প্রিয় পাঠক “গুগল (Google) সার্চে আপনার সাইট আসছে না? জেনে নিন কারন ও সহজ সমাধান” ধারাবাহিকের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। আমরা ইতিমধ্যেই সাইট গুগল (Google) সার্চে না আসার বেশ কয়েকটি কারন সম্পর্কে জেনেছি, এই পর্বে আরও কিছু কারন আপনাদের সামনে তুলে ধরবো।
পুরো পোস্টটি পড়লে আপনাদের বুঝতে সুবিধা হবে। চলুন আর দেরি না করে শুরু করা যাক।
*** আপনার সাইটের অথরিটি কম
এ নিয়ে গুগল (Google) নিজেরি মিশ্র বক্তব্য রয়েছে যে সাইট অথরিটি র্যাঙ্কিং এর জন্য আসলেই কোন জরুরি ফ্যাক্টর কি না। আবার অনেকেই মনে করেন এমন কোন ব্যাপার নেই , এমন কোন কিছুই আসলে নাই তাদের ধারনা এমন কিছু মেট্রিক আছে, যা একই ধরনের জিনিস ম্যাপিং করে।
ফরেক্স (Forex)মার্কেটে বিনিয়োগ করে আয় করি
তবে সাইট অথরিটি কখনো কখনো নির্দিষ্ট কিছু কী-ওয়ার্ডের ক্ষেত্রে র্যাঙ্কিং এ ভূমিকা রেখেছে। যেমন, “Pizza” কী-ওয়ার্ড এর টপ র্যাঙ্কিং (Ranking) পেইজ গুলো খেয়াল করুন।
খেয়াল রাখবেন কিছু কী-ওয়ার্ডের টপ অথরিটি সাইট ভালো র্যাংকিং করার মানে এই নয় যে সব ক্ষেত্রেই সাইট অথরিটি র্যাংকিং এ ভূমিকা রাখে। হতে পারে কিছু সার্চের ক্ষেত্রে, গুগল বুঝে যে মানুষ আস্থাভাজন কোন সাইট থেকে তথ্য চায়, যেমন প্রখ্যাত কোন ব্র্যান্ড শপ, আউটলেট ইত্যাদি।
যদিও DR রেজাল্টে আপনার সাইটের উপরে অনেক সাইট থাকে, তবুও আপনি চাইলে সেসব সাইটকে টপকাতে পারেন। পেইজ লেভেলে বেশি বেশি ব্যাক-লিঙ্ক আর লিঙ্ক অথরিটি তৈরি করে। কারণ আসল কথা হলো গুগল সাইট র্যাঙ্ক করে না, পেইজ র্যাঙ্ক করে।
*** আপনার ওয়েব পেইজ ‘সার্চ ইন্টেন্ট’ এর সাথে যায় না
মনে রাখবেন, গুগল (Google) কিন্তু কী-ওয়ার্ডের সাথে সবচাইতে বেশি কাজের আর দরকারি রেজাল্টই প্রদর্শন করার চেষ্টা করে। তাই অনুসন্ধানকারী কী জানতে চায়, সেটার সাথে আপনার সাইটের কন্টেন্টের মিল থাকা চাই। একে বলে সার্চ ইন্টেন্ট। তাই ঐভাবেই সার্চ ইন্টেন্ট মাথায় রেখেই কাজ করতে হবে তবেই গুগল আপনার সাইট কে র্যাঙ্কিং এ নিয়ে আসবে।
তো প্রিয় পাঠকগন উপরোক্ত কারন গুলি ও পূর্বের পর্বের কারণগুলির সাথে আপনার সাইটটি মিলিয়ে নিন দেখুন কোথায় সমস্যা। এর পরেও যদি আপনার সাইটটি গুগল সার্চ এ না আসে তাহলে আপনার জন্য আমার পরবর্তী পোস্ট লিখা পর্যন্ত অপেক্ষা করুন।
সে পর্যন্ত ইনকাম টিউনস এর সাথেই থাকুন।
পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আরও পড়ুন>>>>
গুগল (Google) সার্চে আপনার সাইট আসছে না? জেনে নিন কারন ও সহজ সমাধানঃ (পর্ব-০৩)
LSI কীওয়ার্ডস কি এবং কেন? (পর্ব- ০১)
Jowel Das Provas
Visitor Rating: 5 Stars
Jowel Das Provas
Rate My Post Please