তো আপনারা সবাই কেমন আছেন?আশা করি অনেক বেশিই ভালো আছেন।আমার ব্লগের আজকের বিষয়টি নির্ধারণ করেছি আপনি কিভাবে গুগল প্লে (Google Play) ক্রেডিট ইনকাম করবেন সে বিষয়ে ।
বিকাশে যেমন ব্যালেন্স থাকে,পেয় পালে যেমন ডলার থাকে, ঠিক সেরকম গুগল প্লে (Google Play) স্টোরে ও ব্যালেন্স (ডলার) থাকে।প্লে ব্যালেন্স দিয়ে আপনি সবকিছু করতে পারেন।গেমের ডায়মন্ড টপ আপ-ভালো ও দামী দামী এপ্স ডাউনলোড করতে পারেন।এমনকি টাকাতে কনভার্ট করতে পারেন।এখন আসা যাক কিভাবে প্লে ব্যালেন্স ইনকাম করব।
ওয়েবসাইটে গুগোল (Adsense) এডসেন্স কিভাবে পাবেন।
Play Point:
- প্রথমেই Turbo VPN প্লে স্টোর থেকে ইন্সটল করে United States এর বিপিএন কানেক্ট করবেন।
- তারপর নতুন একটি গুগল একাউন্ট খুলতে হবে অর্থাত জিমেইল একাউন্ট খুলতে হবে ।অবশ্যই আমেরিকার সারভারে বিপিএন দ্বারা কানেক্টেড থাকতে হবে।কেননা বাংলাদেশের জিমেইল একাউন্ট দ্বারা তা হবেনা।
- বি:দ্র:জিমেইল একাউন্ট খোলার এক পর্যায়ে মোবাইল নম্বর দিতে বলে।যেহেতু আমাদের কারো USA এর মোবাইল নম্বর নেই,কাজেই Country বাংলাদেশ সিলেক্ট করে ফোন নম্বর দিতে পারব,কোনো সমস্যা হবে না।
কনটেন্ট রাইটার (Content Writer) হিসেবে কীভাবে কাজ শুরু করবেন?
- নতুন জিমেইল একাউন্ট খোলা হয়ে গেলে,অই জিমেইল একাউন্ট ব্যবহার করে প্লে স্টোরে লগ ইন করে,বাম পাশে এরো বাটনে ক্লিক করলেই প্লে পয়েন্ট অপশন দেখতে পারবেন। (Google Play)
- “Play Point” অপশনে যাওয়ার পর একদম নিচে বলা আছে কিছু এপ ইন্সটল করলেই প্লে পয়েন্ট দিবে,হয়ত কিছু নাও থাকতে পারে,তবে প্রতি ১ সপ্তাহ পর পর এমন সুযোগ দেয়।
- প্লে পয়েন্ট মোট ১০০ জমলে তা $১ গুগল প্লে ক্রেডিট এ এক্সচেঞ্জ করতে পারবেন।যার বাজার দর ৮৫ টাকা।
Google Opinion Rewards:
- USA বিপিএন কানেক্টেড রেখে,নতুন যে জিমেইল একাউন্ট খুলেছিলেন তা প্লে স্টোরে লগ ইন করে Google Opinion Reward এপটি ইন্সটল করবেন।অবশ্যই USA বিপি এন কানেক্টেড থাকতে হবে।বাংলাদেশ সার্ভারে এপটি প্লে স্টোরে পাওয়া যাবে না!
- ইন্সটল করার পর ওপেন করবেন।ওপেন করতে বললে একটি গুগল ব্যলেন্সের একাউন্ট খুলতে বলবে নিচের চিত্রে যা লেখা আছে তা লিখে দিবেন।তাছাড়াও বয়স নির্বাচন করতে বলবে,ঠিকমত করে দিবেন।
- Location On রাখবেন।এই এপটি গুগল এর।এখানে Servey মানে কিছু ব্যাক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়,যার সঠিক সঠিক জবাব দিলে রিওয়ার্ড হিসেবে প্লে ব্যালেন্স দেয়া হয়,যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন তারা সবসময়ই মোবাইলের Location অন রাখবেন,এতে Servey বেশি বেশি দিবে।বিভিন্ন ভ্রমণ করা প্লেস সম্পর্কে Servey তে বেশি জিজ্ঞেসা করা হয়।
- এমনিতেই মাসে ২-৩ টা সারভে দেয়া হয়,কেউ কেউ আবার মাসে ৬-৭ টা Servey দেয়া হয়।
গুগল (Google) সার্চে আপনার সাইট আসছে না? জেনে নিন কারন ও সহজ সমাধানঃ (শেষ পর্ব)
যাক,আজ এ পর্যন্ত। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।ভালো থাকুন,সুস্থ থাকুন,আমাদের পাশেই থাকুন
LSI কীওয়ার্ডস কি এবং কেন? (পর্ব- ০১)
Naimul Islam
Visitor Rating: 4 Stars
Jowel Das Provas
Apnar post ti khub valo hoyeche
SAIF Ahmed
nice