আমরা গুগল কে মূলত কোন কিছু সার্চ করার ক্ষেত্রে ব্যবহার করি কিন্তু এর অন্য কোন ফিচার আছে কিনা তা ভালো করে আমরা জানিনা তেমনি তাই আজকে Google এর Secret কিছু গেমস সম্পর্কে জেনে নেওয়া যাক।
Basketball 2012:
গুগল এই গেমস টি উন্মুক্ত করে ২০১২ সালের ৮ অক্টোবর আর মজার একটি গেমস যা আপনি আপনার সার্চ ইঞ্জিনে বসেই খেলতে পারবেন। আপনি বিভিন্ন দূরত্ব থেকে বল বাস্কেট করতে পারেবন মাউসের ব্যবহার করে আর এখানে গতি নিয়ন্ত্রনের টা অবশ্যই জরুরী। সময় কাটানোর জন্য হতে পারে সুন্দর একটি গেমস যা আপনি খেলতে চাইলে নিচের লিংকে চলে যেতে পারেন।https://www.google.com/doodles/basketball-2012
T-Rex:
আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যখন গুগল ক্রোম বাউজারে নেট কানেকশন থাকেনা তখন উপরের মত একটি ডায়নোসর দেখা যায় অনেকে হয়তো মনে করে থাকবেন যে ঐ ডায়নোসর টাই নেট খেয়ে ফেলছে কিন্তু আসলে তা নয় এটা একটি গেমস যা আপনাকে সময় কাটানোর জন্য প্লে করার ইঙ্গিত দিচ্ছে। আপনি আপনার ডায়নোসর কে লাফিয়ে লাফিয়ে পার করতে Object গুলো আর তার জন্য Space Button ব্যবহার করবেন ব্যস এবার পয়েন্ট জমান।আর আপনি যদি অনলাইনেও গেমস টি খেলতে চান তবে নিচের লিংকে চলে যান।
http://www.trex-game.skipser.com/
PacMan:
Google এর Doodle এ এই গেমস টি প্রথম দেখা যায় মে ২১, ২০১০ সালে। আপনি KeyBoard এর Arrow Key ব্যবহার করে এই গেমস টি খেলতে পারবেন। গেমস টিতে আপনাকে পালিয়ে বাচতে হবে Inky, Pinky, Blinky এবং Clyde এর হাত থেকে তাহলে সময় নষ্ট করতে চাইলে আপনার গুগল সার্চ বারে লিখুন “PACMAN” দেখবেন আপনার Play বাটন চলে এসেছে খেলা শুরু করুন।
Google Snake Game:
Snake গেমস কি এটা তো আপনারা নোকিয়ার আমল থেকেই জানেন ঠিক তেমনি গুগলের সিক্রেট Snake গেমস রয়েছে আর আপনি যদি তা চেখে দেখতে চান তবে চলে যান নিচের লিংকে।
BreakOut:
“ব্রেইকআউট” গেমটি ডেভেলপ করে ১৯৭২ সালে Steve Wozniak এবং Steve Jobs. এবং এই গেমস টি তে আপনাকে একটি ডান্ডা দেওয়া হবে যা দিয়ে বল টা যাতে নিচে পড়ে না যায় তা কন্ট্রোল করবেন আর বল গিয়ে উপরের ব্লক গুলোকে ভাংবে। Dx-Ball গেমস টি তো খেলেছেন ঠিক ঐটার মত এবার আপনি যদি Breakout খেলতে চান তবে নিচের লিংকে চলে যান।https://elgoog.im/breakout/
তাহলে এই পাঁচটি সিক্রেট গেমস এর সমাপ্তি ঘটছে আপাদত বিদায় দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে।
Jowel Das Provas
This is the best post I have seen ever in Income Tunes, Keep it up bro, waiting for your next post
Jowel Das Provas
Visitor Rating: 5 Stars
Dipu Roy
অনেক ভালো লাগলো পোস্টটি পড়ে
Dipu Roy
আরো ভালো কিছু শেয়ার করুন আমাদের সাথে
Tomas Roy
nice
Tomas Roy
niceftghf
Kibria
Helpful post…thanks for sharing with us