আমরা বর্তমানে ফ্রীল্যাসিং বলতে মার্কেটপ্লেস থেকে কাজ নিয়ে কাজ করে দেয়া কে বুঝি। কিন্তু ফ্রীল্যানসিং কি সত্যিকার অর্থে তা ??
আপনি মার্কেটপ্লেস ছাড়া কি ফ্রীল্যানসিং করতে পারবেন না ? চিন্তা করেন তো এক সময় যদি মার্কেটপ্লেস গুলো বন্ধ হয়ে যায় তখন কি করবেন ? মার্কেটপ্লেস ছাড়াও কাজ পাওয়ার অনেক গুলো মাধ্যম রয়েছে যেমন লোকাল সারফেস, টুইটার , ফেইসবুক, লিঙ্কডিন এ ছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফ্রম গুলো।
এখন বলতে পারেন যে লোকাল সারফেস থেকে আমি কাজ কিভাবে নিবো ? উত্তর তা আপনার কাছেই। যে ভাবে আপনি মার্কেট প্লেসগুলোতে আপনার কাজ , পোর্টফোলিও দেখিয়ে কাজ নিচ্ছেন ঠিক সেভাবে আপনি আপনার কাজ গুলো সোশ্যাল সাইট গুলো তে দেখতে পারেন।
বিলিভ মি এর মাদ্ধমে আপনি ভালো ভালো কাজ পাবেন যেগুলো অনেক সময় মার্কেটপ্লেস থেকে ও ভালো হয়ে থাকে এবং বেশির ভাগক্ষেত্রে এই ক্লায়েন্ট গুলো আপনার পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে যায়। আমি এভাবে কাজ করছি গত এক বছর ধরে। আমার মার্কেটপ্লেস এ কোন প্রোফাইল নেই পরিচয় পত্র জনিত কিছু ঝামেলার জন্য কিন্তু আমি আমার মার্কেটপ্লেস এর বিকল্প বের করে নিয়েছি।কাজ করছি ওয়েব ডিসাইন নিয়ে এবং এখন পর্যন্ত ১ বছর এ ২০০০ ডলার এর মতো কাজ করেছি সব গুলোই মার্কেটপ্লেস ছাড়া।
কিন্তু উপরের সব কথাই মূল্যহীন হয়ে যাবে যখন আপনি কাজ জানবেন না। সব কিছুর আগে নিজেকে প্রস্তুত করুন স্কিল ডেভেলপমেন্ট এর মাদ্ধমে। কাজ শিক্ষার জন্য আপনি এই সেক্টর এর অবিজ্ঞদের সাহায্য নিতে পারেন , শিখতে পারেন গুগল মামার কাছ থেকে , ইউটিউব থেকে অথবা যেতে পারেন কোন ভালো প্রশিক্ষণ কেন্দ্রে।
কিন্তু যেটাই করেন না কেননা আপনার থাকা প্রয়োজন তীব্র ইচ্ছা এবং ধর্য্য। কিন্তু ধর্য্যটা আবার এমন যাতে না হয় আমি আজকে প্রোফাইল খুলেছি কাজ পাচ্ছি না কেন ?
Tamim Hossain
Visitor Rating: 5 Stars
Jowel Das Provas
Thanks for your nice post. hope we will see more & more nice post in future like this. .. ..
Rakibul Hafiz
Visitor Rating: 5 Stars
Joyita Jitu
ভালো লেগেছে। ধন্যবাদ
Kibria
helpful post…thanks for sharing with us 😀
Tomas Roy
nicesss
Tomas Roy
xoss
Tomas Roy
nicesssssssssss
Rifat
Onek vlo akta post
Rifat
Post ta pora onek vlo laglo