আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আজকের আলোচনার বিষয় হচ্ছে lalpipra অ্যাপ থেকে কিভাবে ইনকাম করবেন।
আশা করি আল্লাহ তায়ালার রহমতে অনেক সবাই অনেক ভাল আছেন। income tunes এর অনলাইন ইনকাম রিলেটেড আরো একটি পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুব চমৎকার একটা অ্যাপ নিয়ে আলোচনা করব। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত পরেন তাহলে বুঝতে পারবেন কেন চমৎকার।
আজকে আমি আপনাদের সাথে যে অ্যাপ নিয়ে আলোচনা করগে যাচ্ছি তার নাম হচ্ছে lalpipra । অনেকে হয়তো এই অ্যাপের সাথে পরিচিত হতে পারেন কারন এটা অনেক আগে থেকে মার্কেট এ আছে। অ্যাপটা কয়েক বছর যাবৎ নিয়মিত পেমেন্ট দিয়ে যাচ্ছে।
অনলাইন ইনকাম রিলেটেড অ্যাপ গুলো সাধারণত বেশি দিন মার্কেট এবথাকে না। 10 থেকে 15 দিন সর্বোচ্চ 1/2 মাস থেকে বন্ধ হয়ে যায়। অনেক গুলো অ্যাপ আছে পেমেন্ট না দিয়ে অ্যাপ বন্ধ করে দেয়।কিন্তু কিছু কিছু অ্যাপ আছে যেগুলো অনেক দিন মার্কেটে থাকে এবং নিয়মিত পেমেন্ট করে। lalpipra তার মধ্যে অন্যতম একটা অ্যাপ।
অ্যাপ ডাউনলোড লিংকঃ- https://play.google.com/store/apps/details?id=com.lalpipra.www
আপনি প্লে স্টোরে লাল lalpipra লিখে সার্চ করলে অ্যাপ পেয়ে যাবেন। অথবা আপনি চাইলে উপরের লিংকে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। লিংক এ ক্লিক করলে আপনাকে প্লে স্টোর এ নিয়ে যাবে।
রেফার কোড:- 01874886553
অ্যাকাউন্ট করে এখানে খুব সহজ আপনারা সবাই খুব সহজে একাউন্ট করতে পারবেন। অ্যাকাউন্ট আছে শুধু একটা কথা বলবে আপনি যদি এখানে রেফার কোড দিয়ে একাউন্ট করে তাহলে 1 থেকে 2 টাকা বোনাস পেয়ে যাবেন। এখানে দেওয়ার যদি 123456 রেফার কোড হিসেবে ব্যবহার করেন তাহলে আপনি এক টাকাও বোনাস পাবেন না। এরপর আপনি রেফার কোড দিয়ে একাউন্ট করবেন কিংবা 12345 বিয়ে করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার।
১) আপনার উসারনেম
২) মোবাইল নাম্বার
৩) আপনার ইমেইল
৪) পাসওয়ার্ড ৮ সংখ্যায়
৫) রেফার কোড: 01874886553
সবগুলো ইনফরমেশন দিয়ে সাবমিট করার পর আপনার নাম্বার এ একটা otp কোড যাবে। ওটা অটো না আসলে লিখে দিবেন।তাহলেই আপনার একাউন্ট হয়ে যাবে।
আপনি এখানে অনেক রকম কাজ করে ইনকাম করতে পারবেন। প্রতি 24 ঘন্টা পর পর এখানে আপনি ডেলি চেক করে 25 পয়সা বোনাস নিতে পারবেন। এই অ্যাপ থেকে আপনি কি স্পিন করে ইনকাম করতে পারবেন। প্রতি ৫ মিনিট পর পর স্পিন করতে পারবেন। আপনি যদি সাথে সাথে স্পিন করতে চান একটা এড দেখতে হবে।
এড দেখে আপনি এই অ্যাপ থেকে ইনকাম করতে পারবেন । এখানে আপনি এড দেখে ইনকাম করার ৩ টি কাজ পাবেন। এছাড়া আপনি এই অ্যাপে থেকে কুইজ খেলে ইনকাম করতে পারবেন।কুইজ এ সঠিক উত্তর এর জন্য ৩ পয়সা করে পাবেন। আর ভুল উওর এর জন্য কোন টাকা পাবেন না। ৩০ টি কুইজ এর পর একটি বোনাস ক্লিক পাবেন।সেখানে থেকে ১ টাকা পাবেন।
এই সাইটে থেকে ইনকাম করার আরো কিছু পদ্ধতি রয়েছে। আপনি শুধু রেফার করে এখানে ভালো ইনকাম করতে পারবেন। রেফার করলে আপনি এবং আপনার রেফার মেম্বার ২ জন এর লাভ হবে।
পেমেন্ট এর কথা যদি বলতে চাই এখানে আপনি মাসিক পেমেন্ট পাবেন। তবে ভয় পাওয়ার কিছু নেই এই অ্যাপ অনেক বছর যাবত মার্কেটে আছে। আপনি এই অ্যাপ এ কাজ করলে হান্ডেট পার্সেন্ট পেমেন্ট পাবেন এই গ্যারান্টি আমি দিচ্ছি।
যেহেতু এখানে মাসিক পেমেন্ট দেওয়া হয় তাই আপনি এখানে সর্বনিম্ন ১০০ টাকা হলে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। আপনি ৩০ টাকা হলে মোবাইল রিচার্জ নিতে পারবেন। ৫০ টাকা হলে নগদ এ পেমেন্ট নিতে পারবেন।১০০ টাকা হলে রকেট এ পেমেন্ট নিতে পারবেন। এছাড়াও আপনি এখান থেকে আরও বেশি টাকা হলে বিকাশ এবং অন্যান্য পেমেন্ট মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
survey করে ইনকাম করুন। সেরা ইনকাম সাইট কোন ইনভেস্ট ছাড়া।
এখানে কাজ করার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এড দেখার সময় তারা নিচে একটা সময় দেবে আপনি এই সময় অপেক্ষা করতে হবে। আপনি যদি নিচের দেওয়ার সময় না শেষ হতেই কেটে দেন তাহলে আপনার একাউন্ট থেকে 25 পয়সার কেটে নেওয়া হবে। বোনাস ক্লিক বা এড ক্লিক করতে বলা হয় নি এমন এড এ ক্লিক করবেন না। অতিরিক্ত ভুল কাজ করলে আইডি ব্লক হতে পারে।
আশাকরি সবাই সবকিছু বুঝতে পারছেন। অনলাইনে আপনি যদি দীর্ঘদিন এক একটা কাজ করতে চান তাহলে আপনার জন্য এই অ্যাপটা আমি সাজেশন করব। ল ধন্যবাদ সবাইকে আজকের পোস্ট করার জন্য। ভালো থাকবেন সবাই। সবসময় income tumes এর সাথে থাকবেন। কথা হবে পরবর্তী পোস্টে। আল্লাহ হাফেজ।