মেসেঞ্জার কিডস Messenger Kids
অবশেষে পাবলিশ হলো ফেসবুকের নিজেস্ব এপস ফেসবুক কিডস ৷ফেসবুক প্রতিবেদনে জানা যায় তদের এপস টি মূলত পেরেন্টাল কোট্রল সেবা দেয়ার জন্যই চালু করা ৷

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় করোনার কারনে বাধ্যতামূলকভাবে ঘরে অবস্থান করছে শিশুরাও। অবসর সময়ে সহপাঠী বা বন্ধুদের সঙ্গে শিশুদের বার্তা বিনিময়ের সুযোগ দিতে বাংলাদেশসহ প্রায় ৭০ টি দেশে এর ও বেশি নিজেদের Messenger মেসেঞ্জার কিডস সেবা চালু করেছে ।
Google Maps(গুগল ম্যাপস) এর ২১ টি টিপস ও ট্রিকস যা অনেকেই জানেনা
এই কিডস ভার্সন মেসেঞ্জারের শিশুতোষ সংস্করণটিতে প্যারেন্টাল কন্ট্রোল ফিচার থাকায় সন্তানরা কোন কোন বন্ধুর সঙ্গে বার্তা বা ছবি বিনিময় করতে পারবে, তা নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা কি সুন্দর একটা ফিচার ৷
অনলাইনে Online টাকা আয়ের ৩টি সহজ উপায়।
এমনকি ‘সুপারভাইজড ফ্রেন্ডিং’ ফিচার কাজে লাগিয়ে অন্যদের পাঠানো বন্ধুত্বের আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যানও করতে পারবেন অভিবাবকগন ৷ ফলে শিশুরা অনলাইনে নিরাপদে বন্ধুদের সঙ্গে বার্তা বা ছবি বিনিময় করতে পারবে অনেক নিরাপত্তায় ৷
তাছাড়াও যেসব সুবিধা রয়েছে এপসটিতে
- নাইড ভার্সন
- ইমেজ ছেইভ মোড
- ডাটা সেইভ মোড
- থাকছে অফলাইনএ চার্ট করঅর সুবিধা
- বিভিন্ন কালারের থিমস
- ফন্ট চেন্জ করার সুবিধা
আরো অনেক সুবিধা নিয়ে তৈরি হয়েছে মেসেন্জার কিডস ভার্সন টি ৷আপনারা চাইলেও ডাউনলোড দিতে পারেন ৷
Messenger Kids – The Messaging App for Kids
Niramay Kanjilal
আমাদের সকলকে এই নতুন বিষয়টি জানিয়ে দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ । আশা করি সামনে আপনি আরো তথ্য বহুল আর্টিকেল নিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন ।