ফটোশপ ছাড়াই আপনার কোম্পানীর (Logo) লোগো তৈরি করুন। আসসালামুয়ালাইকুম ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো এবং সচেতন আছেন । বন্ধুরা আমাদের সচেতনেতার কারণে একদিন না একদিন এই করোণা ভাইরাস থেকে আমরা সবাই মুক্তি পাব। বন্ধুরা তবে আর বেশি দেরি না করে আজকের পোষ্ট টি লেখা শুরু করা যাক।
ইন্টারনেট আবিষ্কারের (Discovering Internet) কথা জানলে অবাক হবেন।

বন্ধুরা আজকে আমাদের বিষয় হচ্ছে কি করে আপনারা সবাই সুন্দর সুন্দর লোগো তৈরি করবেন কোন ফটোশপ বা কোন সফটওয়্যার ছাড়াই।
মাস্টারকার্ড ডেবিট কার্ট এটিএম কার্ড কোন কার্ডের কাজ কি?
বন্ধুরা, এখন আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে কোন সফটওয়্যার ছাড়া কি সুন্দর বা ভালো লোগো বানো সম্ভব। আমি বলি সম্ভব কারণ এখন আমাদের বর্তমান যুগ ডিজিটাল যুগ বা বিজ্ঞানময় যুগ। আমরা তো সবাই গ্রাফিক্স ডিজাইন বা লোগো ডিজাইন এডোবি পটোশপ বা এডোবি ইলাস্ট্রেটর এর কাজ জানিনা । সে জন্য অনলাইনে কিছু ওয়েবসাইট আছে যার মাধ্যমে আপনার কোন দক্ষতা বা স্কিল ছাড়াই লোগো ডিজাইন করতে পারবেন আপনার মোবাইল বা কম্পিউটার দিয়ে।
আপনি কেন ফটোশপ শিখবেন তার যুক্তিসংগত ১০টি কারণ
বন্ধুরা এই সুন্দর সুন্দর লোগো ক্রিয়েট করতে হলা সর্বপ্রথম আপনার একটি মোবাইল বা একটি কম্পিউটারের প্রয়োজন হবে এবং একটি ভালো ইন্টারনেট কানেকশন এর দরকার হবে।আপনার যদি এই দুইটা জিনিস থাকে তাহলে আপনি খুব সহজে ঘরে বসেই আপনার পছন্দমত লোগো ডিজাইন করতে পারেন।
খুব সহজে যেকোনো Photo colour পরিবর্তন করুন অনলাইনে
বন্ধুরা চলুন এবার দেখে আসা যাক কিভাবে আপনারা ফটোশপ ছাড়াই কিভাবে ভাবে লোগো ডিজাইন করবেন?
লোগো ডিজাইন করার জন্য আপনাকে প্রথমে গুগলে এসে ব্রান্ড নিঊ লোগো লিখে সার্চ করতে হবে এরপর আপনি আপনার পছন্দমত যেকোন একটি ওয়েবসাইটে যেয়ে আপনার লোগো বানিয়ে নিতে পারেন। আর আপনি যদি ওই ভাবে লোগো ডিজাইন না করত চান তাহলেআমি যে লোগো ডিজাই করার লিংক দিচ্ছি সেখান থেকেয়াপনার কোম্পানী বা যে কোন লোগো বানিয়ে নিন।
ভিডিও এডিটিং (Video Editing) কেন শিখবেন?
Brand New Logo For You: https://www.brandcrowd.com/maker/logos
আপনি উপরের লিংক থেকে যখন ক্লিক করে যাবেন তখন আপনার সামনে অনেক লোগো আসবে। আপনি এই লোগো গুলো কাস্টমাইজড করবেন না। আপনি প্রথমে এই ওয়েবসাইটে একটি একাউণ্ট করে লগিন করে নিবেন। একাউণ্ট রেজিস্ট্রেশন করার জন্য উপরের বাম দিকে রেজিস্ট্রেসশন লেখা দেখতে পাবেন। আপনি এখানে তিন ভাবে একাউন্ট তৈরি করতে পারেন।
ভিডিও এডিট এবার হবে সুপার হিট।
১। ফেসবুকের মাধ্যমে ।
২।গুগোলের মাধ্যমে ।
৩। নতুন একাউন্ট তৈরি করে ।
আমার কাছে ভালো মনে হয় নতুন একাউন্ট তৈরই করা । আপনি যে কোন ভাবে একাউন্ট তৈরি করে লগিন করবেন।
ভিডিও মার্কেটিং এর জন্য কিছু টিপস
লগিন করার পর একটু নিচের দিকে সার্চ আইকন দেখতে পাবেন। ওই সার্চ বক্সে আপনার কোম্পানীর নাম লিখে সার্চ করবেন। সার্চ দেওয়ার পর দেখবেন আপনার কোম্পানীর অনেক লোগো এসেছে আপনি আপনার পছন্দমত যেকোন একটি লোগো কাস্টমাইজড করে ডাউনলোড করে নিবেন।
ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন। আপনারা নিজে সচেতন হোন এবং অন্যকে সচেতন করুন।
Ahasun ahamed Suage
Valo post
Farhan Shuaib
Nice post
Md Nazmul Islam
Sundor Post
Jahid Al Azom
Nice writing
Jowel Das Provas
Very nice post. khuv valo laglo. Many many thanks for this post.