যে জিনিস গুলো গুগলে(google Search) সার্চ করার সময় সতর্ক থাকবেন । যে ১০ জিনিস Google Scarch করবেন তখন সর্তক থাকাতাই শ্রেয়।
Google chrome ব্রাউজারে নতুন থিম (theme) কিভাবে ইনস্টল করবেন
১. Google এ আপনার online banking website Search এর ব্যাপারে বিরত থাকুন:
আপনি আপনার online banking website এর অফিসিয়াল ঠিকানা না জেনে গুগলে Scarch এর ব্যাপারে বিরত থাকুন। নিরাপদ থাকার জন্য সবসময় online banking website এর Official URL দিয়ে এক্সেস করুন। এর কারণ হলো আপনি কোন website এ আপনার Bank ID and Password দিয়ে প্রবেশ করলে Phishing এর সম্ভবনা অনেকখানি বেড়ে যায়।
দেখে নিন কিভাবে কারো (Phone hack) মোবাইল হ্যাক করবেন (Warning)
২. কখনোও কোন Companies এর এর ব্যাপারে Customer care Numbers Google এ Search করা থেকে বিরত থাকুন:
জালিয়াতিচক্ররা বিভিন্ন website এ নকল Customer care Numbers এর তালিকা তৈরী করে পোষ্ট করেন। আপনার মত সহজ সরল ব্যক্তির দ্বারা জালিয়াতিচক্ররা তাদের কাজ সফল করান। গুগলে Customer care Numbers Search এর ব্যাপারে একটি অন্যতম সাধারণ Scams. অতএব সাবধান থাকুন।
খুব সহজে যেকোনো Photo colour পরিবর্তন করুন অনলাইনে
৩. আপনার কাঙ্খিত Downloaded Apps কিংবা Software কখনোও গুগলে Search করা থেকে বিরত থাকুন:
এড্রোয়েট কিংবা আইফোনের জন্য আপনার কাঙ্খিত Install এর জন্য Apps কিংবা Software গুগলে Search করা থেকে বিরত থাকবেন। আপনার প্রয়োজনীয় Apps কিংবা Software Official website যেমন Play Store কিংবা Store of iPhone থেকে ডাউনলোড করে Install করুন। গুগলে Search করা Apps কিংবা Software টি Install এর সময় Malware content থাকতে পারে।
অ্যান্ড্রয়েডের সেরা Hacking Apps আর হয়ে যান pro হ্যাকার
৪. কখনোও কোন ঔষধ কিংবা Medical Symptoms Google এ Search করা থেকে বিরত থাকুন:
এটি খুবই গুরুত্বপূর্ণ যে, আপনি কোন অসুখ এর ব্যাপারে তথ্যের জন্য গুগলে Search করা থেকে সর্তক থাকা। অধিকন্তু এটি খুবই বিপদজনক যে, উল্লেখিত তথ্যের ভিত্তিতে আপনি কোন ঔষধ ক্রয় করে সেটি সেবন করলেন।
বিনোদনের (Entertainment Web) জন্য দেখে নিন কিছু ওয়েব সাইট।
৫. ব্যক্তিগত মূলধন এবং ষ্টক মার্কেট কিংবা গুরুত্বপূর্ণ পরামর্শ এর ব্যাপারে গুগলে Search করা থেকে বিরত থাকুন:
আপনাকে ধনী করার জন্য বিনিয়োগ পরিকল্পনা কখনোও গুগলে Search করবেন না। সুতরাং যখন আপনি কোথাও বিনিয়োগ করবেন তখন, Google এ Search করা থেকে বিরত থাকুন।
৬. সরকারী website Google এ Search করার সময় সর্তক থাকুন:
Banking website, Government Websites মত Municipality tax, Hospitals ইত্যাদি Scammers দের প্রধান লক্ষ্য। সুতরাং Google থেকে ওরিজিনাল website সনাক্ত করে বেছে নেয়া একটি কঠিন কাজ বটে।
৭. Social Media websites গুলো গুগলে Search করার সময় সর্তক থাকুন:
এটি খুবই গুরুত্বপূর্ণ যে, Social Media websites গুলোর অরিজিনাল URL টি আপনার ব্যবহৃত ব্রাউজারের এড্রেস বক্সে লিখে লগ ইন করা। যদি আপনি Social Media websites গুলো Google এ Search করে লগ ইন করেন, তাহলে আপনি ফিসিং এর খপ্পরে পড়তে পারেন।
৮. ই-কর্মাস অথবা কোন অফার এর ব্যাপারে গুগলে Search করার সময় সর্তক থাকুন:
কোন E-commerce এ offers এর বিষয়ে ফেক Web page এর দিকে Google এ Search ধাবিত করে। একজন জালিয়াতির জন্য এই রকম ওয়েবসাইট গুলোর মাধ্যমে অনলাইন ব্যাংকিং লগইন এবং ডিটৈইল টি লোভনীয় বস্তু বটে। সুতরাং এ ব্যাপারে সর্তক থাকা জরুরী।
৯. Free antivirus apps এবং Software এর ব্যাপারে গুগলে Search করার সময় সর্তক থাকুন:
Free antivirus apps এবং Software এর ব্যাপারে Google এ Search করার সময় সর্তক থাকতে হবে। এটি খুব কঠিন যে, আসল apps এবং Software টি গুগুল থেকে খুজে বের করা।
১০. ডিসকাউন্ট পাবার আশায় কুপন কোড Google এ Search করার সময় সর্তক থাকুন:
যদি আপনি সপিং এর ডিসকাউন্ট এর জন্য কুপন কোড পেয়ে কোড গুগলে Search করেন, তাহলে Google আপনাকে ফেক ওয়েবসাইটে নিয়ে কম মূল্যের প্রলোভনে আপনার online banking Details টি হাতিয়ে নিতে পারে।
Jahid Al Azom
সময়োপযোগী পোস্ট। ধন্যবাদ
Ahasun ahamed Suage
Welcome
Mohammad
অনেক কাজের পোস্ট করেছেন
Tawhid
Onek Guruttopurno post korechen.
Md Nazmul Islam
সতর্কতামুলক পোস্ট
Md Nazmul Islam
সতর্কতা মুলক পোস্ট
Jowel Das Provas
Very useful post. Many many thanks for this nice post
Rauf Rafi
Visitor Rating: 4 Stars