সবাইকে Internet ইনকাম টিউনস এ স্বাগতম।
আপনি কি ব্রডব্যান্ড Internet ইন্টারনেট কানেকশন ব্যবহার করছেন? কিন্তু স্পীড খুবই কম? আর নয় চিন্তা, নিচের কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করেই বাড়িয়ে নিতে পারবেন ইন্টারনেট এর স্পীড।
উন্নতমানের ব্রডব্যান্ড Internet ইন্টারনেট কানেকশন থাকলেও বিভিন্ন কারণে তার গতি ধীর হয়ে যায়। বাধাপ্রাপ্ত হয় কাজ। এ জন্য রইলো ৫ টিপস –
মোবাইল (Mobile) ফোন সুরক্ষিত রাখার কিছু টিপস ।
১. ফ্রিকোয়েন্সি চেক করুন:
বর্তমান সময়ের ওয়াইফাই গুলো 2.4GHz এবং 5GHz ফ্রিকোয়েন্সি ব্যান্ডে চলে। 5GHz-এর ফ্রিকোয়েন্সি ব্যান্ডের রিচ কম হলেও কানেকশনে বাধা কম হয়। তবে 2.4GHz-এর কানেকশনে বাধা বেশি হয়। তাই রাউটারকে 5GHz-এ কনভার্ট করার চেষ্টা করুন।
২. রাউটারের অবস্থান:
রাউটারকে এমন জায়গায় রাখুন, যেখানে দেওয়ালের বাধা কম। সেন্ট্রাল পজিশন সব সময়ই ভালো হয়। মনে রাখবেন, রাউটারের আশপাশে মাইক্রোওয়েভ, ওয়ারলেস ক্যামেরা এবং কর্ডলেস টেলিফোন রাখবেন না- এতে সিগন্যালের ক্ষতি হয়।
৩. এক ব্যান্ডউইথে অনেক ডিভাইস কানেকশন নয়:
কাজের সময় অনলাইনে ভিডিও গেম খেলা বা ভিডিও না দেখার চেষ্টা করবেন। একই ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহার করে একাধিক ডিভাইস কানেক্ট করবেন না। এতে ইন্টারনেটের গতি কমে যাবে।
৪. হার্ডওয়ার আপগ্রেড করে দেখুন:
ইন্টারনেটের গতি বাড়াতে আপগ্রেডেড মডেলের রাউটার ব্যবহার করুন।
৫. রাউটার রিসেট করুন:
সমস্যা হলে নিয়মিত রাউটার রিসেট করুন। ওয়ারলেস রাউটারের জন্য DD-WRT লিনাক্স ভিত্তিক ফার্মওয়ার ব্যবহার করতে পারেন।
আশা করি আপনাদের সমস্যা থেকে পরিত্রান পাবেন। আরও ভালো ভালো টিপস পেতে ইনকাম টিউনস এর সাথেই থাকুন।
আরও পড়ুন>>>
কিভাবে Notepad এর সাহায্যে Simple একটি apps তৈরি করবেন ।
Jowel Das Provas
Visitor Rating: 5 Stars
Niramay Kanjilal
Thanks Vai. Button Phoner Spped Baranor Upai Janli Bolen.
Tumpa Das
Visitor Rating: 5 Stars