইট মানে হলো পেইড টু ক্লিক।এখানে ক্লিকের বিনিময়ে আপনাকে কিছু টাকা দেওয়া হবে।আর এই সাইটগুলোতে কাজ করতে হলে আপনার ধৈর্যো থাকতে হবে।প্রথম যখন শুরু করবেন তখন ১ ডলার ইনকাম করতেই ১০ দিন লেগে যাবে আর আস্তে আস্তে ৬,৭ মাস পর প্রতিদিন ৮-১০ ডলার ইনকাম করতে পারবেন।
outsourcing আউটসোর্সিংচাকরি নাকি freelancing ফ্রিল্যান্সিং কোনটি আপনার জন্য ভালো হবে।
৪.এপ্পসের মাধ্যমে আয় করতে পারেন।
online আসলে এপ্পসগুলো বেশিদিন পেমেন্ট করে না।আর বাংলাদেশের এপ্পস গুলো থেকে বেশি টাকা ইনকামও করা যায় না।তবে কিছু ভালো এপ্পস আছে যেইগুলা ১০০% পেমেন্ট করে।সেইগুলো গুগল থেকে রিভিউ দেখে কাজ করতে পারেন।
৫.এয়ারড্রপের মাধ্যমে আয় করতে পারেন।
এটার জন্য আপনাকে কোনো কাজ করতে হবে না।শুধু একাউন্ট খুলে রাখলেই চলবে তারা আপনাকে একটা সময় দিবে এবং তখন পেমেন্ট করে থাকবে।এখন প্রচুর এয়ারড্রপ আছে ইউটিউবে ভিডিও দেখতে পারেন।
৬.লাইক কমেন্ট করে ইনকাম করতে পারেন।
লাইক কমেন্ট প্রতি ১০০০ এর জন্য আপনি হয়তো ১ ডলার পেয়ে থাকবেন।
৭.লিংক শেয়ার করে ইনকাম কএতে পারেন।
লিংক শেয়ার করলে প্রতি ১০০০ ক্লিকের জন্য আপনি ৩-৫ ডলার ইনকাম করতে পারবেন।
৮.ডিজিটাল মার্কেটিং করে ইনকাম করতে পারবেন।
আপনি দারাজের পোশাকের লিংকগুলো গ্রুপে শেয়ার করবেন।online এবং কেও ঐলিংকে ক্লিক করে কিনলে আপনি তা থেকে কমিশন পাবেন।