আমাদের চোখের সামনে যে হরেক রকমের ওয়েব পেইজ, তা মূলত HTML,CSS,JAVAScript এর জাদুতে করা। একজন ভালো ওয়েব ডিজাইনার হওয়ার জন্য আপনাকে অবশ্যই HTML এ দক্ষ হতে হবে।

আপনাদের জন্য এমন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি, যা ফলো করলে আপনি HTML এ দক্ষ হয়ে উঠবেন ইনশাআল্লাহ।
এ পর্বে আলোচনা করবো HTML এর পরিচিতি এবং কিভাবে মোবাইল ও কম্পিউটারে HTML রান করাবেন। তো দেরী না করে চলুন শুরু করি।
HTML কি?
HTML এর পূর্ণরূপ হচ্ছে Hypertext Markup Language. এটি দ্বারা ওয়েব পেইজ তৈরী করা হয়। শুধু HTML নয়, ওয়েবপেইজ তৈরী করতে CSS,JS সকল ভাষাই ব্যবহৃত হয়। সোজা বাংলায় বলতে গেলে HTML দ্বারা একটি দালান এর কাঠামো তৈরী করবেন আর CSS, JS দ্বারা ঐ দালানের দরজা,জানলা, রঙ ইত্যাদি দিয়ে সুসজ্জিত করবেন।

HTML এর ভার্সন সমূহঃ
HTML এর প্রচলিত ভার্সন হলো XHTML (Extensible Hypertext Markup Language) এবং সর্বশেষ ভার্সন হলো HTML5. HTML5 মূলত XHTML ই ,তবে এখানে নতুন নতুন অনেক ট্যাগ এবং নিয়ম যুক্ত হয়েছে। কাজেই HTML5 শিখলেই আগের ভার্সনগুলো শিখা হয়ে যাবে।

HTML এর সুবিধাঃ
১। ওয়েব পেইজের ট্যামপ্লেট তৈরী করা যায়।
২। ওয়েব ফর্ম তৈরী করা যায়।
৩। থার্ড পার্টি এপস ছাড়া ওয়েবপেইজে ভিডিও ও অডিও যোগ করা যায়।
৪। বিভিন্ন ধরণের ফরম্যাটিং করা যায়
৫। ক্যানভাস ফিচারের সাহায্যে আকর্ষনীয় 2D ড্রয়িং করা যায়। ইত্যাদি
কিভাবে কম্পিউটারে HTML করবো?
যেকোন ধরনের টেক্সট এডিটর (উইন্ডস এর জন্য নোটপ্যাড) ব্যবহার করে ওয়েবপেইজের জন্য নিয়ম মাফিক HTML ফাইল তৈরী করা যায়। এক্ষেত্রে ফাইলের এচটেনশন পরিবর্তন করে .html বা .htm করতে হবে। এক্সটেনশন দেয়া খুবই গুরুত্বপূর্ণ। এরপর উক্ত ফাইলে প্রয়োজনমত কোড লিখে ব্রাউজারে রান করাতে হবে।
কিভাবে মোবাইলে HTML করবো?
যাদের হাতে স্মার্টফোন আছে, তাদের জন্য প্লে স্টোরে অনেকগুলো এপস আছে, যেগুলোতে আপনি সহজের HTML করতে পারবেন। তবে “HTML Editor” এর এপসটি আমার কাছে ব্যবহারে সহজ এবং ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে।
ডাউনলোড লিংকঃ HTML Editor
আজ এ পর্যন্তই। আগামী পর্বে আসবো আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে। মনে রাখবেন “Talent knows no bound”
Ahasun ahamed Suage
Valo pst
Jahid Al Azom
waiting for next part
Mohammad
শিক্ষা মূলক পোষ্ট করার জন্য ধন্যবাদ
Mohammad
২য় পর্বের অপেক্ষায় থাকলাম
Tawhid
Visitor Rating: 5 Stars
Tawhid
We are waiting for second part.
Md Nazmul Islam
Code Blocks Apps Diye Ki HTML Kora Jai?
Jowel Das Provas
Very usefull post. Many many thanks for this post