চাকরি না freelancing ফ্রিল্যান্সিং? কোনটি সম্মানের?চাকরি অনেক সম্মানের & সহজ ও। সবার উচিত আগে চাকরি খোজা, না পেলে বা পাওয়ার পরে অফ টাইমে freelancing ফ্রিল্যান্সিং করা।” – ফ্রিল্যান্সিং এর নাম শুনলে আমাদের সমাজের কিছু মানুষের মন্তব্য অনেকটা এমন হয়ে থাকে।
তাদের উদ্যেশ্যেই আজ আমার এই লিখা।
ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আপনি freelancing ফ্রিল্যান্সিং কি বুঝেন? এটা একটা বিজনেস! কোন লোকাল বিজনেস না, বরং ইন্টারন্যাশনাল বিজনেস! ওয়ার্ল্ড ওয়াইড।
T-shirts টী-শার্ট বিক্রি করে আয় – টীস্প্রিং
আমাদের ক্লায়েন্ট কে জানেন? ইউ এস, অস্টেলিয়া, কানাডার মত দেশের রেপুটেটেড কোম্পানীর ম্যানেজার, সিইও, ডিরেক্টর এরা হল আমাদের কাস্টমার!
চাকুরী করে এদের সাথে কথা বলা তো দুরের কথা এদের নামও জীবনে জানতে পারবেন কিনা সন্দেহ আছে!
হ্যা এই এরাই আমাদের কাছে এসে লাইন ধরে, আমাদের থেকে সার্ভিস নেয়ার জন্যে! আমাদের সময়ের জন্য তারা বসে থাকে। কাজ শেষে ছোট খাট কোন চেঞ্জ লাগলেও তারা এর জন্য ক্ষমা চায়। এটাই আমাদের রেপুটেশন যে তারা এত বড় বড় মানুষ হয়েও আমাদের সম্মান করে।
বিদেশের কোম্পানিগুলোর বস, ম্যানেজারেরা এসে আমাদের সম্মান দিয়ে কথা বলে। এর থেকে সম্মানীয় আর কি হতে পারে? দেশের কথা বলবেন, মানুষ freelancing ফ্রিল্যান্সিং পেশাকে এতটা এর দাম দেয় না!
আরে ভাই যে সহজ ভাষায় না বুঝে তাকে মূল বিষয়টা বুঝিয়ে বলুন। তাকে freelancing ফ্রিল্যান্সিং এর ভাষায় না বলে বিজনেস এর ভাষায় বলুন। কারন সে তো ফ্রিল্যান্সার না, তাহলে freelancing ফ্রিল্যান্সিং এর ভাষা বুঝবে কি করে?
ওই উনাকেই যখন আপনি বলবেন যে দেশের বাইরে কোম্পানিদের সাথে আমি বিজনেস করি। আমি তাদের কোম্পানির জন্যে সার্ভিস দেই। তারা টাকা ট্রান্সফার করে দেশে পাঠিয়ে দেয়।
ব্যাস, দেখবেন উনিই তখন আপনার সঙ্গে সম্মানের সুরে কথা বলবে। কারন বিজনেস কি জিনিস এটা নিশ্চই কাউকে বুঝানোর কিছু নেই। আর দেশের বাইরে বিজনেস থাকা মানে রেপুটেশন নিয়ে কথা বলার প্রশ্নই আসে না।
কাজেই freelancing ফ্রিল্যান্সিং সম্পর্কে না জেনেই হুট করে কোন মন্তব্য করবেন না।
আপনাকে এইটাও বুজতে হবে সবার জন্য freelancing ফ্রীল্যানসিং না। তাহলে জেনে নিই কাদের জন্য এই পেশা ?
আপওয়ার্কে freelancing ফ্রিল্যান্সিং করবেন কিভাবে?
- -যাদের অতিরিক্ত লোভ নেই।
- – যারা কাজ শেখার ধৈর্য রাখে।
- – যারা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার মত কমিউনিকেশন জানে।
- – যারা শর্টকাটে টাকা আয় করতে চায় না।
- – যাদের জীবনে কিছু করার প্রবল ইচ্ছে আছে।
- – যারা সৎ পথে জীবিকা নির্বাহ করতে চায়।
- আপনি যদি বিশ্বাস করতে পারেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন।
- আপনি যদি নিজেকে সর্বদা আপডেট রাখতে পারেন।
- কখনো হাল ছাড়া যাবে না, এই ভাবে নিজেকে মানুষিক প্রস্তুতি রাখতে হবে।
ফরেক্স হেজিং নিশ্চিত লাভের সহজ উপায়
একজন freelancing ফ্রীলান্সার হিসেবে যেসকল জিনিস থাকা যাবে না :
– আপনি অধৈর্য হতে পারবেন না
– কখনোই লোভ করা যাবে না
– কাজ শিখার প্রবণতা ছাড়া যাবে না
– পরিবর্তনকে মেনে নিতে হবে।
ধন্যবাদ সবাইকে 🙂