বিশ্বের বিভিন্ন দেশ থেকে তথ্য চুরির Hacking অভিযোগ উঠল চিনের বিরুদ্ধে ১০ বছর ধরে বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক করছে চিন অভিযোগ তুলেছে কানাডার স্মার্টফোন সংস্থা ব্ল্যাকবেরি
এটিএম কার্ড কি (What is ATM Card)
বর্তমানে করোনা ভাইরাসের জন্য খবরের শিরোনামে রয়েছে চিন। এই দেশেরই এক শহরে প্রথম এই ভাইরাস পাওয়া গিয়েছিল, সেটাই আজ বিশ্ব মহামারীর আকার ধারণ করেছে। এই মহামারীর পিছনে চিনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে অনেক দেশ। এরইমধ্যে ফাঁস হয়ে গেল আরও এক চাঞ্চল্যকর তথ্য।
ইন্টারনেট (Internet) একটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ
বিশ্বের বিভিন্ন দেশ থেকে তথ্য চুরির অভিযোগ উঠল চিনের বিরুদ্ধে। এই অভিযোগ তুলেছে কানাডার স্মার্টফোন সংস্থা ব্ল্যাকবেরি। এই সংক্রান্ত ৪৪ পাতার একটি রিপোর্ট দিয়েছে ওই সংস্থা। ওই রিপোর্টে বলা হয়েছে চিনের হ্যাকাররা ছদ্মবেশী সফটওয়্যার বানিয়ে তথ্য চুরি করত। প্রায় এক দশক ধরে এই কাজ করেছে চিন।
ইন্টারনেট আবিষ্কারের (Discovering Internet) কথা জানলে অবাক হবেন।
জানা গিয়েছে বিজ্ঞাপন হিসেবে ওই সফটওয়্যার ঢুকে পড়ে সব তথ্য বের করে আনতে পারত। হ্যাকারদের এরকম অন্তত পাঁচটি গ্রুপকে চিহ্নিত করা গেছে। এদের প্রত্যেকের পেছনে চিনের সরকারের হাত ছিল বলে দাবি করেছে ব্ল্যাকবেরি। যদিও চিন এই হ্যাকিং এর কথা কখনোই স্বীকার করেনি। মূলত লিনাক্স অপারেটিং সিস্টেম কে টার্গেট করেছিল চিন।
হ্যাকিং এর ইতিহাস|এর সম্পর্কে পড়ুন
আসলেই লিনাক্স অপারেটিং সিস্টেম খুব কমই ব্যবহৃত হয়। গোটা বিশ্বে যত ডেস্কটপ ব্যবহার হয় তার মধ্যে মাত্র ২% এই অপারেটিং সিস্টেম ব্যবহার করে। ফলে বহু বছর ধরে চিনের এই চুরি ধরতে পারেনি কেউ। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই মাইক্রোসফট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু বিশ্বের অন্তত ৫০০ টি সুপার কম্পিউটারের রয়েছে এই সিস্টেম। তাই এই সিস্টেমকে Hacking করে অনেক তথ্য হাতিয়ে নেওয়াই ছিল লক্ষ্য।
ব্ল্যাকবেরি দাবি করেছে ২০১২ সালের ১৩ মার্চ থেকে অ্যাকটিভ ভাবে কাজ করছে ওই Hacking টিম। ইতিমধ্যে অনেক মূল্যবান তথ্য কিভাবে হ্যাক করেছে বলেও দাবি ওই সংস্থার।
Farhan Shuaib
Visitor Rating: 5 Stars
Farhan Shuaib
Nice post
Ahasun ahamed Suage
Thanks
Mohammad
nice post
Md Nazmul Islam
New Thing
Ahasun ahamed Suage
Thanks for the comment
Jowel Das Provas
Very useful post. Pore valo laglo. . Many many thanks for this post.