গুগল Google Adsense এডসেন্স কিভাবে কাজ করে? কিভাবে আপনিও হাজার হাজার টাকা ইনকাম করবেন।
আসসালামুআলাইকু
বন্ধুরা চলে এলাম তোমাদের মাঝে আর একটা নতুন পোস্ট নিয়ে এখন আমি পোস্ট একটু কম লিখছি আমি আশা করছি ভবিষ্যতে তোমাদের মাঝে আরও নতুন এবং বেশি বেশি ইন্টারেস্টিং পোস্ট নিয়ে কথা বলতে পারব তো সেই জন্য অবশ্যই আমার জন্য দোয়া করো
তো আজকের এই পোস্টটিতে তোমাদের মাঝে গুগল Google Adsense এডসেন্স নিয়ে কথা বলব গুগল অ্যাডসেন্স নিয়ে যত ভুল ধারণা রয়েছে সমস্ত কিছু আজকে ঠিক করার চেষ্টা করব গুগল এডসেন্স সম্পর্কে জানতে হলে অবশ্যই পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়তে হবে চলার কথা না বাড়িয়ে আজকের মূল পোস্টটি শুরু করা যাক
প্রথমে আমি বলতে চাই গুগোল অ্যাডসেন্স আসলে কি।
তখন তো অনেকে হয়তো জানো না আবার অনেকেই জানে গুগল Google Adsense অ্যাডসেন্স হলো তুমি তোমার ওয়েবসাইট ইউটিউব ভিডিও ফেসবুক ভিডিও বিভিন্ন উপায় গুগল এডসেন্সের মাধ্যমে এগুলোতে অ্যাড বসাতে পারো এবং এয়ারটেল উপর যে ভিসিটর বা ভিউয়ারস রা ক্লিক করবে সেই ক্লিকের মাধ্যমে সেখান থেকে টাকা উপার্জন হয় এটাই হল গুগল এডসেন্স এর কাজ।
এবার online অনলাইন থেকে আয় হবেই।
দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হল কি কি কারনে গুগল এডসেন্স বন্ধ হয়ে যায়।
প্রথমে আমি বলে দিচ্ছি যখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হয় তখন আপনি যেই নাম দিয়ে একাউন্ট খুলবেন এবং আপনার যে ঠিকানা দিয়ে একাউন্ট খোলা হবে তা যদি আপনি কোন ভাবে চেঞ্জ করতে চান তাহলে আপনার গুগল Google Adsense এডসেন্স টি বন্ধ হয়ে যাবে
শুধু তাই নয় আপনার গুগল Google Adsense এডসেন্স একাউন্টের ইনভেলিড ক্লিক যদি হয় তাহলে আপনার এডসেন্স ডিজেবল হয়ে যাবে এডসেন্স সম্পর্কে আপনার ধারণা তখনই বেশি হবে যখন আপনি এডসেন্স নিয়ে কাজ করবেন এবং এডসেন্স থেকে টাকা উঠাবেন।
Freelancing ফ্রিল্যান্সিং এ সফল না হওয়ার 5 টি কারণসমূহ।
কিভাবে গুগল এডসেন্স থেকে টাকা উঠাতে হয়।
গুগল Google Adsense এডসেন্স থেকে টাকা উঠাতে গেলে প্রথমে আপনার যেই নামে গুগোল অ্যাডসেন্সে খোলা রয়েছে ঠিক সেই নামে একটা ব্যাংক একাউন্ট খুলতে হবে আপনারা জানেন আমাদের বাংলাদেশ ব্যাংক গুলো ইন্টারন্যাশনাল ব্যাংক নয় তাই এই ব্যাংক খোলা সরাসরি কোন দেশ থেকে পেমেন্ট গ্রহণ করে না
তাই কোন সাইটের মাধ্যমে এবং গুগল Google Adsense এডসেন্স থেকে সরাসরি ট্রান্সফার হয়ে আমাদের ব্যাংক একাউন্টে চলে আসে এবং ফাইবার যেটা রয়েছে সেখান থেকেও আমাদের বাংলাদেশ ইয়ং জেনারেশন মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তারাও কিন্তু সাইটে গিয়ে একাউন্ট খুলে সেখান থেকে ব্যাংক একাউন্ট যুক্ত করে ফাইবার থেকে টাকা উঠাচ্ছে তার নাম আমার এখন মনে পড়ছে না সেজন্য দুঃখিত
আপনি যখন গুগোল Google Adsense অ্যাডসেন্সে আপনার ব্যাংক একাউন্ট যুক্ত করবেন তখন এক মাস 15 দিন পরে আপনার অ্যাকাউন্টে সরাসরি ডলার পাঠিয়ে দেওয়া হবে এবং আপনি ব্যাংকে গিয়ে আপনার ডলার উঠাতে পারবেন আমাদের বাংলাদেশ থেকে এই একটা মাধ্যম এই গুগল এডসেন্স থেকে টাকা উঠানো যায়।
গুগল Google Adsense এডসেন্স কিভাবে ভেরিফিকেশন করতে হয়।
গুগল এডসেন্স ভেরিফিকেশন করার জন্য আপনাকে যখন গুগল এডসেন্স খোলার জন্য মেইল পাঠাবে তখন আপনি যে ঠিকানা দিয়ে আপনার গুগল Google Adsense এডসেন্স ঠিক করবেন তখন আপনার একাউন্টে 10 ডলার হয়ে যাওয়ার পর আপনার পোস্ট অফিসে একটা পিক পাঠানো হবে তখন আপনি সেই পিন্টাক নিবেন আপনার গুগোল অ্যাকাউন্ট সাইন আপ করবেন
তারপর সেখানে একশন নামে একটা অপশন থাকবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পিনকি দিবেন এবং ভেরিফিকেশন করে নিবেন এবং অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়েও এখানে সাবমিট করতে হবে আপনি যদি না বুঝেন তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে পারেন।
ঘরে বসেই স্বল্প সময়ে অধিক আয় !!!
তো বন্ধুরা আজকের পোস্টে এ পর্যন্তই আমিও তেমন গুগল Google Adsense এডসেন্স সম্পর্কে তেমন ধারণা রাখি না কারণ আমিও এখনো কোন গুগল এডসেন্স এ কাজ করতে পারিনি কারণ আমার চ্যানেল মনিটাইজেশন চালু হয়নি আশা করছি খুব শীঘ্রই চালু হয়ে যাবে তখন
আমি আপনাদেরকে আরও ভালোভাবে বোঝাতে পারবো তাই পোস্টটিতে কোন ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন করোনা ভাইরাস থেকে ভালো থাকতে হলে অবশ্যই ঘরেই থাকুন জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে পোস্টটি পড়ার জন্য।
Jowel Das Provas
Valo Likhechen, kichu akorshonio title er post likhun jegulo manus dekhlei porte chaibe