প্রিয় পাঠক অনলাইন জগতের অন্যতম জনপ্রিয় সাইট ইনকাম টিউনস এ আপনাকে স্বাগতম। গুগল (Google) সার্চে আপনার সাইট আসছে না? জেনে নিন কারন ও সহজ সমাধানঃ (পর্ব-০৩)
এর আগের দুটি পর্বে আমরা গুগল (Google) সার্চে সাইট না আসার কয়েকটি কারন সম্পর্কে জেনেছিলাম। এই পর্বের মাধ্যমে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ কারন জানবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক।
*** আপনার ভালো মানের যথেষ্ট ব্যাকলিংক নেই
ধরে নিন আপনার পেইজ গুগল সার্চে আসার যথেষ্ট কোন কারণ রয়েছে, তারপরেও কিন্তু আপনাকে এটি প্রমাণ করতে হবে যে আপনার পেইজ আসলেই র্যাঙ্ক পাওয়ার যোগ্য।
আসলে গুগল-এর এলগরিদমের অনেক ফ্যাক্টর আছে, তবুও ইউনিক সাইটের ব্যাকলিংক সংখ্যাই মনে হয় সাইট র্যাংকিং পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। অনেক কো-রিলেশান স্টাডিতে বারবার এটাই প্রমানিত হয়েছে।
আপনার চাইতে বেশি র্যাংক-এ থাকা ওয়েব পেইজে যদি বেশি ব্যাকলিংক থাকে, তাহলে খুব সম্ভবত আপনার র্যাঙ্কিং না পাওয়ার এটাই কারণ।
আরেকটি কথা জেনে রাখা ভালো যে, গুগল (Google) কখনো সাইট র্যাঙ্ক (Site Rank) করে না। পেইজ র্যাঙ্ক করে। আপনি যদি কোন পেইজ র্যাঙ্ক (Page Rank) করতে চান, তাহলে সেই পেইজে রেফারিং ডোমেইন (Domain) এর সংখ্যা নিয়ে মাথা ঘামান। পুরো সাইটের না।
প্রয়োজনে Keyword Explorer সাইটে যান, আপনার টার্গেট কী-ওয়ার্ড খুঁজুন। এরপর SERP OVERVIEW তে যান। এখানে বর্তমান টপ র্যাঙ্কিং পেইজগুলোর প্রত্যেকটার এসইও মেট্রিক দেখতে পাবেন।
আর ডোমেইন কলামে দেখতে পাবেন প্রতিটা পেইজে কয়টা ইউনিক ওয়েবসাইটের লিঙ্ক আছে। যদি আপনার পেইজে কম থাকে, তবে ব্যাকলিংক বাড়ানোর চেষ্টা করুন।
গুগল (Google) সার্চে আপনার সাইট আসছে না? জেনে নিন কারন ও সহজ সমাধানঃ (পর্ব-০১)
*** আপনার পেইজের অথরিটি কম
গুগল এর র্যাঙ্কিং (Ranking) এলগরিদম পেইজ-র্যাংক নামে একটা সিস্টেমের মাধ্যমে কাজ করে। এটা ব্যাকলিংক (Backlink) আর ইন্টারনাল লিঙ্ক হিসেব করে। অনেকেই মনে করে এই সিস্টেম বাতিল হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে গুগল নিজেই নিশ্চিত করেছে যে তারা এটা এখনো ব্যাবহার করছে।
যদিও গুগল তাদের এই পেইজর্যাঙ্ক এর রেজাল্ট পাবলিকলি প্রকাশ করা বন্ধ করে দিয়েছে। আপনি চাইলেও এখন আর আপনার কম্পিটিটরের সাথে আপনার রেজাল্ট চেক করে দেখতে পাড়বেন না।
তবে কিছু SEO টুল আছে, যার মাধ্যমে প্রায় একই কাজ করা যায়।
যেখানে UR ১-১০০ এর একটা স্কেলে রেজাল্ট শো করে। যত বেশি নাম্বার, তত বেশি অথরিটি। Site Explorer বা free back link checker এর মাধ্যমে আপনার সাইটের UR রেজাল্ট দেখে নিন।
সাথে Keyword Explorer এর SERP Overview এর মাধ্যমে পাওয়া টপ কম্পিটিটরের UR রেজাল্ট তুলনা করে দেখুন।
যদি আপনার কম্পিটিটরের UR রেজাল্ট বেশি হয়, তাহলে বুঝে নেবেন, আপনার পেইজ অথরিটি কম, তাই এগোতে পারছেন না। এক্ষেত্রে দু’টি কাজ করতে পারেন।
১। বেশি ব্যাক-লিঙ্ক ডেভলাপ করুন
২। বেশি বেশি ইন্টারনাল লিংক এড করুন।
ইন্টারনাল লিঙ্ক এড করা অনেক সোজা একটি কাজ। তাই বেশ কিছু কাজের ইন্টারনাল লিঙ্ক এড করে ফেলুন আর ফলাফল দেখুন।
আশা করি উপরোক্ত কারন গুলি বুঝতে পেরেছেন, এই কারণগুলি ও আগের পর্বের কারণগুলি চেক করুন তারপরেও যদি আপনার সাইটটি Google Search না আসে তাহলে আপনাকে আরেকটু অপেক্ষা করতে হবে পরবর্তী পর্ব গুলোর জন্য যেখানে আরো কিছু কারন ও তার সমাধান নিয়ে আলোচনা করা হবে।
ধন্যবাদ।
আরও পড়ুন>>>>
কি পেলাম (Jibonpata) জীবন পাতা থেকে?
কম্পিউটার নেটওয়ার্ক (Network) নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য
ফরেক্স (Forex)মার্কেটে বিনিয়োগ করে আয় করি
Jowel Das Provas
Visitor Rating: 5 Stars
SAIF Ahmed
nice