১৫ এপ্রিল বাজারে আসছে কম দামি iPhone SE2(আইফোন ‘এসইটু’) করোনার এই মহাদুর্যোগকালেও নিজেদের শিডিউল মোতাবেক নতুন ফোন আনছে অ্যাপল। ১৫ এপ্রিল বাজারে আসছে আইফোন এসই টু। এটি অ্যাপলের সবচেয়ে ছোট ও সাশ্রয়ী দামের ফোন। ১৫ এপ্রিলের ইভেন্টে আইফোন এস টু ছাড়াও নতুন ম্যাকবুক বাজারে আনবে অ্যাপল।
স্মার্টফোনকে টিভির রিমোট (Smartphone TV Remote) বানিয়ে ফেলুন খুব সহজে।

iPhone এসই টু অ্যাপলের নবম আইফোন। এই ফোনটি নিয়ে আইফোনপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। কেননা, এটিই বাজারের সবচেয়ে কম দামি আইফোন।
PC থেকে Control করুন আপনার Android ফোন।Airdroid
এই বছরের শুরু থেকেই আইফোন এসই টু-এর স্পেসিফিকেশন বহুবার অনলাইনে প্রকাশ হয়েছে। এর আগে অ্যাপল আইফোন এসই বাজারে ছাড়ে। কম দামের কারণে ক্রেতারা এটি লুফে নেয়। এবার আসছে আইফোন এসই টু। ধারণা করা হচ্ছে নতুন এই ফোনের দামও ক্রেতাদের হাতের নাগালেই থাকবে।
মোবাইল ডাটা(Mobile Data) অন না হলে যা করবেন।( সকল সিমের জন্য)
অ্যাপল অ্যানিলিস্ট মি চি কু জানান, আইফোন এসই টু’র দাম হবে ৩৯৯ ডলার। এই একই দামে অ্যাপল বাজারে এনেছিল আইফোন এসই।
১০ থেকে ১৫ হাজারের মধ্যে সেরা কিছু(Best Smartphone) স্মার্টফোন
আইফোন এসই-এর মতোই দেখতে এসই টু। অনেকটা আইফোন এইটের মতোই হবে। এতে কোনো ফেস আইডি থাকছে না। সিলভার, গ্রে এবং গোল্ড এই তিনটি রঙে পাওয়া যাবে।
অ্যান্ড্রয়েডের সেরা Hacking Apps আর হয়ে যান pro হ্যাকার
ফোনটিতে এ১৩ বায়োনিক চিপ থাকছে। ৩ জিবি র্যাম এটি বাজারে আসছে। এর স্টোরেজ হবে ৬৪ জিবি এবং ১২৮ জিবি।
এতে ৪.৭ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করছে অ্যাপল।
Md Nazmul Islam
Asbe ki tar kono garanti nai
Tawhid
Thanks for Your Comment.
Ahasun ahamed Suage
Valo post
Tawhid
Thanks