ছবি তুলে আয় করার জন্যে কিছু বিষয় জানা আবশ্যক। ছবি তোলা আমাদের প্রায় সবার এক ধরনের শখ। কোথাও ঘুরতে গেলে ক্যামেরা না নিয়ে গেলে তো চলেই না। অনেকে আবার তাদের বিশেষ মুহূর্তকে ধরে রাখার জন্য ক্যামেরা বন্দি রাখে। আবার কেউ প্রকিতির অপরূপ সৌন্দর্যকে সবার কাছে প্রকাশের জন্য তা ফ্রেম বন্দি করে।
যে কারণেই ছবি তুলুন না কেন, আপনি যদি ভালো মানের ছবি তুলতে পারেন, তাহলে আপনার তোলা এই ছবি সেল করে আয় করতে পারেন ভালো অংকের টাকা। আপনি জেনে আনন্দিত হবেন যে, ছবি বিক্রি করে আয় করার অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে আপনি রেজিস্ট্রেশন করে ছবি সেল করতে পারবেন।
অনেকই ভাবছেন যে আমার তো ভাল DSLR বা দামি কোন ক্যামেরা নেই, তাহলে আমি কি ইনকাম করতে পারবো? হ্যাঁ, আপনিও পারবেন। আসলে এমন নয় যে ভালো ক্যামেরা না থাকলে আপনি ইনকাম করতে পারবেন না। ইনকাম করতে হলে ভালো ছবির প্রয়াজন, ভালো DSLR বা দামি ক্যামেরার না। আপনার স্মার্ট ফোন এর ক্যামেরার তোলা ছবি সেল করেই আপনি আয় করতে পারেন।
এমনকি, আপনার স্মার্টফোনে ক্যামেরায় তোলা ছবিই সেল করতে পারবেন। তার মানে এই না যে আপনি যে কোন ছবিই সেল করতে পারবেন। ছবি সেল করে আয় করতে হলে আপনার ছবির কোয়ালিটির দিতে মনোযোগ দিতে হবে এবং ছবি ভালো রেজুলেশনের হতে হবে। যাই হোক, ছবি তুলে আয় করতে হলে আপনাকে যে-সব বিষয় জানতে হবে, সেগুলো জেনে নিন।
কিভাবে ছবি তুলে আয় করবেন?
- উপরে ছবি বিক্রি করে আয় করার যে ১০টি ওয়েবসাইটের লিংক দেয়া হয়েছে, সেগুলোতে অ্যাকাউন্ট খুলুন। এছাড়া, নিচে আরো ৩টি ওয়েবসাইটের লিংক দেয়া হয়েছে, সেগুলোতেও অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে, একই ওয়েবসাইটে একাধিক অ্যাকাউন্ট খুলবেন না। আর একই ছবি একাধিক ওয়েবসাইটে সাবমিট করবেন না। যে সাইটগুলো এটা সাপোর্ট করে, সেগুলোর ক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু যে সাইটগুলো সাপোর্ট কর না, সেগুলো আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করতে পারে।
- অ্যাকাউন্ট খোলার পর ওয়েবসাইটে আপনার তোলা ছবি সাবমিট করুন।
কি ধরনের ছবি সাবমিট করবেন?
- JPEG, TIFF, RAW ফরমেটের ছবি সাবমিট করতে পারবে্ন।
- অন্য কারো ছবি ডাউনলোড করে সাবমিট করতে পারবেন না।
- ইমেজ রেজুলেশন মিনিমাম ১৯২০ x ১০৮০ হতে হবে। (এটা ওয়েবসাইট অনুসারে ভিন্ন হতে পারে)
- ইমেজ কোয়ালিটি ভালো হতে হবে অর্থাৎ ইমেজ এ দাগ, নয়েস থাকলে হবে না।
আপনি যদি ওয়েবসাইট এর সকল শর্ত মেনে ছবি সাবমিট করেন, তাহলে আপনার ছবি সেল করে আয় করতে পারবেন।
কে আপনাকে টাকা দিবে?
টাকা দেবে ওইসব ওয়েবসাইট যেগুলোতে আপনার ছবি বিক্রি করবে। যেহেতু আমরা ছবি সেল বা বিক্রির কথা বলছি, তার মানে যে আপনার ছবি ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে তার কাছ থেকে ওয়েবসাইট টাকা নেবে আর তার একটা অংশ আপনাকে দেবে।
আমার ছবি সেল করে ওয়েবসাইটগুলোর লাভ কি?
আপনার ছবি সেল করে ওয়েবসাইটগুলো একাকাধিকভাবে লাভবান হয়। প্রধান লাভ হচ্ছে ছবি বিক্রির টাকা। অর্থাৎ, তাদের ওয়েবসাইটের মাধ্যমে তারা আপনার ছবি বিক্রি করে আর যারা কেনে তাদের কাছ থেকে টাকা পেয়ে লাভবান হয়। আপনার ছবি যে পরিমান টাকা দিয়া কেনা হয়, তার ১০%, ২০%, অথবা ৩০% ওয়েবসাইটগুলো কেটে নেয়, বাকীটা আপনাকে দেয়। এছাড়া, গুগল অ্যাডসেন্স এর মাধ্যমেও তারা আয় করে থাকে।
কি পরিমান টাকা আয় করতে পারবেন?
আপনার ছবির যদি কোয়ালিটি ভাল হয় এবং যদি আপনি নিয়মিত এইসব সাইটে ছবি আপলোড করতে থাকেন, তাহলে মাসে ১০০ থেকে ৫০০ ডলার আয় করতে পারবেন। তবে, ভিন্ন ভিন্ন ওয়েবসাইট এর জন্য এটা ভিন্ন হতে পারে। নিচে ওয়েবসাইটগুলোর সাথে টাকার পরিমান উল্লেখ করা আছে। কোন কোন ওয়েবসাইটে তো আপনার ছবির দাম আপনি নিজেই ধার্য্য করে দিতে পারবেন এবং প্রতি ডাউনলোডে ঐ পরিমান টাকা পাবেন। তবে ওয়েবসাইট কিছু চার্জ কেটে নিবে।
কিভাবে টাকা হাতে পাবেন?
বিভিন্ন অনলাইন অ্যাকাউন্ট এর মাধ্যমে আপনার টাকা হাতে পাবেন। প্রায় সব ওয়েবসাইট থেকেই Paypal Payoneer ও Skrill মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
ছবি সেল করে আয় করার আরো কিছু ওয়েবসাইট-
১. 500px – Discover and share the world’s best photos
ইমেজ শেয়ারের অনেক বড় একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ৫ মিলিয়নেরও বেশি ইউজার আছে।
- ছবির দাম নিজে সেট করতে হবে।
- পেমেন্ট মেথডঃ Paypal
- মিনিমাম পে-আউটঃ 30$
২। Shutterstock Stock Images
বর্তমানে ইমেজ শেয়ারিং এর অনেক জনপ্রিয় একটি প্লাটফর্ম। অনেকে তাদের সেরা ইমেজ শেয়ার করে এখান থেকে আয় করছে।
- প্রতি ছবি ডাউনলোড এ 25$ প্রদান করে। আপনার লেভেল বাড়লে ছবির দামও বাড়ে ।
- পেমেন্ট মেথডঃ Payoneer, Paypal or Skrill
- মিনিমাম পে-আউটঃ 35$
৩। Freepik: Free Vectors, Photos and PSD Downloads
ছবি সেলের পাশাপাশি ভেক্টর, পিএসডি ও গ্রাফিক্স শেয়ার করে এই ওয়েবসাইট থেকে আপনি আয় করতে পারেন।
- প্রতি ছবি ডাউনলোড এ 11$ প্রদান করে। এখানেও আপনার লেবেল বা অবস্থান বাড়লে আপনার ছবির দামও বাড়বে ।
- পেমেন্ট মেথডঃ Paypal or Credit and debit cards
- মিনিমাম পে-আউটঃ 35$
ছবি তুলে আয় করার জন্যে যা কিছু জানা প্রয়োজন, আশা করি সেগুলো জেনেছেন। এবার ক্যামেরা কিংবা স্মার্টফোন নিয়ে বেরিয়ে পড়ুন। এমন কিছু ছবি তুলুন যেগুলো মানুষকে বিস্মিত করবে, যেগুলো মানুষ সংগ্রহে রাখতে চাইবে কিংবা যেগুলো মানুষের প্রয়োজন হবে। এরপর আপলোড দিতে থাকুন বিভিন্ন ওয়েবসাইটে।
**আরো পড়ুন**
Dipu Roy
আমি শখের বসে একটা ডিএসএলআর ক্যামেরা কিনেছি |আমার কাছে প্রকৃতির অনেক ছবি রয়েছে ভাবছি এখন থেকে আমিও ছবি আপলোড করব |