লঞ্চ হল Motorola Edge এবং Motorola Edge+
মোবাইল পানিতে ডুবে গেলে কি করবেন?
বেশ কয়েকমাস ধরে ফিচার ফাঁস হওয়ার পর অবশেষে লঞ্চ হল মোটোরোলা এজ সিরিজ । নতুন এই সিরিজ কোম্পানি প্রিমিয়াম রেঞ্জে লঞ্চ করেছে। এই সিরিজে দুটি ফোন আছে Motorola Edge এবং Motorola Edge+। এর প্লাস মডেলটি আরও বেশি দামি। মোটোরোলা এজ সিরিজের বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এখানে পাঞ্চ হোল ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা, ১০৮ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সেন্সর রয়েছে। Motorola Edge এবং Motorola Edge+ এর দাম ও স্পেসিফিকেশন জেনে নিই।
Motorola Edge এবং Motorola Edge+ দাম :
কোম্পানির তরফে মোটোরোলা এজ এর দাম এখনও জানানো হয়নি। এদিকে মোটোরোলা এজ প্লাস এর দাম ৯৯৯ ডলার, যা প্রায় ৭৬,০০০ টাকার কাছাকাছি। এই দাম ফোনটির ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের। ফোনটি স্মোকি সাঙ্গারিয়া এবং থান্ডার গ্রে কালারে পাওয়া যাবে।
Google এর তৈরি সেরা ৫টি অ্যাপ।যা অনেক কাজে লাগে।
Motorola Edge এবং Motorola Edge+ স্পেসিফিকেশন :
ব্যাসিক কম্পিউটার, ইচ্ছা মত ROM বাড়িয়ে নেয়া
মটোরোলা এজ ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলে। এই ফোনে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস OLED কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্জ। এছাড়াও এটি IP54 সার্টিফায়েড। এই ফোনে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫ প্রসেসরের সাথে এসেছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
Smartphone কেন গরম হয়? গরম হলে করণীয় কি?
মোটোরোলা এজ ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে এসেছে। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৮ অ্যাপারচারের সাথে ৬৪ মেগাপিক্সেল। এছাড়াও আছে ১৬ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল ক্যামেরা। ফোনের তৃতীয় ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর। আবার এই ফোনে Time of Flight (ToF) সেন্সর ও দেওয়া হয়েছে।
চলে এলো vivo কম্পানির নতুন ফোন।(vivo Y50)
সেলফির জন্য এখানে পাওয়া যাবে এফ/২.০ অ্যাপারচারের সাথে ২৫ মেগাপিক্সেল ক্যামেরা। সিকিউরিটির জন্য এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। এতে টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট আছে। এতে ৩.৫ এমএম হেডফোন জ্যাক ব্যবহার করা হয়েছে।
ফ্রিলেনসিং (freelancing) এ আপনি কখন সফল হবেন?
অন্যদিকে মোটোরোলা এজ প্লাস ফোনে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্জ। এই ডিসপ্লে তে HDR10+ সাপোর্ট করবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলে। এই ফোনে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর ৮৬৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। এই ফোনে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এতে ৩.৫ এমএম হেডফোন জ্যাক ব্যবহার করা হয়েছে।
মার্কেটে আসছে Redmi কোম্পানির সবচেয়ে সস্তা 5G ফোন
ফটোগ্রাফির জন্য এতেও ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। যার প্রধান ক্যামেরা এফ/১.৮ অ্যাপারচারের সাথে ১০৮ মেগাপিক্সেল। এছাড়াও এতে আছে এফ/২.২ অ্যাপারচারের সাথে ১৬ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল ক্যামেরা। ফোনের তৃতীয় ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর।আবার এই ফোনে Time of Flight (ToF) সেন্সর ও দেওয়া হয়েছে।
৩০ হাজার টাকার মধ্যে কিছু সেরা laptops ল্যাপটপ দেখে নিন
ফোনের মেন ক্যামেরা 6K ভিডিও রেকর্ড করতে পারে। সেলফির জন্য এখানে পাওয়া যাবে এফ/২.০ অ্যাপারচারের সাথে ২৫ মেগাপিক্সেল ক্যামেরা। সিকিউরিটির জন্য এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে।
Tawhid
Valo Mobile Phone
Ahasun ahamed Suage
Thanks for the comment
Md Nazmul Islam
Good
Md Nazmul Islam
Phone valo but Dam Besi
Ahasun ahamed Suage
Thanks
Jahid Al Azom
Nice post
Niramay Kanjilal
Best Phon But The Price Is Very Costly