ফ্রীল্যান্সিং freelancing বিষয় নিয়ে বেশি আলোচনার কারনে অনেকে এখন এটাকে ভুয়া বলে ভাবতে শুরু করছে। অনেকেই মনে করে ফ্রীল্যান্সিং মানেই পিটিসি।
পিটিসি কি আর freelancing ফ্রীল্যান্সিং কি? দুইটা দুই জগতের বস্তু নয় কি?
এমন অনেকেই আছে যারা অনেক ভালো কাজ জানে কিন্তু ফীল্যান্সিং কি তা জানে না। কারন চারদিকে এটানিয়ে এত সব ভন্ডামি হচ্ছে যে সবাই এটাকে ভুয়া মনে করছে। বিষেশ করে ডূল্যান্সার আর পিটিসি যারা করে তারা মনে করে ঐটাই freelancing ফ্রীল্যান্সিং।
আর তাদের আসে পাশের মানুষেরা মনে করে ফ্রীল্যান্সিং একটা জগন্য কাজ।
নিজেকে একজন freelancing ফ্রীল্যান্সার ভাবতে কয়েকদিন পর সত্যি সত্যি খারাপ লাগবে। সবাই তখন আমাকে দেখে দোড়াবে যেমনি দোড়ায় ডেস্টিনির কোন লোককে দেখলে। যেখানে যাই চোখে পড়ে এড এ ক্লিক করে অনলাইনে হাজার হাজার টাকা আয় করার সুযোগের বিজ্ঞাপন। এরা এতটাকা পায় কই তাই চিন্তা করি।
অনলাইনে কি সত্যি সত্যি এত সহজে আয় করা যায়? আচ্ছা, অনলাইনে যারা সত্যিকার অর্থে কাজ করে তাদের কি পরিমান কষ্ট করতে হয়ছে তা কি কেউ জানে? নাকি এরা আসলো, অনলাইনে ফ্রীল্যান্সিং নামক একটা বস্তু রয়েছে তাকে ধরল আর তার বাসায় ডলার আসতে লাগল। থাকগে, আর না লিখি।
ধোঁকা খান তাহলে আগামি কাল আপনি ঐসব দিক এড়িয়ে ভালো দিকে যেতে পারবেন। আপনি যদি প্রথাগত চাকরি করতে না চান, তাহলে আজ থেকেই freelancing ফ্রিল্যান্সিং সম্পর্কে জানা শুরু করুন। এখানে কাজের অভাব নেই। বিষয়ের ও অভাব নেই। আপনি সহযেই আপনার পছন্দের বিষয় নির্বাচন করে সামনে এগুতে পারবেন। অথবা একটা বিষয় নির্বাচন করলেন।
freelance ফ্রীল্যান্স মার্কেটপ্লেসকে ১০% – ১৫% দেওয়া কি ক্ষতি মনে করেন?
তার পর দেখলেন আপনার ভালো লাগে না, আপনি সহজেই অন্য বিষয়ে পরিবর্তন করতে পারবেন। তবে একটা বিষয় কে নির্বাচিত করে সামনে এগুলে ভালো। একটা বিষয় নিয়ে যে যত ঘাটবে সে তত ঐ বিষয় নিয়ে দক্ষ হতে পারবে। সংক্ষেপে বলতে গেলে, আপনি যদি গ্রাফিক্সের কাজ জেনে থাকেন তাহলে চেষ্টা করবেন সব সময় গ্রাফিক্স রিলেটেড কাজ করার জন্য।
ও ভালো কথা, মাঝে মাঝে এটাও দেখি যে “৫০০টাকায় ওয়েব সাইট তৈরি করে দি” টাইপের বিজ্ঞানপন। আচ্ছা তারা কিভাবে কাজ করে? নিজের কাজের ক্ষেত্রটাকে কেন এমন ধংশ করে?? এসবের কারনে হয়তো কোথাও গিয়ে বলবে পারব না আমি একজন ওয়েব ডেভলপার বা আমি একজন freelancing ফ্রীল্যান্সার।
FBS দিচ্ছে $123 বোনাস। নিয়ে নিন এখনই