সুপ্রিয় পাঠক আপনাকে অনলাইন ভুবনের অত্যান্ত বিশ্বস্থ ও নির্ভরযোগ্য সাইট ইনকাম টিউনসে স্বাগতম। এই পোস্টটির মাধ্যমে আমরা WordPress হোস্টিং সাইট হ্যাকিং হওয়া থেকে কিভাবে বাঁচা যায় সেই সম্পর্কে জানব।
গুরুত্বপূর্ণ এই পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য অগ্রিম ধন্যবাদ।
১। লগ-ইন লিমিট রাখাঃ
হ্যাকারদের একটা প্রিয় হ্যাকিং সিস্টেম হচ্ছে Brute Force। হ্যাকার রা Brute Force হ্যাকিং এর মাধ্যমে তারা বহু সংখ্যাক সাইট হ্যাক করে থাকে।তাই আমাদের উচিত সাইটে লগ-ইন লিমিট রাখা। যদি আমরা না রাখি তাহলে আমাদের সাইট হ্যাকার দের কবলে পরতে পারে।
২। লগইন পেইজ URL সেট করাঃ
সাধারণত বেশিরভাগ ওয়ার্ডপ্রেস লগইন পেইজে ডোমেইন নামের শেষে wp-login.php বা wp-admin যোগ করা হয়ে থাকে। তাই URL কাস্টমাইজ করে পরিবর্তন করে নেয়া উচিত। কারণ এখানে ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটের ব্যাক এন্ড এ অ্যাক্সেস করা হয় বলে হ্যাকাররা ব্রূট ফোর্স অ্যাটাক এখান থেকেই করে থাকে।
Facebook বা সোশ্যাল মিডিয়ায় চ্যাটিংয়ের সময় সতর্ক থাকুন
৩। অপ্রয়োজনীয় তথ্য লুকিয়ে রাখাঃ
ভিজিটরের প্রয়োজন নেই এমন তথ্য লুকিয়ে রাখা ভাল।এতে করে হ্যাকাররা কোন নির্ধারিত ভার্সন অনুযায়ী সফটওয়্যার ব্যাবহার করে আপনার সাইটকে হ্যাক করে নিতে পারবে না। এবং আপনার সাইটটি নিরাপদ থাকবে।
৪। ডিফল্ট ইউজারনেম এডমিনের নাম পরিবর্তনঃ
ডিফল্ট ইউজারনেম এডমিনের নাম পরিবর্তন করে নিজের ইচ্ছা মত নাম দেয়া। তা নাহলে হ্যাকাররা বিভিন্ন সফটওয়্যার ব্যাবহার করে লগ-ইন এটেম্প চালিয়ে সহজেই আপনার সাইটকে হ্যাক করে নিতে পারবে।
৫। লগইন ইউজার এর পরিবর্তে ইমেইল ব্যবহার করাঃ
ওয়ার্ডপ্রেস WordPress ডিফল্টভাবে লগইন করতে আমরা সাধারণত ইউজার নেইম ব্যবহার করে থাকি। এ ক্ষেত্রে ইউজার নেইম এর পরিবর্তে ইমেইল আইডি ব্যবহার করে আমরা আমাদের সাইটকে আরো নিরাপদ করতে পারি। কেননা যে কোন ইউজারনেইম খুব সহজেই ট্রেস করা যায় কিন্তু ইমেইল আইডি সহজে ট্রেস করা যায় না। এক্ষেত্রে আমরা WP Email Login এই প্লাগইনটি ব্যবহার করে এই সুবিধাটি নিতে পারি। WP Email Login প্লাগইনটি ব্যবহার করলে আমাদের সাইটটি আরো নিরাপত্তার মধ্যে থাকবে।
৬। টু-স্টেপ ভেরিফিপেকশন ব্যবহার করাঃ
লগইন পেইজে টু-স্টেপ ভেরিফিপেকশন রাখা আরেকটি ভাল নিরাপত্তা ব্যবস্থা।এইটি করে রাখলে আমাদের সাইটি রাখা আরেকটি ভাল নিরাপত্তা ব্যবস্থার ভিতরে থাকবে।
আরও ভালো ভালো টিপস জানতে ইনকাম টিউনসের সাথেই থাকুন।
আরও জানুন>>>
Shared Hosting(শেয়ার্ড হোস্টিং)কি? শেয়ার্ড হোস্টিং সুবিধা অসুবিধা সমূহ-
Jowel Das Provas
Visitor Rating: 5 Stars
SAIF Ahmed
nice post