InstaForex অনেক পুরাতন একটা ফরেক্স ব্রোকার। সম্ভবত ইনস্টাফরেক্সই বাংলাদেশে প্রথম ফরেক্স ব্রোকার হিসেবে আগমন করে। এই ব্রোকারের বেশ কিছু সুবিধা ও কিছু অসুবিধা আছে।
সুবিধাসমূহ:
- মিনি লট ব্রোকার হওযার কারনে ছোট ইনভেস্টমেন্ট দিয়ে কম রিস্কে ট্রেড করা যায়। ফলে নতুনদের জন্য এই ব্রোকার সুবিধাজনক।
- ৩০% বোনাস পাওয়া যায়। যে বোনাস দিয়ে ট্রেড করা যায়।
- প্রফিট উইথড্র করলে বোনাস কেটে নেয়না।
- ওয়ালেট সিস্টেম আছে। প্রফিট ওয়ালেটে উঠিয়ে রাখা যায়।
- মাত্র এক ডলার ডিপোজিট করা যায়।
- পেমেন্ট মেথড: Neteller, Skrill, Payza, Bitcoin, Bank Transfer, Visa, Mastercard
অসুবিধা সমুহ:
- ট্রাস্ট রেটিং কম।
- বেশি পরিমান প্রফিট করলে অনেক সময় উইথড্র দিতে ঝামেলা করে এমন রিপোর্ট পাওয়া গেছে।
- ২০১৩ সালে লিবার্টি রিজার্ভ বন্ধ হওয়ার পর, যারা লিবার্টি রিজার্ভ দিয়ে ডিপোজিট দিয়েছিল তাদের পেমেন্ট উইথড্র অর্থেক করে দেয় এবং প্রায় ৬ মাসেরও বেশি সময় উইথড্র বন্ধ রাখে। তখন যে ইনস্টাফরেক্সের জনপ্রিয়তার ধ্বস নামে সেটা আর কোন দিন ফেরানো যায়নি।
Open a InstaForex Trading Account
ইনস্টাফরেক্সে নানা রকম ডিপোজিট বোনাস রয়েছে ৩০%, ৫৫%, ১০০%, ২৫০% ইত্যাদি। তার মধ্যে ৩০% ডিপোজিট বোনাসটাই ঝামেলাবিহীন এবং সহজ। অন্য বোনাসগুলো না নেওয়াটাই ভাল।
Ahasun ahamed Suage
Valo post
Farhan Shuaib
Nice post
মুহাম্মাদ রকিবুল ইসলাম
Visitor Rating: 5 Stars