নগদ কি?
ডাক বিভাগের ডিজিটাল মোবাইল ব্যাংকিং হচ্ছে নগদ। এটি থ্রার্ড ওয়েভ টেকনোলজি লিমিটেড কর্তৃক পরিচালিত। এটি বাংলাদেশ ডাক বিভাগের পূর্বে চালুকৃত পোস্টাল ক্যাশ কার্ড এবং ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম (ইএমটিএস)-এর নতুন সংস্করণ।
নগদ বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা যা একটি অর্থ আদান-প্রদানের পরিষেবা। এটি থ্রার্ড ওয়েভ টেকনোলজি লিমিটেড কর্তৃক পরিচালিত। এটি বাংলাদেশ ডাক বিভাগের পূর্বে চালুকৃত পোস্টাল ক্যাশ কার্ড এবং ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম (ইএমটিএস)-এর নতুন সংস্করণ।
যে কোনো মোবাইল ফোনে নগদ অ্যাকাউন্ট খুলে একজন গ্রাহক দেশের যে কোনো স্থান থেকে নিজের মোবাইলে অর্থ জমা, উত্তোলন এবং বিভিন্ন ক্ষেত্রে অর্থ স্থানান্তর সহ বিভিন্ন বিল পরিশোধ করতে পারেন। নগদ-এর সদর দফতর ঢাকার বনানী এলাকার কামাল আতাতুর্ক এভিনিউতে অবস্থিত।
নগদ logo:
গঠন:
এই আর্থিক পরিষেবাটি বাংলাদেশ ডাক আইন সংশোধনী ২০১০ ধারা ৩(২)-এর অধীনে নিয়ন্ত্রিত, বিশেষত বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশ ডাক বিভাগ প্রণীত একটি স্বতন্ত্র আইন। বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক ১১ অক্টোবর ২০১৮ সালে এই ডিজিটাল আর্থিক সেবা চালু করা হয়। ২০১৯ সালের ২৬ মার্চ, বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবস উদযাপনের মাধ্যমে এটি কার্যক্রম শুরু করে।
নগদ-এর সেবাসমূহ:
যে কোনো নগদ অ্যাকাউন্টধারী নিজের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা থাকা সাপেক্ষে যে কোনো সময় যে কোনো স্থান থেকে অন্য নগদ অ্যাকাউন্টধারী এজেন্ট পয়েন্ট থেকে এর সেবা উপভোগ করতে পারেন। গ্রাহক নগদ অ্যাপ ব্যবহার করে নিজেই নিজের অ্যাকাউন্ট চালু করতে পারেন।
নগদ-এর বর্তমান সেবাগুলো:
- অ্যাকাউন্ট খোলা
- অ্যাকাউন্ট টাকা জমা করা (ক্যাশ ইন)
- একটি নগদ অ্যাকাউন্ট থেকে অন্য নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানো (সেন্ড মানি)
- অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন (ক্যাশ আউট)
- মোবাইলে এয়ারটাইম ক্রয়/রিচার্জের সুবিধা
- পণ্য কেনাকাটা বা সেবার বিনিময়ে মূল্য পরিশোধ করা (পেমেন্ট)
- বিদ্যুৎ বিল প্রদানসহ অন্যান্য বিল পরিশোধের সুবিধা
নগদ একাউন্ট খোলার নিয়ম:
দুই উপায়ে নগদ একাউন্ট খোলা যায়। অনেকটা বিকাশ একাউন্ট খোলার মতোই।
- নগদ এজেন্টের মাধ্যমে
- নগদ মোবাইল অ্যাপের মাধ্যমে
এজেন্টের মাধ্যমে নগদ একাউন্ট খোলার নিয়ম:
এজেন্টের মাধ্যমে নগদ একাউন্ট খোলা খুবই সহজ। এজন্য নিচের দেওয়া জিনিসগুলো নিয়ে নগদ এজেন্টের কাছে যান।
- আপনার সিমে নগদ খুলবেন সেই সিম সহ মোবাইল।
- আইডি কার্ডের ফটোকপি (অনলাইন কপি হলেও হবে)
- আপনার ছবি ২ কপি পাসপোর্ট সাইজ ছবি।
মোবাইল অ্যাপের মাধ্যমে নগদ একাউন্ট খোলার নিয়ম:
মোবাইল অ্যাপের মাধ্যমে খুব সহজেই নগদ একাউন্ট খুলতে পারবেন। সেজন্য নিচের নিয়মটি অনুসরণ করুন। বুঝতে সমস্যা হলে নিচে দেওয়া ভিডিওটি দেখতে পারেন।
- প্রথমে নগদ অ্যাপটি চালু করুন
- রেজিষ্ট্রেশন করুন লেখায় ক্লিক করুন
- আপনার ফোন নম্বর লিখে পরবর্তী ধাপে ক্লিক করুন
- আপনার মোবাইল অপারেটর সিলেক্ট করুন
- আপনার আইডি কার্ডের ধরণ (নতুন অথবা পুরাতন) সিলেক্ট করুন।
- জাতীয় পরিচয় পত্রের (আইডি কার্ড) সামনের ও পিছনের ছবি তুলে দিন। (কোনো পারমিশন চাইলে দিয়ে দিন)
- অ্যাপটি আপনার আইডি কার্ড থেকে সকল তথ্য স্ক্যান করে আপনার সামনে দেখাবে। সেই তথ্যগুলো সঠিক কিনা তা একটু যাচাই করে নিন।
- এরপর পরবর্তী ধাপে যান।
- স্ক্রিনে দেখানো তথ্যগুলো পূরণ করুন।
- ইন্টারেস্ট পেতে চাইলে অবশ্যই হ্যাঁ সিলেক্ট করুন।
- পরবর্তী ধাপে সেলফি স্টাইলে আপনার একটি ফটো তুলুন।
- ব্যবসার একাউন্ট খুললে ট্রেড লাইসেন্সের ফটো দিন। আর ব্যক্তিগত হলে “স্কিপ করুন” লেখায় ক্লিক করে পরবর্তী ধাপ অনুসরণ করুন।
- terms and conditions গুলো পড়ে টিক চিহ্নে (√) ক্লিক করুন।
- এরপর স্ক্রিনে টাচ করে আপনার স্বাক্ষর দিন।
- পরবর্তী ধাপে সব ঠিক আছে কিনা দেখে নিন। সামনের ধাপে যান।
- সেখানেও তথ্যগুলো মিলিয়ে দেখুন। পরবর্তী ধাপে যান।
- ম্যাসেজের মাধ্যমে মোবাইলে আসা OTP (One Time Password) টি লিখে এগিয়ে যান।
- আপনার একাউন্ট খোলা প্রায় শেষ।
- এরপর নগদ ইউএসএসডি কোড *167# ডায়াল করে আপনার পিন কোড সেট করে নিন। আশা করি সবাই এটা পারবেন। না পারলে কমেন্ট করে জানান।
- আপনার একাউন্ট খোলা শেষ।
নগদ মোবাইল ব্যাংকিং খরচ:
নগদের খরচগুলো নিচে লিস্ট আকারে দেওয়া হলো।
- *167# ডায়াল করে ক্যাশ আউট করলে ১.৪৫% অর্থাৎ ১ হাজারে ১৪ টাকা ৫০ পয়সা
- অ্যাপ দিয়ে ক্যাশ করলে ১.৭% অর্থাৎ ১ হাজারে ১৭ টাকা
- ইউএসএসডি কোড ডায়াল করে সেন্ড মানি করলে প্রতি লেনদেনে ৪ টাকা করে চার্জ হবে।
- অ্যাপ দিয়ে সেন্ড মানি সম্পূর্ণ ফ্রী
- উভয় ক্ষেত্রে মোবাইল রিচার্জ ফ্রী
খরচের এই তালিকা যেকোনো মূহুর্তে পরিবর্তন হতে পারে।
নগদ মোবাইল ব্যাংকিং সুবিধা:
নগদ মোবাইল ব্যাংকিংয়ে বাড়তি অনেক সুবিধা আছে। এই সুবিধাগুলো অন্য সব মোবাইল ব্যাংকিংয়ে পাবেন না।
লেনদেনের লিমিট:
অন্য মোবাইল ব্যাংকিং থেকে নগদে লিমিট অনেক বেশি। এখানে দৈনিক ও মাসিক অনেক বেশি পরিমাণে টাকা লেনদেন করা যায়।
নগদ ক্যাশব্যাক:
নগদ গ্রাহক প্রতি ১০০০ টাকা ক্যাশ-ইন করলে প্রতি হাজারে ৫ টাকা (০.৫%) ক্যাশ-ব্যাক পাবেন। ক্যাশ ব্যাকের টাকা ৭২ ঘণ্টার মধ্যে গ্রাহকের নগদ অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
নগদ সঞ্চয়:
গ্রাহকগণ তাদের নগদ অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণের উপর সর্বোচ্চ মুনাফা লাভ করবেন। মুনাফা না পেতে চাইলে কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।
নগদ মোবাইল ব্যাংকিং এর মুনাফা:
নগদ-এর সকল নিয়মিত গ্রাহক নিচের ছকে উল্লিখিত হারে মুনাফা পাবেন-
নগদ মোবাইল ব্যাংকিং সঞ্চয় হার ও মুনাফা:
নিম্নে বর্ণিত হারে নগদ কাস্টমাররা মুনাফা বা ইন্টারেস্ট পাবেন। তবে, এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। সেগুলো নিচে দেওয়া হলো।
মুনাফার স্ল্যাব | বার্ষিক মুনাফা হার |
৫০০১ টাকা থেকে ৫০০,০০০ টাকা | ৭.৫% |
১০০১ টাকা থেকে ৫০০০.৯৯ টাকা | ৫.০% |
০ টাকা থেকে ১০০০.৯৯ টাকা | ০.০% |
- মাসিক ভিত্তিতে মুনাফা প্রদান করা হবে।
- প্রতিদিনের মুনাফার হার হিসাব করে মাস শেষে মুনাফা প্রদান করা হবে
- বাংলাদেশের আইন অনুযায়ী প্রযোজ্য ট্যাক্স বা ভ্যাট কর্তনের পর সরাসরি নগদ অ্যাকাউন্টে মুনাফার অংশ পাঠিয়ে দেয়া হবে
- সঞ্চয়ের মুনাফা বা লাভ গ্রহণ করতে চাইলে অবশ্যই একাউন্টটি এক্টিভ থাকতে হবে।
- এই অফারটি পরিবর্তন, পরিবর্ধন ও বাতিলের সর্বোচ্চ ক্ষমতা “নগদ” সংরক্ষণ করে।
কম খরচে ক্যাশ আউট:
দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ নিয়ে এসেছে “নগদ”। ৬ অক্টোবর, ২০১৯ থেকে নগদ-এর সকল গ্রাহক যেকোনো নগদ উদ্যোক্তা পয়েন্ট থেকে ১ দশমিক ৪৫ শতাংশ মূল্যে ক্যাশ-আউট করতে পারবেন। অর্থাৎ প্রতি হাজারে নগদ এর ক্যাশ-আউট চার্জ এখন ১৪ টাকা ৫০ পয়সা।
এই পোস্ট সম্পর্কে কোনো প্রশ্ন, অভিযোগ, মতামত বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করুন। আমরা সকল কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। সকল আপডেট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন।
**রিলেটেড আর্টিকেল**
**আরো পড়ুন**
রকেট একাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা
Dipu Roy
good info bro
Shakil Adnan
tnx
Jowel Das Provas
amader rastrio seba nagad sobar grohon kora uchit, amio nogoder maddhomei lenden kori, er service onk valo mone hoyeche.
Shihab Warfare
Hmm Bisoita jana gelo
evaakter yasmin
ato sundor kore post korcen onk valo laglo
evaakter yasmin
nice post
evaakter yasmin
good information
evaakter yasmin
Excellent post
Khan Shihab
that’s great
Khan Shihab
Excellent post
Khan Shihab
good info
Khan Shihab
thanks for this post
Khan Shihab
helpfull post
Khan Shihab
Visitor Rating: 5 Stars