IC Markets খুব অল্প সময়ে ট্রেডারদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
IC Markets
প্রতিষ্ঠার সাল: 2007
ব্রোকারের ধরণ: ECN
রেগুলেশন: ASIC
হেডকোয়ার্টার: Kent Street, Sydney NSW, Australia
Min Deposit : $200
Minimum Lot : 0.01 লট
Leverage : 1:500
Spread : 0 পিপ থেকে শুরু
IC Markets ব্রোকারের সারসংক্ষেপ | |
সর্বোচ্চ লিভারেজ | 1:500 |
ট্রেডিং ইন্সট্রুমেন্ট | কারেন্সি, মেটাল, তেল, স্টক, ইক্যুইটি, ইন্ডিসিস, গোল্ড |
ট্রেডিং প্ল্যাটফর্ম | MT4, MT5 (PC/Laptop), Android, IOS, cTrader |
একাউন্ট এর ধরণ | Islamic, Standard, ECN |
একাউন্ট কারেন্সি | USD, EUR, GBP, AUD |
পেমেন্ট সিস্টেম | ক্রেডিট কার্ড, নেটেলার, স্ক্রিল, ব্যাংক ট্র্যান্সফার, ওয়েব মানি, একাউন্ট ট্র্যান্সফার |
কমিশন | স্প্রেড ছাড়া আর ভিন্ন কোনও কমিশন কিংবা চার্জ নেই। |
লট সাইজ | স্ট্যান্ডার্ড |
সর্বনিম্ন ডিপোজিট | $200 |
ইসলামিক একাউন্ট | √ |
স্কাল্পিং ট্রেডিং | √ |
PAMM বিনিয়োগ | √ |

কোম্পানি সম্পর্কে:
IC Markets প্রতিষ্ঠিত হয় 2007 সালে এবং 2008 সাল থেকে এটা অনলাইনে ট্রেডিং সেবা প্রদান করে আসছে। নতুন ট্রেডার থেকে শুরু করে অভিজ্ঞ ট্রেডার সবাইকেই এই ব্রোকার ট্রেডিং সেবা প্রদান করে। এই ব্রোকারের কার্যক্রম পর্যবেক্ষণ করে অস্ট্রেলিয়ান সিকিউরিটিস অ্যান্ড ইনভেস্টমেন্টস কমিশন।
আইসি মার্কেট এর সাথে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে 50 টি ব্যাংক ও তারল্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে। এ কারণে এই ব্রোকার অল্প স্প্রেড গ্রহণ করতে পারে। এই ব্রোকারের ট্রেডিং কার্যক্রম পরিচালিত হয় মেটাট্রেডার 4, cTrader, মাল্টি অ্যাকাউন্ট ম্যানেজার, এবং FIX API এর মাধ্যমে। এখানে 79 টি কারেন্সি পেয়ার, মেটাল এবং সিএফডি সহজলভ্য। ব্রোকারের অন্যান্য সুবিধাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ফ্রি ফরেক্স ট্রেইনিং, ভিপিএস হোস্টিং এবং ট্রেডিং অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলনের জন্য ব্যাপক পরিমাণ পেমেন্ট সিস্টেম।
অর্থের নিরাপত্তার দিক থেকে বিবেচনা করলে IC Markets এর গ্রাহকগণ সবসময়ই নিরাপদ, কারণ ট্রেডারদের তহবিল জমা হয় অস্ট্রেলিয়ান ওয়েস্টপ্যাক ব্যাংক এবং ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংক (NAB) এর সেগরিগেটেড অ্যাকাউন্টে। যেসব ট্রেডারের IC Markets কোম্পানির মাধ্যমে ট্রেডিং করার অভিজ্ঞতা রয়েছে, তারা এই পেইজে মন্তব্য করতে পারেন।
আই সি মার্কেটে একাউন্ট খুলতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন
Open a IC Markets Real Account
উত্তর – বিভিন্ন ধরনের ফরেক্স ব্রোকারের মধ্যে IC Markets একটি অন্যতম নাম। আমাদের দেশে এর পরিচিতি খুব বেশী না হলেও বর্তমানে এর নির্ভরযোগ্যতা দিন দিন বাড়ছে। এর জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ হচ্ছে, স্প্রেড অনেক কম। অর্থাৎ, অন্যান্য ব্রোকারে যেখানে স্প্রেড এর পরিমাণ অনেকবেশী সেখানে এই ব্রোকারে স্প্রেড এর পরিমাণ একটু বেশীই কম।
প্রশ্ন – এই ব্রোকারে কেন ট্রেড করবেন?
উত্তর – যারা স্কাল্পিং ট্রেড করতে পছন্দ করেন তাদের জন্য এই ব্রোকার এক কথায় BEST । স্কাল্পিং ট্রেড করার জন্য কম স্প্রেড এর ব্রোকার খুঁজে নেয়া খুব বেশী পরিমাণ আবশ্যিক। আই সি মার্কেট ব্রোকার এর স্প্রেড শুরু হয়, 0.0 থেকে যা একাউন্ট এর ধরন অনুযায়ী 12 পিপ্স পর্যন্ত হয়ে থাকে। আপনি যদি ছোট সময়ের ট্রেড করতে পছন্দ করেন তাহলে IC Markets এর থেকে কম স্প্রেড এর ব্রোকার খুঁজে পাওয়া দুস্কর।
প্রশ্ন – ট্রেডিং একাউন্ট খুলবো কি করে?
উত্তর – IC Markets ব্রোকারে রিয়েল ট্রেডিং একাউন্ট খোলার জন্য অনুগ্রহ করে ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন – www.icmarkets.com । এখানে ক্লিক করুন এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন। তাহলেই নিজেই একটি রিয়েল ট্রেডিং একাউন্ট খুলে নিতে পারবেন।
প্রশ্ন – একাউন্ট ভেরিফাই করতে কি লাগবে?
উত্তর – একাউন্ট ভেরিফিকেশন করার জন্য আপনার NID/ Passport কিংবা Driving License এবং ঠিকানা ভেরিফাই করার জন্য আপনার নামে রয়েছে এমন একটি Bank Statement এর কপি লাগবে। সম্পূর্ণ ভেরিফিকেশনের নিয়মটি জানতে অনুগ্রহ করে এই লিংক ক্লিক করুন – একাউন্ট ভেরিফিকেশন ।
প্রশ্ন – একাউন্টে কিভাবে ফান্ড ডিপোজিট এবং উত্তোলন করবো?
উত্তর – ফান্ড ডিপোজিট করার সবচেয়ে আদর্শ মাধ্যম হচ্ছে Neteller কিংবা Skrill । এই দুইটি মাধ্যমে খুব সহজেই আপনি ফান্ড ট্র্যান্সফার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে ক্রেডিট কার্ড কিংবা একাউন্ট ট্র্যান্সফার করার মাধ্যমেও ফান্ড ডিপোজিট এবং উত্তোলন করতে পারবেন। তবে আমাদের পরামর্শ অনুযায়ী, বাংলাদেশ থেকে ব্রোকারে ফান্ড ডিপোজিট এবং উত্তোলন করার জন্য আদর্শ মাধ্যম হচ্ছে নেটেলার এবং স্ক্রিল।
প্রশ্ন – সর্বনিম্ন কি পরিমাণ ফান্ড ডিপোজিট এবং উত্তোলন করা যাবে?
উত্তর – আপনার সুবিধামতন যেকোনো পরিমাণ এমাউন্ট ডিপোজিট করার সুবিধা পাবেন তবে এই ব্রোকারে ট্রেড শুরু করার জন্য সর্বনিম্ন $200 সমপরিমাণ ফান্ড ডিপোজিট করতে পারবেন এবং উত্তোলন করার জন্য সর্বনিম্ন $1 পরিমাণ প্রযোজ্য হবে। ফান্ড উত্তোলন করার জন্য এই ব্রোকার ২৪ ঘন্টার বেশী সময় নেয় না।
প্রশ্ন – এই ব্রোকার কি রেগুলেটেড?
উত্তর – IC Markets ব্রোকার ASIC (Australian Securities and Investments Commission) লাইসেন্স নাম্বার : 335692 দ্বারা নিবন্ধিত। সুতরাং, আপনি নির্ভয়ে এই ব্রোকারে ট্রেড করতে পারেন।
Ahasun ahamed Suage
Valo post
Md Nazmul Islam
IC Market Good Site
মুহাম্মাদ রকিবুল ইসলাম
Visitor Rating: 5 Stars