অ্যামাজন ডট কম থেকে কোন পন্য ক্রয় করতে চান কিংবা আন্তর্জাতিক কোন সাইট থেকে যে কোন পন্য বা সেবা কিনতে গেলেই প্রথম যেই বিষয়টি আপনার কপালে দু:চিন্তার ভাজের সৃষ্টি করে তাহল ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড । অনেকেই নেটলার, পেওনিয়ার বা অন্যান্য ভার্চুয়ার ক্রেডিট কার্ড ব্যবহার করে অনলাইনে কেনাকাটা করেন। কিন্তু তাতেও সমস্যা রয়ে যায়। সময়মত ডলার কিনা ? বেশীরভাগ ক্ষেত্রে দেখা যায় ডলার আপনি বিক্রয় করতে গেলে দাম পাবেন কম কিন্তু কিনতে গেলেই হল । ডলারের মুল্য যেন আকাশ ছোয়া।
ইন্টারন্যাশনাল মাষ্টারকার্ড এখন ব্র্যাক ব্যাংকেই
ব্যাংক মুলত দুই ধরনের ইন্টারন্যাশনাল মাষ্টার কার্ড দিয়ে থাকে
ক) ইউনিভার্সাল ভিসা/মাস্টার ক্লাসিক
খ) ইউনিভার্সাল ভিসা/মাস্টার গোল্ড ।
দুটি কার্ডের কাজ প্রায়ই একই , স্থানীয় এবং বৈদেশিক মুদ্রায় ব্যবহারযোগ্য। পার্থক্য শুধু ক্রেডিট লিমিটে । ক্লাসিক মাষ্টারকার্ডে ১০,০০০ টাকা হতে ৭৫,০০০ টাকা এবং গোল্ড মাষ্টার কার্ডে ৭৫,০০১ টাকা হতে ৫০০,০০০ টাকা ক্রেডিট লিমিট দেয়া হয়ে থাকে।
কি কি সুবিধা পাবেন
- বিশ্বের যেকোন দেশের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন ।
- যে কোন ওয়েব সাইটে পেমেন্ট
নেটেলার, স্ক্রিল সহ যে কোন অনলাইন একাউন্টে টাকা আপলোড
- ফ্ল্যাট রেট ডলার কনভার্সন
কিভাবে পাবেন এই ইন্টারন্যাশনাল মাষ্টারকার্ড ?
আপনি ব্যবসায়ী হলে ৫০০০০/=(পঞ্চাশ হাজার টাকা) ডিপোজিট করে কিংবা চাকুরিজীবি হলে ২০০০০/-(বিশ হাজার টাকা) নুন্যতম বেতন এবং চাকুরির পরিচয়পত্র দেখিয়ে এই ইন্টারন্যাশনাল মাষ্টারকার্ড পেতে পারেন।
তাই অনলাইনে যেকোন ব্যবসা শুরু করার জন্য আর দেরী না করে ব্র্যাক ব্যাংকের সাথে যোগাযোগ করুন আর নিয়ে নিন ইন্টারন্যাশনাল মাষ্টারকার্ড
বিস্তারিত: ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইট – লিংক