আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চমৎকার কিছু Google ট্রিকস শেয়ার করব। আপনি এগুলো ব্যবহার করে চমকে যাবেন।কারন সবগুলো ট্রিকস অনেক আকর্ষণীয় এবং চমৎকার। যদি আপনি প্রথম এগুলো ব্যবহার করে থাকেন।Google এর সবকিছু আমরা কেউ ব্যবহার করি না। আমরা যতটা ব্যবহার করি এটা Google এর ৫-১০% মাএ। তাই আমার জানা থেকে চমৎকার কিছু টিপস শেয়ার করব আপনাদের সাথে। আশা করি সবার ভালো লাগবে।
আজকে আমি আপনাদের সাথে যে চমৎকার ট্রিকস শেয়ার করছি এগুলো আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। যেকোনো ব্রাউজার এ করতে পারবেন তবে সবচেয়ে ভালো হবে যদি ক্রোম ব্রাউজার এ করেন।
১. Google underwater
আপনি ক্রোম ব্রাউজার এ গিয়ে Google underwater লিখে সার্চ করবেন। তারপর প্রথম যে লিংক টা আসবে ওটাতে ক্লিক করবেন। তাহলে আপনি দেখতে পাবেন পানির মধ্যে Google। আপনি যা কিছু সার্চ করবেন সবকিছু পানির মধ্যে দেখা যাবে।অনেকগুলো মাছ ও দেখতে পাবেন। আপনি চাইলে নিচের লিংক থেকে ও Google underwater এ যেতে পারেন।
Google underwater লিংকঃ- https://elgoog.im/underwater/
২. Google mirror
আচছা আপনি কি গুগল কে উল্টো করতে পারবেন। হ্যাঁ অবস্যই পারবেন।Google mirror হচ্ছে উল্টো গুগল ব্যবহার এর চমৎকার একটা ট্রিকস । আপনি ক্রোম ব্রাউজার এ গিয়ে Google mirror লিখে সার্চ করবেন। তারপর প্রথম যে লিংক টা আসবে ওটাতে ক্লিক করবেন।দেখবেন সবকিছু আয়নার মতো দেখা যাবে। আপনি যা সার্চ করবেন সবকিছু উল্টো হয়ে আসবে। আপনি এটা ব্যবহার করার মাধ্যমে কিছু বিনোদন নিতে পারেন। নিচে লিংক দেওয়া হল।
Google mirror লিংকঃ- https://elgoog.im/
৩. google gravity
এটা হচ্ছে ভাঙা google এর মতো। তার মানে আপনি এখানে যা সার্চ করবেন সবকিছু ভেঙে ভেঙে পরবে।আপনি ক্রোম ব্রাউজার এ গিয়ে Google gravity লিখে সার্চ করবেন। তারপর প্রথম যে লিংক টা আসবে ওটাতে ক্লিক করবেন।তাহলেই আপনি google gravity তে চলে যাবেন। এখানে সবকিছু উপর থেকে ভেঙে ভেঙে পরবে। অথবা নিচের লিংক থেকেও ব্যবহার করতে পারেন।
google gravity লিংকঃ-https://mrdoob.com/projects/chromeexperiments/google-gravity/
৪. Google 98
আপনি কি জানেন ১৯৯৮ সালে কেমন ছিল আজকের এই গুগল। নিশ্চয় জানেন না। কোন সমস্যা নেই এখন ই দেখে নিতে পারবেন। সিম্পলি ক্রোম ব্রাউজার এ গিয়ে Google 98 লিখে সার্চ করবেন। তারপর প্রথম যে লিংক টা আসবে ওটাতে ক্লিক করবেন।তাহলেই চলে যাবেন সেই ১৯৯৮ সালের গুগল এ। যা সার্চ করবেন সবকিছু তখন কার গুগল এর মতো করে দেখা যাবে।আপনি চাইলে নিচের লিংক এ ক্লিক করে পুরনো সেই গুগল ব্যবহার করতে পারেন। Google 98 ব্যবহার করে আপনি ১৯৯৮ সালের কিছুটা স্বাদ উপভোগ করতে পারবেন।
Google 98 লিংকঃ- https://elgoog.im/google1998/
আরো পড়ুনঃ-
survey করে ইনকাম করুন। সেরা ইনকাম সাইট কোন ইনভেস্ট ছাড়া।
আশা করি আজকের পোস্ট টি সবার ভালো লেগেছে। আপনি এখন ই এই টিপস গুলো ব্যবহার করে দেখতে পারেন। আর যাই হউক কিছু একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন। Google এর চমৎকার এই ট্রিকস গুলো আপনাদের বন্ধুদের ও জানিয়ে দিন। ধন্যবাদ সবাই কে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ..