একজন Professional Forex Trader হিসেবে আমি অনেক আনন্দিত আজকে তোমার উদ্দেশ্যে এই চিঠিটি লিখতে পেরে।
কারণ ফরেক্স ট্রেডাররা আমার কাছে অনেক কিছু জানতে চাই, যখন মার্কেট তাদের বিপরীতে যায় এবং তারা লসে থাকে। একটি বিষয় মনে রাখা দরকার যখন মার্কেট তোমার ট্রেডগুলোর বিপরীতে যায়, এবং তুমি লস করতে শুরু কর, তখন তুমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা কর যে তিনি যেন মার্কেটকে তোমার সুবিধাজনক দিকে মুভ করাই এবং তুমি লাভ করতে পার। কিন্তু সেই একই সময়ে আরও অনেক ট্রেডার সঠিক ট্রেড করছে এবং তারা লাভেও আছে। তাদের মধ্যে অনেকেই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে থাকে এবং প্রার্থনা করে মার্কেট যেন সেদিকে আরও মুভ করতে থাকে।
তাহলে সৃষ্টিকর্তা কার কথা শুনবে?
সৃষ্টিকর্তা সবকিছুই করে থাকে। সবকিছুরই কিছু সুনির্দিষ্ট নিয়ম এবং ব্যবস্থা রয়েছে। ছোট অ্যাটম থেকে শুরু করে বৃহৎ গ্যালাক্সি সবকিছুই কিছু সুনির্দিষ্ট নিয়ম এবং ব্যবস্থায় চলছে। সবকিছুই ঠিকভাবে চলছে কারণ তারা নিয়ম মেনে চলে। গ্রহগুলো সৃষ্টিকর্তাকে প্রতিদিন জিজ্ঞেস করে না তারা কোন পথে চলবে। তাদের কক্ষপথ আগেই ঠিক করা আছে, তাই তারা নিজেদের পথে চলছে নির্দিষ্ট নিয়ম অনুসারে। সৃষ্টিকর্তা যা করাই তাই হয়।
যখন একটি পাথি খাবার সংগ্রহের জন্য বাইরে যাবার প্রস্তুতি নেয় এবং সেই মুহূর্তে বৃষ্টি শুরু হয়, তখন সে সৃষ্টিকর্তার কাছে বৃষ্টি থামানোর জন্য অনুরোধ করে না। কারণ পাখিটি জানে যে প্রকৃতির নিয়ম অনুসারে বৃষ্টি হবে। সে নিজেকে প্রকৃতির নিয়মের সাথে মানিয়ে নিয়েছে। একটি পাখিকে খুশী করার জন্য প্রকৃতির নিয়ম পাল্টাবে না।
Professional Forex Trader: ফরেক্স মার্কেট এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও ব্যাপারটি একই রকম। তুমি যদি ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে লাভ করতে চাও, তবে তোমাকে ফরেক্স মার্কেটের নিয়ম-কানুন শিখতে হবে। মার্কেট কখনও তোমাকে অনুসরন করবে না, প্রফিট করতে হলে তোমাকেই মার্কেটকে অনুসরন করতে হবে। তুমি যদি কখনও একটি ভুল ট্রেড দাও এবং মার্কেট তোমার বিপরীতে চলে যায়, সৃষ্টিকর্তার কাছে মার্কেটের দিক পরিবর্তনের জন্য প্রার্থনা করনা কারণ সৃষ্টিকর্তা তা শুনবে না। কারণ এটা তোমার ভুল। তোমাকে অবশ্যই সঠিক নিয়ম এবং বিষয়গুলো শিখতে হবে এবং মেনে চলতে হবে।
Professional Forex Trader : তুমি যদি প্রতি ট্রেডে তোমার কতটুকু মানি রিস্ক নেয়া উচিত এই অজ্ঞতার কারণে লস করে অ্যাকাউন্ট জিরো করে ফেলো, তবে সৃষ্টিকর্তাকে দায়ী করোনা এবং বলোনা যে সৃষ্টিকর্তা তোমাকে পছন্দ করেনা, কারণ যেখানে সবাই লাভ করছে, তুমি একাই লস করছো। সৃষ্টিকর্তা কোন শ্রেণীবিভেদ করি না। যারা নিয়ম মেনে চলবে তারা বিজয়ী হবে। আর যারা নিয়মের বিপরীতে চলবে, তারা তার ফল একদিন না একদিন ভোগ করবেই।
Professional Forex Trader: যেদিন মার্কেট তোমার বিপরীতে ছিল। তুমি প্রার্থনা করেছিলে যেন মার্কেট তোমার দিকে ঘুরে যায় এবং তাই হয়েছিল। (এর কারণ এই নয় যে সৃষ্টিকর্তা মার্কেটকে তোমার পছন্দের দিকে ঘুরিয়ে দিয়েছি, সৃষ্টিকর্তার ইশারাই মার্কেট তার নিয়ম মতই মুভ করেছে). তুমি তোমার লস কাটিয়ে উঠেছিলে এবং আবার ভুলে গিয়েছিলে। তুমি ভুলে গিয়েছিলে যে তুমি বারবার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিলে যেন মার্কেট তোমার পক্ষে যায়। তুমি এটাই প্রতিজ্ঞা করেছিলে যে যদি একবার লস রিকভার হয়ে যায়, তুমি জীবনে আর কখনও এই ভুল করবে না, বেশি রিস্ক নিবে না এবং নিয়ম মেনেই ট্রেড করবে। কিন্তু যখনই তোমার লস রিকভার হয়ে গেল, তুমি আবার ভুলে গেলে, তোমার প্রতিজ্ঞাকে ভুলে গেলে এবং বারবারই সেই একই ভুল করলে। বারবার এরকম করার থেকে, নিয়ম মেনে চলা এবং বিষয়গুলো শিখে নেয়াই তোমার জন্য ভাল ছিল।
Professional Forex Trader: যদিও তুমি সব নিয়ম মেনে চল এবং সব বিষয়গুলো শিখে ফেলো, হয়তো তুমি কয়েক বছর ট্রেড করার অভিজ্ঞতা অর্জন করে ফেলবে, তবুও তোমার লস হতে পারে। কিন্তু এটা গ্রহনযোগ্য। তোমাকে বাঁচানোর জন্য স্টপ লস নামের একটি জিনিস রয়েছে। সবকিছুর মধ্যে এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। শুধু ফরেক্সে নয়, প্রকৃতিতেও নানা ধরনের স্টপ লস রয়েছে যা কিনা অনেকেরই চোখে পড়ছে না। তুমি যদি তোমার একটি মাত্র ভুলের জন্য তোমার অ্যাকাউন্টের সকল মানি নষ্ট করতে না চাও, তবে তোমাকে স্টপ লস ব্যবহার করতে হবে। স্টপ লসটি অবশ্যই গ্রহণযোগ্য হতে হবে এবং তোমাকে এটা নিশ্চিত করতে হবে যে তুমি সঠিক জায়গাতেই স্টপ লস ব্যবহার করছ। প্রাইস স্টপ লসের কাছে চলে আসলে বারবার তা পরিবর্তন করোনা।
Professional Forex Trader: সবশেষে, তুমি যদি ফরেক্স ট্রেডিং বা অন্য কোন ব্যবসা করে প্রফিট করতে সক্ষম হও, তবে তোমার আয় থেকে কিছু অংশ ভাল কাজে এবং গরিবদের কল্যাণে ব্যয় করো। যদিও তোমার ভুলের কারণে মার্কেট যদি তোমার বিপরীতে চলে যায়, সৃষ্টিকর্তা তা তোমার দিকে ঘুরিয়ে দিবেনা, কিন্তু তুমি যদি তোমার আয় থেকে গরিব এবং অসহায় মানুষদের সাহায্য কর, সৃষ্টিকর্তা তোমাকে একজন ভাল ফরেক্স ট্রেডার হতে সাহায্য করবে যে কিনা প্রয়োজনীয় বিষয়গুলো জানবে এবং প্রয়োজনে যথাসম্ভব নিয়মগুলো মেনে চলবে। যারা সৃষ্টিকর্তাকে ভুলে যায়না, সৃষ্টিকর্তা কখনই তাদের ভুলেনা, এবং সবসময় তাদেরকে সাহায্য করে, যারা সৃষ্টিকর্তার সন্তুস্টির জন্য অন্যদের সাহায্য করে। অন্যদের ভাল করার চেষ্টা করে এবং সৃষ্টিকর্তাও তোমার ভাল করবে। অন্যদের সাহায্য কর, এবং যখন তোমাকে সাহায্য করার মত কেউ থাকবে না, তখন সৃষ্টিকর্তা তোমাকে সাহায্য করার জন্য অবশ্যই থাকবে।
===================================
লেখকঃ তানভীর TM, এডিট : দুলাল।
কোন হেল্প লাগলে আমাকে ম্যাসেজ করতে পারেন। Fx Tania