হুয়াওয়ে পি২০ লাইট (২০১৯) ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। ফোনটিতে পাঞ্চ হোল ডিসপ্লে, চারটি ক্যামেরা ও কিরিন ৭১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে । সম্প্রতি সুইৎজারল্যান্ডের এক রিটেল ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছিল।
অনলাইন স্টোরে দেখা গিয়েছে হুয়াওয়ে পি২০ লাইট ২০১৯ ফোনে থাকবে একটি ৬.৪ ইঞ্চি এফএইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। ডিসপ্লেতে থাকছে হোল পাঞ্চ প্রযুক্তি। সেখানে থাকবে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
এর সাথেই হুয়াওয়ে পি২০ লাইট ২০১৯ ফোনে থাকছে কিরিন ৭১০ চিপসেট, ৪জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজ। এই ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় থাকছে একটি ১৬ মেগাপিক্সেল সেন্সার। সাথে থাকছে ৮ মেগাপিক্সেল আর দুটি ২ মেগাপিক্সেল সেন্সর।
হুয়াওয়ে পি২০ লাইট ২০১৯ ফোনে অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির EMUI 9 স্কিন ছলবে। ফোনের ভিতরে থাকছে একটি ৪ হাজার এমএএইচ ব্যাটারি। ফোনের পিছনে থাওছে ক্যাপাসিটিভ ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
Jowel Das Provas
Visitor Rating: 5 Stars