নগদ একটি যুগান্তকারী ও নিরাপদ ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস যা আপনাকে ক্যাশ ইন, ক্যাশ আউট, টাকা পাঠানো, মোবাইল রিচার্জসহ বিবিধ দৈনিক লেনদেন সুবিধা দিয়ে থাকে।
নগদে কিভাবে একাউন্ট খুলবেন :-
১। আপনার জাতীয় পরিচয়পত্রের ধরন (এনআইডি) সিলেক্ট করুন
২। আপনার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) উভয় পাশ আপলোড করুন
৩। একটি সেলফি তুলুন
৪। শর্তাবলি পড়ুন
৫। আপনার স্বাক্ষর দিন
ক্যাশ ইন-এর বিস্তারিত:
১। সেন্ড মানি অপশনে যান
২। তথ্য দিন
৩। টাকা পরিশোধ করুন
৪। উদ্যোক্তার কাছ থেকে ব্যালেন্স গ্রহণ করুন
ক্যাশ ইন হয়ে গেলো! আপনি এবং উদ্যোক্তা, দু’জনেই একটি কনফার্মেশন মেসেজ পাবেন।
ক্যাশ আউট-এর বিস্তারিত:
১। নগদ উদ্যোক্তা পয়েন্টে যান
২। *১৬৭# ডায়াল করে “Cash-Out” অপশন সিলেক্ট করে ট্যাপ করুন “From Uddokta” অপশন
৩। তথ্য দিন
৪। আপনার নগদ মোবাইল মেন্যু পিন দিয়ে লেনদেনটি কনফার্ম করুন
সেন্ড মানি-এর বিস্তারিত:
১। নগদ মোবাইল মেন্যু ওপেন করুন
২। প্রাপকের নগদ অ্যাকাউন্ট বা মোবাইল নম্বর এবং আপনি যে পরিমাণ টাকা পাঠাতে চান সেটি লিখুন
৩। রেফারেন্স হিসেবে একটি শব্দ টাইপ করুন
৪। আপনার নগদ অ্যাকাউন্টের পিন নম্বরটি দিয়ে লেনদেনটি কনফার্ম করুন
SD Dipu Roy
Visitor Rating: 5 Stars